নাচোল ইউনিয়ন
নাচোল ইউনিয়ন বা ৩নং নাচোল ইউনিয়ন পরিষদ নাচোল উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[1]
নাচোল | |
---|---|
ইউনিয়ন | |
![]() ![]() নাচোল | |
স্থানাঙ্ক: ২৪.৭৩৫৬৩১° উত্তর ৮৮.৪৩০৩৫৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | চাঁপাইনবাবগঞ্জ জেলা |
উপজেলা | নাচোল উপজেলা |
সরকার | |
• ধরন | ইউনিয়ন পরিষদ |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৪,৮৩২ |
সময় অঞ্চল | বাংলাদেশ মান সময় (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬৩১০ |
ওয়েবসাইট | নাচোল তথ্য বাতায়ন |
অবস্থান ও আয়তন
নাচোল ইউনিয়ন এর আয়তন ১২০৫ বর্গহেক্টর। এবং লোকসংখ্যা ৩৪৮৩২ জন (প্রায়)।[2]
শিক্ষা
এই ইউনিয়নের মোট শিক্ষার হার – ৪৯%।[3] এই ইউনিয়নের মোট সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি, বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৮টি, উচ্চ বিদ্যালয়ঃ ০৭টি ও মাদ্রাসা- ০৬টি।
প্রশাসনিক ব্যবস্থা
নাচোল ইউনিয়ন পরিষদ ভবন স্থাপন কাল ১৬ অক্টোবর ২০১০। এখানকার গ্রামের সংখ্যা ৪৪ টি এবং মৌজার সংখ্যা ৩৮ টি।
গ্রামসমূহ হলো-
- ভূজইল
- দুলাহার
- নাসিরাবাদ
- আব্দালপুর
- গুচ্ছগ্রাম
- মুর্শিদা
- সমসপুর
- ফুলহারা
- মির্জাপুর
- লক্ষণপুর
- মাক্তাপুর
- হুলাসপুর
- আজিপুর
- কন্যানগর
- ভেরেন্ডী
- বেনীপুর
- রহনপুরা
- খেসবা
- ঘিওন
- বাঘরাইল
- মোহাম্মদপুর
- রাজবাড়ী
- দরবেশপুর
- সুর্যপুর
- হাঁকরইল
- বাজে হাঁকরইল
- গুঠইল
- সাতকান্দ্রি
- আন্ধরইল
- গোপালপুর
- ভাতসা
কৃতী ব্যক্তিত্ব
তথ্যসূত্র
- "এক নজরে ৩নং নাচোল ইউনিয়ন পরিষদ"। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬।
- ২০১১ সালের আদমশুমারি
- ২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.