হারকিউলিস মণ্ডল
হারকিউলিস ইংরেজি Hercules (উচ্চারণ /ˈhɝkjəliːz, ˈhɝkjuːliːz/) দ্বিতীয় শতকের জ্যেতির্বিদ টলেমি কর্তৃক প্রনীত ৪৮টি তারামন্ডলের একটি। আধুনিক কালে বর্ণিত ৮৮টি তারামন্ডলির তালিকায়ও এটি স্থান পেয়েছে। আধুনিক তারামণ্ডল তালিাকার পঞ্চম বৃহত্তম তারামন্ডল। রোমান পৌরনিক বীর Hercules এবং গ্রীক পুরানের বীর হেরাক্লেসের নাম অনুসারে এই তারামন্ডলির নামকরণ করা হয়।[1][2]

তারামণ্ডল | |
![]() হারকিউলিস মণ্ডলের তারাসমূহের তালিকা | |
সংক্ষিপ্ত রূপ | Her |
---|---|
জেনিটিভ | Herculis |
উচ্চারণ | /ˈhɜːrk[অসমর্থিত ইনপুট: 'jʉ']liːz/, genitive /ˈhɜːrk[অসমর্থিত ইনপুট: 'jʉ']l[অসমর্থিত ইনপুট: 'ɨ']s/ |
প্রতীকীবাদ | Heracles |
বিষুবাংশ | 17 ঘণ্টা |
বিষুবলম্ব | +30° |
চতুর্থাংশ | NQ3 |
আয়তন | 1225 বর্গডিগ্রি (5th) |
প্রধান তারা | 14, 22 |
বায়ার/ফ্ল্যামস্টিড তারাসমূহ | 106 |
বহির্গ্রহবিশিষ্ট তারা | 15 |
৩.০০m-এর অধিক তারা উজ্জ্বল | 2 |
১০.০০ pc (৩২.৬২ ly) মধ্যে তারা | 9 |
উজ্জ্বলতম তারা | β Her (Kornephoros) (2.78m) |
নিকটতম তারা | Gliese 661 (20.62 ly, 6.32 pc) |
মেসিয়ার বস্তু | 2 |
উল্কাবৃষ্টি | Tau Herculids |
সীমান্তবর্তী তারামণ্ডল | Draco Boötes Corona Borealis Serpens Caput Ophiuchus Aquila Sagitta Vulpecula Lyra |
+90° ও −50° অক্ষাংশের মাঝে দৃশ্যমান। July মাসে রাত ৯ টায় সবচেয়ে ভাল দেখায়। |
তারা
হারকিউলিস তারামন্ডলীতে আপাত মান প্রথম ও দ্বিতীয় ঔজ্জ্বল্যের কোন তারার অস্তিত্ব নেই। তবে ৪ আপাত মানের ঊর্ধ্বে বেশ কয়েকটি তারার অস্তিত্ব রয়েছে। আলফা হারকিউলিস ৪০০ আলোকবর্ষ দূরে অবস্থিত একটি দ্বৈত তারা যা সাধারণ অপেশাদার টেলিস্কোপ দ্বারা পর্যবেক্ষন করা যায়। প্রাথমিক তারাটি একটি লাল বামন যার উজ্জ্বলতা ৪ থেকে ৩ এবং তারাটির পরিধি ৪০০ সৌর পরিধি। বেটা হারকিউলিস একটি হলুদ বামন হারকিউলিস তারামন্ডলির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র যার উজ্জ্বলতা ২.৫।
গ্রহ ব্যবস্থা
এই পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী হারকিউলিস তারামন্ডলীতে ১৫টি তারা আছে যেগুলোকে বেশ কিছু বহির্গ্রহ প্রদক্ষিণ করে।
- ১৪ হারকিউলিসের দুইটি গ্রহ। ১৪ হারকিউলিস বি গ্রহটি তার নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ৪.৯ বছর। এর কক্ষপথের দৈর্ঘ্য সবচেয়ে বেশী (৪.২ এইউ)
- HD 149026
- HD 154345 এর গ্রহের নাম HD 154345 বি। এটি ৯ বছরে নক্ষত্রকে এবার প্রদক্ষিণ করে। কক্ষপথের দৈর্ঘ্য ৪.১৮ এইউ।
- HD 164922 এর আবিষ্কৃত গ্রহটি দেখতে শনিগ্রহের মতো।
- HD 147506 এর গ্রহের নাম HAT-P-2b।
- HD 155358 এর দুইটি গ্রহের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে।
- GSC 03089-00929
- Gliese 649
- HD 156668