মুর্শিদকুলি খাঁ

মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব। এছাড়াও বিভিন্ন নথি-পত্র নির্দেশ করে তিনিই মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুপরবর্তী প্রথম স্বাধীন নবাব। তার উপর মুঘল সাম্রাজ্যের নামমাত্র আধিপত্য ছিল, সকল ব্যবহারিক উদ্দেশ্যেই তিনি বাংলার নবাব ছিলেন।

মুর্শিদ কুলি খান
মুতাম উল মুলক (দেশের রক্ষক)
আলা-উ-দৌল্লা (রাষ্ট্রের প্রবর্তক)
জাফর খান বাহাদুর নাসিরি (যুদ্ধে সাহায্যকারী)
নাসির জং (রক্ষক)
রাজত্বকাল১৭১৭–১৭২৭
রাজ্যাভিষেক১৭১৭
পূর্ণ নামমুর্শিদ কুলি খান (মুহাম্মদ হাদী / মির্জা হাদী)
উপাধিবাংলা, বিহারওড়িশার নবাব নাজিম(বাংলার নবাব)
জন্মসি. ১৬৬৫
জন্মস্থানসম্ভবত ওড়িশা বা দাক্ষিণাত্য মালভূমি
মৃত্যুজুন ৩০, ১৭২৭
মৃত্যুস্থানমুর্শিদাবাদ
সমাধিস্থলকাটরা মসজিদ, মুর্শিদাবাদ
পূর্বসূরিমুঘল সাম্রাজ্য
উত্তরসূরিসুজা-উদ্দীন মুহাম্মদ খান
দাম্পত্যসঙ্গীনাসিরি বানু বেগম সাহিবা (চ্যাহেল সেতুন কুলহুরিয়া প্রাসাদে মৃত্যুবরণ করেন, ১৩ জুন ১৭৩৩-এর পূর্বে; জুতাপট্টিতে সমাহিত)
সন্তানাদিনবাবজাদা ইয়াহিয়া খান (পুত্র)

আজমত উন-নিসা বেগম সাহিবা (ওরফে: জিনাত উন-নিসা) (কন্যা)

জয়নব উন-নিসা বেগম সাহিবা (ওরফে: আজিম-উন-নিসা) (কন্যা)
রাজবংশনাসিরি
পিতাহাজী শফি ইসফাহানি (পালক পিতা)
ধর্মবিশ্বাসইসলাম

তার পরিবার সম্পর্কে কয়েক প্রকার মতভেদ রয়েছে। প্রথম সংস্করণমতে মুর্শিদ কুলি খানকে, হাজি শফি ইসফাহানি নামে ইরানের একজন উচ্চপদস্থ মুঘল কর্মকর্তা ক্রীতদাস হিসেবে ক্রয় করেন। ইসফাহানিই তাকে শিক্ষিত করে তুলেন। ভারতে ফেরার পর তিনি মুঘল সাম্রাজ্যে যোগদান করেন। ১৭১৭ সালে সম্রাট আওরঙ্গজেব তাকে কার্তালাব খান নামে ইসলাম ধর্মে স্থানান্তরিত করেন ও বাংলার গভর্নর নিযুক্ত করেন। অপর সংস্করনমতে তিনি ছিলেন, মারাঠা জেনারেল মুহাম্মদ কুলি খানের নাতি। কিন্তু সবচেয়ে জনপ্রিয় হলো মুর্শিদ কুলি খান দরিদ্র দাক্ষিণাত্য মালভূমি ওড়িয়া ব্রাহমীয় পরিবারে জন্মগ্রহণ করেন। ক্রীতদাস হিসেবে বিক্রি হওয়ার পূর্বেই পারস্যের বণিক ইসফাহান তাকে ক্রয় করে ইসলাম ধর্মে স্থানান্তরিত করেন এবং নাম পরিবর্তন করে মুহাম্মদ হাদী বা মির্জা হাদী রাখেন। তিনি বেরার প্রদেশের দেওয়ান হাজী আব্দুল্লাহ কুরাইশির অধীনে চাকরি নেন। পরবর্তীতে বেরার প্রদেশের দেওয়ান সম্রাট আওরঙ্গজেবের অধীনে চলে আসে।

তথ্যসূত্র

  • Abdul Karim (1963), Murshid Quli Khan and His Times
  • Catherine Ella Blanshard Asher, Cynthia Talbot, India before Europe
  • Ghulam Hussein Salim, Riyaz-us-Salatin
  • Mir Gholam Hussein-Khan Tabtabai, Siyar-ul-Mutakherin
  • A website dedicated to Murshid Quli Khan

পদটীকা

    মুর্শিদকুলি খাঁ
    জন্ম: ১৬৬৫ মৃত্যু: জুন ৩০, ১৭২৭
    পূর্বসূরী
    মুঘল সাম্রাজ্য
    বাংলার নবাব
    ১৭১৭ - ১৭২৭
    উত্তরসূরী
    সুজা-উদ-দীন মুহাম্মদ খান
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.