ভোলাহাট ইউনিয়ন

ভোলাহাট ইউনিয়ন বা ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদ ভোলাহাট উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[2]

ভোলাহাট
ইউনিয়ন
দেশ বাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাচাঁপাইনবাবগঞ্জ জেলা
উপজেলাভোলাহাট উপজেলা
আয়তন
  মোট২১.৯৯ কিমি (৮.৪৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১[1])
  মোট১৪,১০২
  জনঘনত্ব৬৪০/কিমি (১৭০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

অবস্থান ও আয়তন

ভোলাহাট ইউনিয়ন এর আয়তন ২১,৯৯ বর্গ কিঃ মিঃ। এবং লোকসংখ্যা ১৪,১০২ জন (প্রায়)।[3]

শিক্ষা

এখানে ভোলাহাট উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান মহিলা ডিগ্রি কলেজ, ভোলাহাট কলেজ,উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ও পুরাতন উচ্চ বিদ্যালয় ভোলহাট রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশন(স্থাপিত১৯১১সালে),ভোলাহাট কওমী মাদ্রাসা,গোপিনাথপুর উলুম তুফানীয়া হাফিজিয়া ও নূরানি মাদ্রাসা এছাড়া ও বেশকিছু সরকারী-বেসরকারি প্রাইমারি বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় অাছে।

প্রশাসনিক ব্যবস্থা

ভোলাহাট ইউনিয়ন পরিষদ ভবন স্থাপন কাল ১৬ অক্টোবর ১৯৬২। এখানকার গ্রামের সংখ্যা ২২ টি এবং মৌজার সংখ্যা ১৩ টি।

কৃতী ব্যক্তিত্ব

  • কাজী জালাল উদ্দিন অাহমেদ(শিক্ষা সচিব)
  • অালহাজ্ব মো:মোজাফ্ফর হোসেন। এ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ার।
  • মো:অামিনুল ইসলাম (পুরাপ্রকৌশলী)
  • মঞ্জুর অাহমদ বিশ্বাস ( বিদ্যানুরাগী ও সমাজ সেবক)|[4]

তথ্যসূত্র

  1. আদমশুমারী ২০১১ প্রতিবেদন।
  2. "এক নজরে ভোলাহাট ইউনিয়ন পরিষদ"। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৬
  3. ২০০৫ সালের আদম শুমারি
  4. ভোলাহাট- এর ইতিহাস ও ঐতিহ্য(মোহাম্মাদ সালাউদ্দিন
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.