বৃশ্চিক (তারকামণ্ডল)
বৃশ্চিক (ইংরেজি: Scorpius) রাশিচক্রের তারামণ্ডলীর একটি। লাতিন ভাষায় এর নাম স্কোপিআন (বিছা বা বিচ্ছু) এবং এর প্রতীক হল
তারামণ্ডল | |
![]() বৃশ্চিক তারকামণ্ডলের তারাসমূহের তালিকা | |
সংক্ষিপ্ত রূপ | Sco |
---|---|
জেনিটিভ | স্করপি |
বিষুবাংশ | ১৭ ঘণ্টা |
বিষুবলম্ব | −৪০° |
আয়তন | ৪৯৭ বর্গডিগ্রি (৩৩তম) |
প্রধান তারা | ১৫ |
বায়ার/ফ্ল্যামস্টিড তারাসমূহ | ৪৫ |
বহির্গ্রহবিশিষ্ট তারা | ৩ |
৩.০০m-এর অধিক তারা উজ্জ্বল | ১৩ |
১০.০০ pc (৩২.৬২ ly) মধ্যে তারা | ৩ |
উজ্জ্বলতম তারা | Antares (α Sco) (০.০৯৬m) |
নিকটতম তারা | এইচডি ১৫৬৩৮৪ ( ly, pc) |
মেসিয়ার বস্তু | ৪ |
উল্কাবৃষ্টি | আলফা স্করপিড্স ওমেগা স্করপিড্স |
সীমান্তবর্তী তারামণ্ডল | ধনু রাশি Ophiuchus তুলা রাশি শার্দুল মণ্ডল মানদণ্ড মণ্ডল বেদী মণ্ডল দক্ষিণ কীরিট মণ্ডল |
+৪০° ও −৯০° অক্ষাংশের মাঝে দৃশ্যমান। জুলাই মাসে রাত ৯ টায় সবচেয়ে ভাল দেখায়। |
গুরুত্বপূর্ণ বিষয়সমূহ
তারা
বৃশ্চিকমণ্ডলে অনেকগুলো উজ্জ্বল তারা রয়েছে।যেমন রক্তিম আভার জন্য "মঙ্গলের প্রতিদ্বন্দ্বী " বলে পরিচিত Antares ( α Sco), তিনতারকা β1 Sco , δ Sco, θ Sco ইত্যাদি।
গভীর আকাশের বস্তুসমূহ
আকাশগঙ্গায় এর অবস্থানের কারণে এই মণ্ডলটিতে বহু গভীর আকাশের বস্তু অবস্থিত।
ইতিহাস
পুরাণ
গ্রীক পুরাণে কালপুরুষের সাথে বৃশ্চিকের উল্লেখ দেখা যায়। বৃশ্চিকের সাথে কালপুরুষের যুদ্ধ হয়। যুদ্ধে বৃশ্চিকের কামড়ে কালপুরুষের মৃত্যু হয়। পরিশেষে দেবতা জিউস মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কালপুরুষ ও বৃশ্চিককে আকাশে স্থান দেন।
সচিত্র বর্ণনা
তথ্যসূত্র
আরও দেখুন
- তারামণ্ডল
- বৃশ্চিক রাশির তারাসমূহের তালিকা
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.