তারামণ্ডল

তারামণ্ডল (Constellation) পৃথিবী থেকে দৃশ্যমান মহাকাশ বা আকাশের ৮৮টি ভাগের যেকোন একটি ভাগের নাম। আধুনিক কালে সমগ্র খ-গোলক-কে ৮৮টি ভাগে ভাগ করা হয়েছে যার প্রতিটিতে বিভিন্ন তারাসমূহ অবস্থান করে। মাঝেমাঝে এই শব্দটি কিছু তারার সমষ্টি বোঝাতেও ব্যবহৃত হয়। কিছু তারা মিলে একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করলে তাকে তারামণ্ডল হিসেবে অভিহিত করা হতো অনেক কাল আগে থেকেই। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই তারামণ্ডলসমূহের সংখ্যা নির্ণয় করা হয়েছে। এর মধ্যে টলেমির পদ্ধতিটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। তবে বর্তমানে ৮৮টি ভাগের অস্তিত্বকেই ধ্রুব ধরা হয়। যে তারামণ্ডলগুলো বেশ পরিচিত সেগুলোতে এমনকিছু উজ্জ্বল তারা থাকে যারা একটি সুস্পষ্ট কাঠামো গঠন করে। অবশ্য বেশির ভাগ মণ্ডলগুলোর তারাই ক্ষীণ।

কালপুরুষ মণ্ডলের একটি চিত্র, এটি সুপরিচিত একটি তারামণ্ডল যা পৃথিবীর সকল স্থান থেকেই প্রায় সারা বছর দেখা যায়।

ব্যাখ্যা

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন (আইএইউ) আকাশকে ৮৮টি ভাগে ভাগ করেছে যার প্রত্যেকটির রয়েছে সুস্পষ্ট সীমারেখা। এর ফলে এখন পৃথিবী থেকে দৃশ্যমান মহাকাশের প্রতিটি স্থানই কোন না কোন তারামণ্ডলের মধ্যে পড়ে। খ-গোলকের উত্তর গোলার্ধে অবস্থিত তারামণ্ডলসমূহের নামকরণ ও বিভাগ মূলত প্রাচীন গ্রিক প্রথা অনুসারেই করা হয়েছে। মধ্যযুগীয় জ্যোতির্বিজ্ঞানের প্রভাবও এতে রয়েছে। এছাড়া রাশিচক্রের চিহ্নসমূহও এতে অন্তর্ভুক্ত হয়েছে।

১৯৩০ সালে ইউজিন ডেলপোর্টে প্রথম তারামণ্ডলসমূহের সীমারেখা চিহ্নিত করেন; একই সাথে তিনি বিষুবাংশ এবং বিষুবলম্বের রেখাসমূহের সাপেক্ষে এই সীমারেখাগুলো চিহ্নিত করেন। তিনি অবশ্য বি১৮৭৫.০ ইপকের জন্য এই সীমারেখাগুলো চিহ্নিত করেছিলেন। তখনকার সময়ে বেঞ্জামিন এ. গউল্ড একটি প্রস্তাবনা পেশ করেন যার ভিত্তিতে ডেলপোর্টে তার কাজের ভিত্তি স্থাপন করেছিলেন। এতো আগের সময়ের জন্য সীমারেখা চিহ্নিতকরণের ফলে যা হয়েছে তা হল; বিষুবন বিন্দুসমূহের অয়নচলনের জন্য একটি আধুনিক তারা চিত্রে (উদাঃ জে২০০০ ইপকের জন্য) এই সীমারেখাগুলো অনেকটা বেঁকে যায় যার ফলে আর তা সমান্তরাল বা উল্লম্ব থাকে না। যত সময় যাবে এই বেঁকে যাবার পরিমাণ আরো বেড়ে যাবে।

আধুনিক তারামণ্ডলসমূহ

বাংলা নামইংরেজি নামসংক্ষিপ্ত রুপজেনিটিভইংরেজি রুপউৎপত্তি
ধ্রুবমাতা মণ্ডলAndromedaAndঅ্যানড্রোমিডিAndromedaeপ্রাচীন (টলেমি)
বায়ুযন্ত্র মণ্ডলAntliaAntঅ্যান্টলিইAntliae১৭৬৩, ল্যাকেইল
ধূম্রাট মণ্ডলApusApsঅ্যাপোডিসApodis১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং হাউটম্যান
কুম্ভ রাশিAquariusAqrএকুয়ারিAquariiপ্রাচীন (টলেমি)
ঈগল মণ্ডলAquilaAqlএকুইলিAquilaeপ্রাচীন (টলেমি)
বেদী মণ্ডলAraAraঅ্যারিAraeপ্রাচীন (টলেমি)
মেষ রাশিAriesAriঅ্যারিয়েটিসArietisপ্রাচীন (টলেমি)
অশ্বপালক মণ্ডলAurigaAurঅরিগিAurigaeপ্রাচীন (টলেমি)
কৃষক মণ্ডলBoötesBooবুটিসBoötisপ্রাচীন (টলেমি)
বায়ুচাপক মণ্ডলCaelumCaeসে-লিCaeli১৭৬৩, ল্যাকেইল
জিরাফ মণ্ডলCamelopardalisCamক্যামিলোপারডালিসCamelopardalis১৬২৪, বার্টখ [1]
কর্কট রাশিCancerCncক্যানক্রিCancriপ্রাচীন (টলেমি)
সারমেয় মণ্ডলCanes VenaticiCVnক্যানাম ভেনাটিকোরামCanum Venaticorum১৬৯০, Firmamentum Sobiescianum, হেভেলিয়াস
মৃগব্যাধ মণ্ডলCanis MajorCMaক্যানিস মেজরিসCanis Majorisপ্রাচীন (টলেমি)
শুনী মণ্ডলCanis MinorCMiক্যানিস মাইনরিসCanis Minorisপ্রাচীন (টলেমি)
মকর রাশিCapricornusCapক্যাপ্রিকর্নিCapricorniপ্রাচীন (টলেমি)
ক্যারিনা মণ্ডলCarinaCarক্যারিনিCarinae১৭৬৩, ল্যাকেইল, অর্ণবযান থেকে জাত
কাশ্যপেয় মণ্ডলCassiopeiaCasক্যাসিওপেইCassiopeiaeপ্রাচীন (টলেমি)
মহিষাসুর মণ্ডলCentaurusCenসেন্টাউরিCentauriপ্রাচীন (টলেমি)
শেফালী মণ্ডলCepheusCepসেফেইCepheiপ্রাচীন (টলেমি)
তিমি মণ্ডলCetusCetসেটিCetiপ্রাচীন (টলেমি)
কৃকলাস মণ্ডলChamaeleonChaচ্যামেলিয়ন্টিসChamaeleontis১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান
বৃত্ত মণ্ডলCircinusCirসারসিনিCircini১৭৬৩, ল্যাকেইল
কপোত মণ্ডলColumbaColকলাম্বিColumbae১৬৭৯, রয়্যার, মৃগব্যাধ মণ্ডল থেকে জাত
কোমা বারেনিসিস মণ্ডলComa BerenicesComকোমা বারেনিসিসComae Berenices১৬০৩, ইউরানোমেট্রিয়া, সিংহ রাশি থেকে জাত
দক্ষিণ কীরিট মণ্ডলCorona Australis [2]CrACoronae Australisপ্রাচীন (টলেমি)
উত্তর কীরিট মণ্ডলCorona BorealisCrBCoronae Borealisপ্রাচীন (টলেমি)
হস্তা মণ্ডলCorvusCrvCorviপ্রাচীন (টলেমি)
কাংস্য মণ্ডলCraterCrtCraterisপ্রাচীন (টলেমি)
ত্রিশঙ্কু মণ্ডলCruxCruCrucis১৬০৩, ইউরানোমেট্রিয়া, মহিষাসুর মণ্ডল থেকে জাত
বক মণ্ডলCygnusCygCygniপ্রাচীন (টলেমি)
ধনিষ্ঠা মণ্ডলDelphinusDelDelphiniপ্রাচীন (টলেমি)
সুবর্ণাশ্রম মণ্ডলDoradoDorDoradus১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান
প্রচেতা মণ্ডলDracoDraDraconisপ্রাচীন (টলেমি)
অশ্বতর মণ্ডলEquuleusEquEquuleiপ্রাচীন (টলেমি)
যামী মণ্ডলEridanusEriEridaniপ্রাচীন (টলেমি)
যজ্ঞকুণ্ড মণ্ডলFornaxForFornacis১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল
মিথুন রাশিGeminiGemGeminorumপ্রাচীন (টলেমি)
সারস মণ্ডলGrusGruGruis১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান
হারকিউলিস মণ্ডলHerculesHerHerculisপ্রাচীন (টলেমি)
ঘটিকা মণ্ডলHorologiumHorHorologii১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল
বাসুকী (তারামণ্ডল)HydraHyaHydraeপ্রাচীন (টলেমি)
হ্রদ মণ্ডলHydrusHyiHydri১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান
সিন্ধু মণ্ডলIndusIndIndi১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান
গোধা মণ্ডলLacertaLacLacertae১৬৯০, Firmamentum Sobiescianum, হেভেলিয়াস
সিংহ রাশিLeoLeoLeonisপ্রাচীন (টলেমি)
লঘু সিংহ মণ্ডলLeo MinorLMiLeonis Minoris১৬৯০, Firmamentum Sobiescianum, হেভেলিয়াস
শশক মণ্ডলLepusLepLeporisপ্রাচীন (টলেমি)
তুলা রাশিLibraLibLibraeপ্রাচীন (টলেমি)
শার্দূল মণ্ডলLupusLupLupiপ্রাচীন (টলেমি)
বনমার্জার মণ্ডলLynxLynLyncis১৬৯০, Firmamentum Sobiescianum, হেভেলিয়াস
বীণা মণ্ডলLyraLyrLyraeপ্রাচীন (টলেমি)
মেনসা মণ্ডলMensaMenMensae১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল
অনুবীক্ষণ মণ্ডলMicroscopiumMicMicroscopii১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল
একশৃঙ্গী মণ্ডলMonocerosMonMonocerotis১৬২৪, বার্টখ
মক্ষিকা মণ্ডলMuscaMusMuscae১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান
মানদণ্ড মণ্ডলNormaNorNormae১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল
অষ্টাংশ মণ্ডলOctansOctOctantis১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল
সর্পধারী মণ্ডলOphiuchusOphOphiuchiপ্রাচীন (টলেমি)
কালপুরুষ মণ্ডলOrionOriOrionisপ্রাচীন (টলেমি)
ময়ুর মণ্ডলPavoPavPavonis১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান
পক্ষীরাজ মণ্ডলPegasusPegPegasiপ্রাচীন (টলেমি)
পরশু মণ্ডলPerseusPerPerseiপ্রাচীন (টলেমি)
সম্পাতি মণ্ডলPhoenixPhePhoenicis১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান
চিত্রপট মণ্ডলPictorPicPictoris১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল
মীন রাশিPiscesPscPisciumপ্রাচীন (টলেমি)
দক্ষিণ মীন মণ্ডলPiscis AustrinusPsAPiscis Austriniপ্রাচীন (টলেমি)
পাপিস মণ্ডলPuppisPupPuppis১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল, অর্ণবযান থেকে জাত
পিক্সিস মণ্ডলPyxisPyxPyxidis১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল
আড়ক মণ্ডলReticulumRetReticuli১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল
বাণ মণ্ডলSagittaSgeSagittaeপ্রাচীন (টলেমি)
ধনু রাশিSagittariusSgrSagittariiপ্রাচীন (টলেমি)
বৃশ্চিক রাশিScorpiusScoScorpiiপ্রাচীন (টলেমি)
ভাস্কর মণ্ডলSculptorSclSculptoris১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল
স্কুটাম মণ্ডলScutumSctScuti১৬৯০, Firmamentum Sobiescianum, হেভেলিয়াস
সর্প মণ্ডলSerpens [3]SerSerpentisপ্রাচীন (টলেমি)
ষষ্ঠাংশ মণ্ডলSextansSexSextantis১৬৯০, Firmamentum Sobiescianum, হেভেলিয়াস
বৃষ রাশিTaurusTauTauriপ্রাচীন (টলেমি)
দূরবীক্ষণ মণ্ডলTelescopiumTelTelescopii১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল
ত্রিকোণ মণ্ডলTriangulumTriTrianguliপ্রাচীন (টলেমি)
দক্ষিণ ত্রিকোণ মণ্ডলTriangulum AustraleTrATrianguli Australis১৬০৩ ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান
টুকানা মণ্ডলTucanaTucTucanae১৬০৩ ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান
সপ্তর্ষি মণ্ডলUrsa MajorUMaUrsae Majorisপ্রাচীন (টলেমি)
লঘু সপ্তর্ষি মণ্ডলUrsa MinorUMiUrsae Minorisপ্রাচীন (টলেমি)
ভেলা মণ্ডলVelaVelVelorum১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল, split from Argo Navis
কন্যা রাশিVirgoVirVirginisপ্রাচীন (টলেমি)
পতত্রীমীন মণ্ডলVolansVolVolantis১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান
শৃগাল মণ্ডলVulpeculaVulVulpeculae১৬৯০, Firmamentum Sobiescianum, হেভেলিয়াস

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Some sources say that Camelopardalis, Columba, এবং Monoceros were invented by Petrus Plancius in the early 1600s.
  2. Corona Australis is sometimes called "Corona Austrina" (genitive: Coronae Austrinae).
  3. Serpens is diviদ্যd into Serpens Cauda এবং Serpens Caput.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.