মাসুমা রহমান নাবিলা

মাসুমা রহমান নাবিলা একজন বাংলাদেশি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক, মডেল এবং অভিনেত্রী। ২০০৬-এ টিভি উপস্থাপনার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।[2] উপস্থাপনা, মডেলিং, টিভি নাটকের পাশাপাশি তিনি তার প্রথম চলচ্চিত্র আয়নাবাজি তে অভিনয়ের মাধ্যমে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। ২০১৬-এ অনুষ্ঠেয়‘আয়নাবাজি’ ছবিতে অভিনয়ের জন্য দর্শকদের ভোটে তিনি ২১ এপ্রিল, ২০১৭-এ মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী নির্বাচিত হন। প্রথম কোন চলচ্চিত্রে অভিনয় করেই তিনি মেরিল-প্রথম পুরস্কারে জিতে নেন তিনি।[3]

মাসুমা রহমান নাবিলা
মাসুমা রহমান নাবিলা ব্যাপকভাবে পরিচিত টেলিভিশন উপস্থাপক হিসেবে
জন্ম৮ এপ্রিল
জাতীয়তাবাংলাদেশি
শিক্ষাস্নাতকোত্তর
যেখানের শিক্ষার্থীব্র্যাক বিশ্ববিদ্যালয়
পেশাউপস্থাপক, মডেল, অভিনেত্রী
কার্যকাল২০০৬–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
আয়নাবাজি (বাংলাদেশী চলচ্চিত্র)
আদি নিবাসচট্টগ্রাম, বাংলাদেশ
দাম্পত্য সঙ্গীজোবাইদুল হক[1]
পিতা-মাতালুৎফর রহমান(পিতা)
শাহানা চৌধুরী(মাতা)

প্রারম্ভের জীবন

নাবিলা জেদ্দা, সৌদি আরবে জন্মগ্রহণ করেন। তার বাবা লুৎফর রহমান সেখানে একটি বেসরকারি ফার্মে একজন নিরীক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সেখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, জেদ্দায় পড়াশোনা করেন।[2] এবং তার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) শেষ করে ঢাকায় চলে আসেন।[4] তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে তার উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সমাপ্ত এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে তার বিএ (অনার্স) সম্পন্ন করেছেন। তিনি বর্তমানে তার মা ও ভাইবোনদের সঙ্গে ঢাকায় বসবাস করছেন।

মডেলিং

নাবিলার মডেলিংয়ে আত্নপ্রকাশ ঘটে ২০০৬ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত একটি সার্প ব্লেডের বিজ্ঞাপনের মাধ্যমে। এছাড়া তিনি ফেয়ার অ্যান্ড লাভলী, বাংলালিংক থ্রি জি,রবি,ডাবর ভাটিকা হেয়ার অয়েল,আমিন জুয়েলার্সের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন। বেশ কিছু ম্যাগাজিন এবং খবরের কাগজের প্রচ্ছদে তাকে মডেল হিসেবে দেখা যায়। তিনি ভাটিকা ন্যাচারালস ইউরোপের জন্য একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনোনিত হন।

টেলিভিশন কর্মজীবন

২০০৬-এ বাংলাভিশনের এবং ক্লাসের বাইরে নামক একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়া জগতে নাবিলার পথ চলা শুরু হয়।এর পর তিনি এনটিভির লাইভ কুইজ অনুষ্ঠান জানার আছে বলার আছে এবং বাংলাভিশনে প্রচারিত আরজে নিরবের সঙ্গে করেন ‘মিউজিক টুগেদার’ [অনুষ্ঠানটি একই সঙ্গে রেডিও টুডে-তেও প্রচার করা হয়’]। তিনি বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান এবং আইসিসি বিশ্ব টোয়েন্টি ২০ থেকে ১০০ দিনের কাউন্টডাউনে উপস্থাপনা করেছেন।[5] ২০১১ সালে আরটিভিতে প্রচারিত ‘এক্সট্রা ইনিংস’ পরবর্তীসময়ে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড লাকি লাইন’ ও এশিয়ান টিভির ‘স্টার ডান্স’ অনুষ্ঠানের উপস্থাপনা করে বেশ পরিচিতি পান নাবিলা। টিভি অনুষ্ঠান ছাড়াও তিনি বিভিন্ন কর্পোরেট শো ও সরকারি-বেসরকারি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। নাবিলা জিটিভিতে একটি নাটক ফাইভ ফিমেল ফ্রেন্ডস এ তার নিজের চরিত্রের উপর অভিনয় করেছেন। এই নাটকে অন্য ৪ অভিনেত্রী হলো শ্রীয়া সর্বজয়া, জান্নাতুল ফেরদৌস পিয়া, ডিজে সোনিকা এবং মারিয়া নূর। এই নাটক মাবরুর রশিদ বান্নাহ, ইমরাউল রাফাত এবং গৌতম কৌরি দ্বারা পরিচালিত হয়।

টেলিভিশন

বছরশিরোনামচরিত্রচ্যানেলব্যাখ্যা
২০০৬–২০০৭এবং ক্লাসের বাইরেউপস্থাপনাবাংলাভিশনস্কুল গেম শো
২০০৭ ভোক্যবউপস্থাপনাবাংলাভিশনকুইজ শো
২০০৮–২০১১জানার আছে বলার আছেউপস্থাপনাএনটিভিলাইভ কুইজ শো
২০১০–২০১২মিউজিক টুগেদারউপস্থাপনাবাংলাভিশনলাইভ মিউজিকাল শো
২০১১হীপ হীপ হুররেউপস্থাপনাএনটিভিলাইভ কুইজ শো
২০১১–২০১৩লাকি লাইনউপস্থাপনাআরটিভিলাইভ কুইজ শো[6]
২০১১ক্লেমন এক্সট্রা ইনিংসউপস্থাপনাআরটিভিআই সি সি ক্রিকেট বিশ্বকাপ ২০১১ এর ক্রিকেট বিশ্লেষণ মূলক অনুষ্ঠান[7]
২০১২সিং উইথ এম এল টি আরউপস্থাপনাচ্যানেল নাইনমিউজিক্যাল রিয়ালিটি শো [8]
২০১২রবি সেরা প্রতিভাউপস্থাপনামাছরাঙা টেলিভিশানসংগীত প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান contest[9]
২০১৩বি পি এল উদ্বোধনী অনুষ্ঠানউপস্থাপনাচ্যানেল নাইনবাংলাদেশ প্রিমিয়ার লিগ উদ্বোধনী অনুষ্ঠান
২০১৩স্টার ডান্সউপস্থাপনাAsian TVনৃত্যানুষ্ঠান
২০১৩ব্রাক ব্যাংক মেঘে ঢাকা তারাউপস্থাপনাMaasranga Televisionনৃত্য এবং সংগীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান
২০১৩রাতের তারাউপস্থাপনাAsian TVতারকাদের আলাপচারিতা বিষয়ক অনুষ্ঠান
২০১৪দি মিউজিক ট্রেনউপস্থাপনাBoishakhi TVলাইভ মিউজিক্যাল শো
২০১৪টি টোয়োন্টি ক্রিকেট ব্লাস্টউপস্থাপনাGazi Televisionক্রিকেট শো[10]
২০১৪ডাবর আমলা এক্সটা অর্ডিনারিউপস্থাপনাRTVরুপচর্চা বিষয়ক অনুষ্ঠান
২০১৪আরটিভি স্টার এ্যাওয়ার্ডউপস্থাপনাRTVAward ceremony[11]
২০১৪ইফাদ মরুর ইফদারউপস্থাপনাRTVভ্রমন এবং রান্না বিষয়ক অনুুষ্ঠান
২০১৪হরলিকস ফ্যামেলী নিউট্রি শোউপস্থাপনাNTV Banglavision Ekushey Television Desh TVরান্না বিষয়ক অনুষ্ঠান
২০১৪মার্কস অলরাউন্ডারউপস্থাপনাNTVট্যালেন্ট হান্ট কম্পিটিশন
২০১৪দেখিয়ে দাও কুইজ কনটেষ্টউপস্থাপনাIndependent Television (Bangladesh)কুইজ কনটেষ্ট
২০১৫কিউট পাবলিক স্পোটস মাস্টার ক্রিকফ্রিকউপস্থাপনাGazi Televisionকুইজ শো
২০১৫ইফাদ মরুর ইফতারউপস্থাপনাRTVভ্রমন এবং রান্না বিষয়ক অনুুষ্ঠান
২০১৫উজান গাঙের নাইয়া – মৌসুম ১উপস্থাপনাATN Banglaবি বি সি এর জনসচেতনতা মূলক নাটক উজান গাঙের নাইয়া বিষয়ক আলোচনা অনুষ্ঠান
২০১৫নোভা স্টার মোমেন্টসউপস্থাপনাATN Banglaতারকাদের আলাপচারিতা বিষয়ক অনুষ্ঠান
২০১৬উজান গাঙের নাইয়া – মৌসুম ২উপস্থাপনাATN Banglaবি বি সি এর জনসচেতনতা মূলক নাটক উজান গাঙের নাইয়া বিষয়ক আলোচনা অনুষ্ঠান
২০১৬"সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লীগ– মৌসুম ১ উপস্থাপনাChannel iমিউজিকাল রিয়ালিটি শো
২০১৭"এক ডিশ দুই কুক"উপস্থাপনাএকুশে টেলিভিশনকুকিং রিয়ালিটি শো

টিভি ধারাবাহিক

বছরনাটকসহ-অভিনেতাপরিচালক চ্যানেল
২০১৫ফাইভ ফিমেল ফ্রেন্ডসশ্রীয়া সর্বজয়া, জান্নাতুল ঠেরদৌস প্রিয়া, ডিজে সনিকা এবং মারিয়া নূরমাবরুর রশিদ বান্নাহ, ইমরুল ররাফাত, গৌতম কৌরিগাজী টেলিভিশন

চলচ্চিত্র

নাবিলা আয়নাবাজি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। টিভি বিজ্ঞাপন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী এটি নির্মাণ করেন। ছবিটি হাফ স্টপ ডাউনের প্রযোজনায় এতে চঞ্চল চৌধুরী, লুৎফর রহমান জর্জ, হিরা চৌধুরী, শওকত ওসমান এবং গাওসুল আলম শাওন সহ আরো অন্যান্যরা অভিনয় করেছেন। ছবিটি ৩০ সেপ্টেম্বর ২০১৬ মুক্তি পায়।

বছরশিরোনামপরিচালকসহ-অভিনেতাসূত্র
২০১৬আয়নাবাজিঅমিতাভ রেজা চৌধুরীচঞ্চল চৌধুরী, পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, হিরা চৌধুরী, শওকত ওসমান এবং গাওসুল আলম শাওন[12]

বিজ্ঞাপন

বছরশিরোনামব্যান্ড
২০১১রবি স্বাধীনতারবি
২০১২ফেয়ার এন্ড লাভলীফেয়ার এন্ড লাভলি (প্রসাধনী)
২০১৩বাংলালিংক ৩জিবাংলালিংক
২০১৪ডাভর ভাটিকা ন্যাচারালস নারকেল তেলডাবর ভাটিকা
২০১৪আমিন জুয়েলার্সআমিন জুয়েলার্স
২০১৪মেরিল লিপ কেয়ারমেরিল

পুরস্কার ও মনোনয়ন

বছরপুরস্কারশ্রেণীচলচ্চিত্রফলাফল
২০১৬মেরিল-প্রথম আলো পুরস্কার (জনপ্রিয়)সেরা চলচ্চিত্র অভিনেত্রীআয়নাবাজিবিজয়ী
২০১৬মেরিল-প্রথম আলো পুরস্কার (জনপ্রিয়)সেরা নবাগত নারীআয়নাবাজিমনোনীত

তথ্যসূত্র

  1. "বিয়ে করছেন নাবিলা"যুগান্তর। ০৩ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ 5 এপ্রিল 2018 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "নাবিলার পথচলা"দৈনিক ইত্তেফাক। ১৯ সেপ্টেম্বর ২০১৩।
  3. "সেরা চলচ্চিত্র অভিনেত্রী নাবিলা"prothom-alo.com। ২০১৭-০৪-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২১
  4. "একপ্রস্থ নাবিলা"প্রথম আলো। ৯ জানুয়ারি ২০১৪।
  5. "নাবিলার অফট্র্যাক-অনট্র্যাক"কালের কণ্ঠ। ৩০ মে ২০১৩।
  6. New live quiz based show ‘Lucky Line’ - ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ নভেম্বর ২০১৫ তারিখে http://news.priyo.com/ (17 August 2011).
  7. Extra Innings on RTV - http://newagebd.com
  8. Sing with MLTR moves into television round- www.daily-sun.com (14 June 2012).
  9. Robi Shera Protibha’ concludes- www.daily-sun.com (2 January 2013).
  10. "Nabila to Host T20 Cricket Blast on GTV- cp.bangladeshinfo.com (16 March 2014)."। ১২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৬
  11. "star award 2013 on rtv- www.observerbd.com (5 May 2014)."। ১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৬
  12. "নাবিলা এখন সিনেমায়"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.