মল্লভূম
মল্লভূম হল অধুনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর শহরের মল্ল রাজবংশ কর্তৃক শাসিত প্রাচীন একটি রাজ্য।
বিস্তার
মল্লভূম মল্লভূম | |
![]() |
|
আদি মল্ল | (৬৯৪ - ৭১০) |
জয় মল্ল | (৭১০ - ৭২০) |
বেণু মল্ল | (৭২০ - ৭৩৩) |
কিনু মল্ল | (৭৩৩ - ৭৪২) |
ইন্দ্র মল্ল | (৭৪২ - ৭৫৭) |
কানু মল্ল | (৭৫৭ - ৭৬৪) |
ধা (ঝাউ) মল্ল | (৭৬৪ - ৭৭৫) |
শূর মল্ল | (৭৭৫ - ৭৯৫) |
কনক মল্ল | (৭৯৫ - ৮০৭) |
কন্দর্প মল্ল | (৮০৭ - ৮২৮) |
সনাতন মল্ল | (৮২৮ - ৮৪১) |
খড়্গ মল্ল | (৮৪১ - ৮৬২) |
দুর্জন (দুর্জয়) মল্ল | (৮৬২ - ৯০৬) |
যাদব মল্ল | (৯০৬ - ৯১৯) |
জগন্নাথ মল্ল | (৯১৯ - ৯৩১) |
বিরাট মল্ল | (৯৩১ - ৯৪৬) |
মহাদেব মল্ল | (৯৪৬ - ৯৭৭) |
দূর্গাদাস মল্ল | (৯৭৭ - ৯৯৪) |
জগৎ মল্ল | (৯৯৪ - ১০০৭) |
অনন্ত মল্ল | (১০০৭ - ১০১৫) |
রূপ মল্ল | (১০১৫ - ১০২৯) |
সুন্দর মল্ল | (১০২৯ - ১০৫৩) |
কুমুদ মল্ল | (১০৫৩ - ১০৭৪) |
কৃষ্ণ মল্ল | (১০৭৪ - ১০৮৪) |
রূপ (ঝাপ) মল্ল ২য় | (১০৮৪ - ১০৯৭) |
প্রকাশ মল্ল | (১০৯৭ - ১১০২) |
প্রতাপ মল্ল | (১১০২ - ১১১৩) |
সিঁদুর মল্ল | (১১১৩ - ১১২৯) |
শুখময়(শুক) মল্ল | (১১২৯ - ১১৪২) |
বনমালি মল্ল | (১১৪২ - ১১৫৬) |
যদু মল্ল | (১১৫৬ - ১১৬৭) |
জীবন মল্ল | (১১৬৭ - ১১৮৫) |
রাম (ক্ষেত্র) মল্ল | (১১৮৫ - ১২০৯) |
গোবিন্দ মল্ল | (১২০৯ - ১২৪০) |
ভীম মল্ল | (১২৪০ - ১২৬৩) |
কাতর(ক্ষাত্তর) মল্ল | (১২৬৩ - ১২৯৫) |
পৃথ্বী মল্ল | (১২৯৫ - ১৩১৯) |
তপ মল্ল | (১৩১৯ - ১৩৩৪) |
দীনবন্ধু মল্ল | (১৩৩৪ - ১৩৪৫) |
কিনু/কানু মল্ল ২য় | (১৩৪৫ - ১৩৫৮) |
শূর মল্ল ২য় | (১৩৫৮ - ১৩৭০) |
শিব সিং মল্ল | (১৩৭০ - ১৪০৭) |
মদন মল্ল | (১৪০৭ - ১৪২০) |
দুর্জন মল্ল ২য় | (১৪২০ - ১৪৩৭) |
উদয় মল্ল | (১৪৩৭ - ১৪৬০) |
চন্দ্র মল্ল | (১৪৬০ - ১৫০১) |
বীর মল্ল | (১৫০১ - ১৫৫৪) |
ধারী মল্ল | (১৫৫4 - ১৫৬৫) |
হাম্বীর মল্ল দেব | (১৫৬৫ - ১৬২০) |
ধারী হাম্বীর মল্ল দেব | (১৬২০ - ১৬২৬) |
রঘুনাথ সিংহ দেব | (১৬২৬ - ১৬৫৬) |
বীর সিংহ দেব | (১৬৫৬ - ১৬৪২) |
দুর্জন সিংহ দেব | (১৬৪২ - ১৭০২) |
রঘুনাথ সিংহ দেব ২য় | (১৭০২ - ১৭১২) |
গোপাল সিংহ দেব | (১৭১২ - ১৭৪৮) |
চৈতন্য সিংহ দেব | (১৭৪৮ - ১৮০১) |
মাধব সিংহ দেব | (১৮০১ - ১৮০৯) |
গোপাল সিংহ দেব ২য় | (১৮০৯ - ১৮৭৬) |
রামকৃষ্ণ সিংহ দেব | (১৮৭৬ - ১৮৮৫) |
ধ্বজামণী দেবী | (১৮৮৫ - ১৮৮৯) |
নীলমণি সিংহ দেব | (১৮৮৯ - ১৯০৩) |
রাজা নেই | (১৯০৩ - ১৯৩০) |
কালীপদ সিংহ ঠাকুর | (১৯৩০ - ১৯৮৩) |
বিষ্ণুপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলকে মল্লভূম বলা হত। অধুনা বাঁকুড়া থানার মূল অঞ্চলটি (ছাতনা, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর ও ইন্দাস বাদে) মল্লভূম রাজ্যের অন্তর্গত ছিল। অতীতে বিষ্ণুপুর রাজ্যের বিস্তার অনেক বেশি ছিল। উত্তরে সাঁওতাল পরগনার দামিন-ই-কোহ থেকে দক্ষিণে মেদিনীপুর জেলা পর্যন্ত এই রাজ্য প্রসারিত ছিল। বর্ধমান জেলার পূর্ব অংশ ও ছোটোনাগপুর মালভূমির কিছু অংশ এই রাজ্যের অন্তর্গত ছিল।[1]
বিষ্ণুপুরের রাজাদের বলা হত মল্ল রাজা। সংস্কৃত ভাষায় "মল্ল" শব্দের অর্থ কুস্তিগির। তবে এই অঞ্চলের মাল উপজাতির নামের সঙ্গে এই নামের যোগ থাকা সম্ভব।[1]
খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে ব্রিটিশ শাসন শুরুর আগে পর্যন্ত প্রায় ১০০০ বছর বাঁকুড়া জেলার ইতিহাস মল্লভূম রাজ্যের উত্থানপতনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।[1] বিপত্তারিণী দেবীর কিংবদন্তিটি এই মল্লরাজাদের সঙ্গে যুক্ত।[2]
পাদটীকা
- O’Malley, L.S.S., ICS, Bankura, Bengal District Gazetteers, pp. 21-46, 1995 reprint, first published 1908, Government of West Bengal
- Östör, Ákos (24)। Play Of The Gods: Locality, Ideology, Structure, And Time In The Festivals Of A Bengali Town। Orient Blackswan। পৃষ্ঠা 43। আইএসবিএন 81-8028-013-6। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)