খ-গোলক

অন্ধকার এবং মেঘমুক্ত আকাশের দিকে তাকালে দর্শকমাত্রেরই চোখে পড়ে অসংখ্য জ্যোতিষ্কপৃথিবী থেকে এই জ্যোতিষ্কগুলোর দূরত্ব অনেক বেশী।[1] এজন্য এদেরকে একটি বিরাট ব্যাসার্ধ্যের গোলকের ভেতরের পৃষ্ঠের কিছু স্থির বিন্দু বলে ভ্রম হয়। পৃথিবী পৃষ্ঠে দণ্ডায়মান একজন দর্শক কেবল এই গোলকের উপরের অর্ধাংশই দেখতে পান।[2] এর ভিত্তিতে একজন দর্শককে কেন্দ্র করে অসীম বা যেকোন ব্যাসার্ধ্যের গোলক কল্পনা করা যায়। এই গোলককেই খ-গোলক বলা হয়। প্রকৃতপক্ষে খ-গোলকের কোন নির্দিষ্ট ব্যাসার্ধ্য থাকে না।

খ-গোলক

খ-গোলকের রাশিসমূহ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Robin Kerrod. The Star Guide.1993. Prentice Hall General Reference. New York. আইএসবিএন ০-৬৭১-৮৭৪৬৭-৫
  2. V.Krishnamurthy. The Clock of the Night Sky.1998. UBS Publishers. New Delhi
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.