মুন্ডা বিদ্রোহ
মুন্ডা বিদ্রোহ ছিলো ব্রিটিশ শাসনাধীন ভারতে উনিশ শতকের প্রথমাংশে সংঘটিত একটি আদিবাসী কৃষক বিদ্রোহ। বিরসা মুন্ডার নেতৃত্বে ১৮৯৯-১৯০০ সালে এই বিদ্রোহ সংগঠিত হয়। রাঁচির দক্ষিণাঞ্চলে সৃষ্ট এই বিদ্রোজকে মুন্ডারি ভাষায় বলা হয় ‘উলগুলান’; যার অর্থ 'প্রবল বিক্ষোভ'।[1] এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল মুন্ডা রাজ ও স্বাধীনতা প্রতিষ্ঠা।
তথ্যসূত্র
- "'সাহেব সাহেব এক টোপি হ্যায়'"। ২০১৬-০৩-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-২০।
Mohor
বহি:সংযোগ
- মুন্ডা বিদ্রোহ - বাংলাপিডিয়ার নিবন্ধ।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.