মকর (তারকামণ্ডল)

জ্যোতিষ শাস্ত্রের আলোকে মকর রাশি সম্বন্ধে জানতে হলে দেখুন: মকর রাশি (জ্যোতিষ শাস্ত্র)

মকর তারামণ্ডল
তারামণ্ডল
মকর তারামণ্ডলের তারাসমূহের তালিকা
সংক্ষিপ্ত রূপCap
জেনিটিভCapricorni
উচ্চারণ/ˌkæprɨˈkɔrnəs/, genitive /ˌkæprɨˈkɔrnaɪ/
বিষুবাংশ২১ ঘণ্টা
বিষুবলম্ব−২০°
চতুর্থাংশSQ4
আয়তন৪১৪ বর্গডিগ্রি (৪০তম)
প্রধান তারা৯,১৩
বায়ার/ফ্ল্যামস্টিড
তারাসমূহ
৪৯
বহির্গ্রহবিশিষ্ট তারা
৩.০০m-এর অধিক
তারা উজ্জ্বল
১০.০০ pc (৩২.৬২ ly) মধ্যে তারা
উজ্জ্বলতম তারাδ Cap (Deneb Algedi) (২.৮৫m)
নিকটতম তারাLP 816-60
(১৭.৯১ ly, ৫.৪৯ pc)
মেসিয়ার বস্তু
উল্কাবৃষ্টিAlpha Capricornids
Chi Capricornids
Sigma Capricornids
Tau Capricornids
Capricorniden-Sagittariids
সীমান্তবর্তী তারামণ্ডলকুম্ভ
ঈগল মণ্ডল
ধনু
অনুবীক্ষণ মণ্ডল
দক্ষিণ মীন মণ্ডল
+৬০° ও −৯০° অক্ষাংশের মাঝে দৃশ্যমান।
সেপ্টেম্বর মাসে রাত ৯ টায় সবচেয়ে ভাল দেখায়।

মকর (ইংরেজি: Capricornus) রাশিচক্রের তারামণ্ডলীর একটি। লাতিন ভাষায় এর নাম "ছাগলের শিং" এবং এর প্রতীক হল (ইউনিকোড ♑)। সাধারণভাবে এটি একটি সাগর-ছাগলের আকৃতিতে প্রতিনিধিত্ব করে: একটি পৌরাণিক প্রাণী যা অর্ধেক ছাগল, অর্ধেক হাঙ্গর।

আধুনিক ৮৮টি তারামণ্ডলীর একটি হল মকর এবং ২য় শতকের জ্যোতির্বিজ্ঞানী টলেমির দ্বারাও একে ৪৮ তারামণ্ডলীর তালিকাভুক্ত করা হয়েছিল। এটি দক্ষিণ গোলার্ধের পশ্চিমদিকে ধনু এবং উত্তর-পূর্বদিকে কুম্ভর মধ্যে অবস্থিত। এটি জানুয়ারি শেষে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি দিকে সূর্যকে অতিক্রম করে।

গুরুত্বপূর্ণ বিষয়সমূহ

গুরুত্বপূর্ণ গভীর আকাশের বস্তুসমূহ

ইতিহাস

পুরাণ

সচিত্র বর্ণনা

আরও দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.