বাহানা (১৯৬৫-এর চলচ্চিত্র)
বাহানা একটি উর্দু ভাষার চলচ্চিত্র। তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে জহির রায়হান এর নির্মিত এই চলচ্চিত্রটি ১৯৬৫ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। ছবিটিতে অভিনয় করেছিলেন কবরী সারোয়ার , রহমান, গরজ বাবু প্রমুখ।[1] পাকিস্তান তথা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এটি ছিল প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র।[1][2][3] ছবিটি উর্দু ভাষায় নির্মাণ করার মধ্য দিয়ে জহির রায়হান পুরো পাকিস্তানে একজন বাঙালি চলচ্চিত্রকার হিসেবে বাঙালির নেতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। একটি স্থানীয় ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে এ ধরনের উদ্যোগ পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত দুটি ভাষাভিত্তিক জাতিগোষ্ঠীর মধ্যে বাঙালিদের নিঃসন্দেহে এগিয়ে দিয়েছিল।
বাহানা | |
---|---|
![]() বাহানা চলচ্চিত্রের বানিজ্যিক পোস্টার | |
পরিচালক | জহির রায়হান |
প্রযোজক | জহির রায়হান |
শ্রেষ্ঠাংশে | কবরী সারোয়ার রহমান গরজ বাবু |
সুরকার | খান আতাউর রহমান |
মুক্তি | ১৬ এপ্রিল, ১৯৬৫ |
দেশ | পাকিস্তান বাংলাদেশ ( প্রাক্তন পূর্ব পাকিস্তান ) |
ভাষা | উর্দু |
কাহিনী সংক্ষেপ
শ্রেষ্ঠাংশে
- কবরী সারোয়ার
- রহমান
- গরজ বাবু
- নার্গিস
- ফতে মহসীন
সংগীত
বাহানা ছবির সংগীত পরিচালনা করেন বাংলাদেশের বিখ্যাত সংগীত পরিচালক ও সংগীত শিল্পী খান আতাউর রহমান। ছবিতে চারটি গান রয়েছে। জহির রায়হান গানগুলো লেখেন ও আইরিন পারভীন , মুনির হোসেন, আহমেদ রুশদি ও মাসুদ রানা গানগুলোতে কন্ঠ দেন।[4]
বাহানা | |
---|---|
![]() | |
আইরিন পারভীন , মুনির হোসেন, আহমেদ রুশদি ও মাসুদ রানা কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |
মুক্তির তারিখ | ১৯৬৫ |
শব্দধারণের সময় | ১৯৬৫ |
ঘরানা | Film Soundtrack |
প্রযোজক | জহির রায়হান |
গানের তালিকা
নং | গান | কন্ঠশিল্পী | সঙ্গীত পরিচালক |
---|---|---|---|
১ | আব তো বুঝা দো সামা, আব কো আয়ে গা | আইরিন পারভীন | খান আতাউর রহমান |
২ | এইছে করাচী সে তো হাম বাজ আয়ে | মুনির হোসেন, আহমেদ রুশদি ও মাসুদ রানা | খান আতাউর রহমান |
৩ | আয়ে আয়ে মিলনে কা যামানা আয়ে | আইরিন পারভীন, মাসুদ রানা | খান আতাউর রহমান |
৪ | শেহের কা নাম হে করাচী, বাচ কে রেহনা ইয়াহা | আহমেদ রুশদি, মাসুদ রানা ও আইরিন পারভীন | খান আতাউর রহমান |
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডাটাবেজ এ বাহানা চলচ্চিত্র
- পাকিস্তান মোশন পিকচার আর্কাইভ এ বাহানা চলচ্চিত্র
তথ্যসূত্র
- "Bahana (1965)"। Internet Movie Database। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০৬।
- "ঐতিহ্য পুরুষ জহির রায়হান"। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০৬।
- "জহির রায়হান বিহীন বাংলাদেশের ৪৩ বছর"।
- "Bahana (1965) (Urdu - B/W)"। Pakistan Film Magazine। ২০১৪-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০৬।
আরো দেখুন
- কাচের দেয়াল
- জীবন থেকে নেয়া
- বেহুলা (চলচ্চিত্র)