মল্লভূম

মল্লভূম হল অধুনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর শহরের মল্ল রাজবংশ কর্তৃক শাসিত প্রাচীন একটি রাজ্য।

বিস্তার

মল্লভূম
মল্লভূম
আদি মল্ল (৬৯৪ - ৭১০)
জয় মল্ল (৭১০ - ৭২০)
বেণু মল্ল (৭২০ - ৭৩৩)
কিনু মল্ল (৭৩৩ - ৭৪২)
ইন্দ্র মল্ল (৭৪২ - ৭৫৭)
কানু মল্ল (৭৫৭ - ৭৬৪)
ধা (ঝাউ) মল্ল (৭৬৪ - ৭৭৫)
শূর মল্ল (৭৭৫ - ৭৯৫)
কনক মল্ল (৭৯৫ - ৮০৭)
কন্দর্প মল্ল (৮০৭ - ৮২৮)
সনাতন মল্ল (৮২৮ - ৮৪১)
খড়্গ মল্ল (৮৪১ - ৮৬২)
দুর্জন (দুর্জয়) মল্ল (৮৬২ - ৯০৬)
যাদব মল্ল (৯০৬ - ৯১৯)
জগন্নাথ মল্ল (৯১৯ - ৯৩১)
বিরাট মল্ল (৯৩১ - ৯৪৬)
মহাদেব মল্ল (৯৪৬ - ৯৭৭)
দূর্গাদাস মল্ল (৯৭৭ - ৯৯৪)
জগৎ মল্ল (৯৯৪ - ১০০৭)
অনন্ত মল্ল (১০০৭ - ১০১৫)
রূপ মল্ল (১০১৫ - ১০২৯)
সুন্দর মল্ল (১০২৯ - ১০৫৩)
কুমুদ মল্ল (১০৫৩ - ১০৭৪)
কৃষ্ণ মল্ল (১০৭৪ - ১০৮৪)
রূপ (ঝাপ) মল্ল ২য় (১০৮৪ - ১০৯৭)
প্রকাশ মল্ল (১০৯৭ - ১১০২)
প্রতাপ মল্ল (১১০২ - ১১১৩)
সিঁদুর মল্ল (১১১৩ - ১১২৯)
শুখময়(শুক) মল্ল (১১২৯ - ১১৪২)
বনমালি মল্ল (১১৪২ - ১১৫৬)
যদু মল্ল (১১৫৬ - ১১৬৭)
জীবন মল্ল (১১৬৭ - ১১৮৫)
রাম (ক্ষেত্র) মল্ল (১১৮৫ - ১২০৯)
গোবিন্দ মল্ল (১২০৯ - ১২৪০)
ভীম মল্ল (১২৪০ - ১২৬৩)
কাতর(ক্ষাত্তর) মল্ল (১২৬৩ - ১২৯৫)
পৃথ্বী মল্ল (১২৯৫ - ১৩১৯)
তপ মল্ল (১৩১৯ - ১৩৩৪)
দীনবন্ধু মল্ল (১৩৩৪ - ১৩৪৫)
কিনু/কানু মল্ল ২য় (১৩৪৫ - ১৩৫৮)
শূর মল্ল ২য় (১৩৫৮ - ১৩৭০)
শিব সিং মল্ল (১৩৭০ - ১৪০৭)
মদন মল্ল (১৪০৭ - ১৪২০)
দুর্জন মল্ল ২য় (১৪২০ - ১৪৩৭)
উদয় মল্ল (১৪৩৭ - ১৪৬০)
চন্দ্র মল্ল (১৪৬০ - ১৫০১)
বীর মল্ল (১৫০১ - ১৫৫৪)
ধারী মল্ল (১৫৫4 - ১৫৬৫)
হাম্বীর মল্ল দেব (১৫৬৫ - ১৬২০)
ধারী হাম্বীর মল্ল দেব (১৬২০ - ১৬২৬)
রঘুনাথ সিংহ দেব (১৬২৬ - ১৬৫৬)
বীর সিংহ দেব (১৬৫৬ - ১৬৪২)
দুর্জন সিংহ দেব (১৬৪২ - ১৭০২)
রঘুনাথ সিংহ দেব ২য় (১৭০২ - ১৭১২)
গোপাল সিংহ দেব (১৭১২ - ১৭৪৮)
চৈতন্য সিংহ দেব (১৭৪৮ - ১৮০১)
মাধব সিংহ দেব (১৮০১ - ১৮০৯)
গোপাল সিংহ দেব ২য় (১৮০৯ - ১৮৭৬)
রামকৃষ্ণ সিংহ দেব (১৮৭৬ - ১৮৮৫)
ধ্বজামণী দেবী (১৮৮৫ - ১৮৮৯)
নীলমণি সিংহ দেব (১৮৮৯ - ১৯০৩)
রাজা নেই (১৯০৩ - ১৯৩০)
কালীপদ সিংহ ঠাকুর (১৯৩০ - ১৯৮৩)

বিষ্ণুপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলকে মল্লভূম বলা হত। অধুনা বাঁকুড়া থানার মূল অঞ্চলটি (ছাতনা, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুরইন্দাস বাদে) মল্লভূম রাজ্যের অন্তর্গত ছিল। অতীতে বিষ্ণুপুর রাজ্যের বিস্তার অনেক বেশি ছিল। উত্তরে সাঁওতাল পরগনার দামিন-ই-কোহ থেকে দক্ষিণে মেদিনীপুর জেলা পর্যন্ত এই রাজ্য প্রসারিত ছিল। বর্ধমান জেলার পূর্ব অংশ ও ছোটোনাগপুর মালভূমির কিছু অংশ এই রাজ্যের অন্তর্গত ছিল।[1]

বিষ্ণুপুরের রাজাদের বলা হত মল্ল রাজা। সংস্কৃত ভাষায় "মল্ল" শব্দের অর্থ কুস্তিগির। তবে এই অঞ্চলের মাল উপজাতির নামের সঙ্গে এই নামের যোগ থাকা সম্ভব।[1]

খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে ব্রিটিশ শাসন শুরুর আগে পর্যন্ত প্রায় ১০০০ বছর বাঁকুড়া জেলার ইতিহাস মল্লভূম রাজ্যের উত্থানপতনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।[1] বিপত্তারিণী দেবীর কিংবদন্তিটি এই মল্লরাজাদের সঙ্গে যুক্ত।[2]

পাদটীকা

  1. O’Malley, L.S.S., ICS, Bankura, Bengal District Gazetteers, pp. 21-46, 1995 reprint, first published 1908, Government of West Bengal
  2. Östör, Ákos (24)। Play Of The Gods: Locality, Ideology, Structure, And Time In The Festivals Of A Bengali Town। Orient Blackswan। পৃষ্ঠা 43। আইএসবিএন 81-8028-013-6। এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.