কুম্ভ (তারকামণ্ডল)
জ্যোতিষ শাস্ত্রের আলোকে কুম্ভ রাশি সম্বন্ধে জানতে হলে দেখুন: কুম্ভ রাশি (জ্যোতিষ শাস্ত্র)
তারামণ্ডল | |
![]() কুম্ভ তারকামণ্ডলের তারাসমূহের তালিকা | |
সংক্ষিপ্ত রূপ | Aqr |
---|---|
জেনিটিভ | অ্যাকুয়ারি |
উচ্চারণ | /əˈkwɛəriəs/, genitive /əˈkwɛəriaɪ/ |
বিষুবাংশ | ২৩ ঘণ্টা |
বিষুবলম্ব | −১৫° |
চতুর্থাংশ | SQ4 |
আয়তন | ৯৮০ বর্গডিগ্রি (১০ম) |
প্রধান তারা | ১০, ২২ |
বায়ার/ফ্ল্যামস্টিড তারাসমূহ | ৯৭ |
বহির্গ্রহবিশিষ্ট তারা | ৮ |
৩.০০m-এর অধিক তারা উজ্জ্বল | ২ |
১০.০০ pc (৩২.৬২ ly) মধ্যে তারা | ৭ |
উজ্জ্বলতম তারা | বিটা অ্যাকুয়ারি (Sadalsuud) (২.৯০m) |
নিকটতম তারা | EZ Aqr (১১.২৭ ly, ৩.৪৫ pc) |
মেসিয়ার বস্তু | ৩
meteorshowers =
|
সীমান্তবর্তী তারামণ্ডল |
|
+৬৫° ও −৯০° অক্ষাংশের মাঝে দৃশ্যমান। অক্টোবর মাসে রাত ৯ টায় সবচেয়ে ভাল দেখায়। |
কৃম্ভ রাশি মকর রাশির পূর্বে অবস্থিত। পেগাসাস বর্গ এবং দক্ষিণ মীন মণ্ডলের ফোমালহট তারার মাঝে তিনটি তারা দিয়ে একটি সমবাহু ত্রিভুজ আাঁকা যায় যা হল কলসের মুখ। দক্ষিণের তারাগুলোর পূর্বের বাঁকানো সারিটিকে পানির ধারা কল্পনা করা হয়, অর্থাৎ কলসের মুখ থেকে পানি গড়িয়ে নিচে পড়ছে। পানির এ ধারাটি নিচে দক্ষিণ মীনের মাছের মুখে পড়তে দেখা যায়।
তারা
ধৃতরাষ্ট্র (Sadalmelik), গান্ধারী(Sadalsuud), বিদুর(Sadachbia), দুর্যেোধন(λ Aquarii) প্রভৃতি কুম্ভরাশির উল্লেখযোগ্য তারা। [1]
তথ্যসূত্র
- তারা পরিচিতি, মোহাম্মদ আবদুল জব্বার
আরও দেখুন
- কুম্ভ রাশির তারামূহের তালিকা
বহিঃসংযোগ
- The Deep Photographic Guide to the Constellations: Aquarius
- NightSkyInfo.com: Constellation Aquarius
- WIKISKY.ORG: Aquarius constellation
- Star Tales – Aquarius
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.