গোমস্তাপুর ইউনিয়ন
গোমস্তাপুর ইউনিয়ন গোমস্তাপুর উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[1][2]
গোমস্তাপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() গোমস্তাপুর | |
স্থানাঙ্ক: ২৪.৭৯২৩৬১° উত্তর ৮৮.২৯৪৭১৩° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | চাঁপাইনবাবগঞ্জ জেলা |
উপজেলা | গোমস্তাপুর উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ১৬.১০ কিমি২ (৬.২২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী প্রতিবেদন) | |
• মোট | ৪০,৭৭৬ |
• জনঘনত্ব | ২৫০০/কিমি২ (৬৬০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
অবস্থান ও আয়তন
ইউনিয়ন সীমানা-উত্তরে রহনপুর পৌরসভা, দক্ষিণে শিবগঞ্জ উপজেলার চককির্ত্তী ইউনিয়ন, পূর্বে দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়ন, পশ্চিমে দিকে মহানন্দা নদীর পাড়ে চৌডালা ইউনিয়ন। এর আয়তন – ১৬.১০ (বর্গ কিঃ মিঃ)।
শিক্ষা
কৃতি সন্তান
- মোহাঃ হুমায়ূন রেজা চেয়ারম্যান, গোমস্তাপুর উপজেলা পরিষদ, সাবেক চেয়ারম্যান,(দুই বার) গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ।
প্রশাসনিক ব্যবস্থা
এটি মোট ৩২ টি গ্রাম এবং ১৫ টি মৌজার সমন্বয়ে গঠিত। গোমস্তাপুর ইউনিয়ন এর ওয়ার্ডসমূহ হলোঃ
- নয়াদিয়াড়ী
- নয়াদিয়াড়ী
- বালুগ্রাম
- খোসালপাড়া
- গোমস্তাপুর
- চকপুস্তম
- বেগমনগর,হোগলা
- নিমতলা কাঁঠাল
- দোসিমানী, অভিমান্যপুর
তথ্যসূত্র
- "গোমস্তাপুর উপজেলা - বাংলাপিডিয়া"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১০।
- "গোমস্তাপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১০।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.