বাহানা (১৯৬৫-এর চলচ্চিত্র)

বাহানা একটি উর্দু ভাষার চলচ্চিত্র। তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে জহির রায়হান এর নির্মিত এই চলচ্চিত্রটি ১৯৬৫ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। ছবিটিতে অভিনয় করেছিলেন কবরী সারোয়ার , রহমান, গরজ বাবু প্রমুখ।[1] পাকিস্তান তথা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এটি ছিল প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র।[1][2][3] ছবিটি উর্দু ভাষায় নির্মাণ করার মধ্য দিয়ে জহির রায়হান পুরো পাকিস্তানে একজন বাঙালি চলচ্চিত্রকার হিসেবে বাঙালির নেতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। একটি স্থানীয় ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে এ ধরনের উদ্যোগ পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত দুটি ভাষাভিত্তিক জাতিগোষ্ঠীর মধ্যে বাঙালিদের নিঃসন্দেহে এগিয়ে দিয়েছিল।

বাহানা
বাহানা চলচ্চিত্রের বানিজ্যিক পোস্টার
পরিচালকজহির রায়হান
প্রযোজকজহির রায়হান
শ্রেষ্ঠাংশেকবরী সারোয়ার
রহমান
গরজ বাবু
সুরকারখান আতাউর রহমান
মুক্তি১৬ এপ্রিল, ১৯৬৫
দেশপাকিস্তান
বাংলাদেশ ( প্রাক্তন পূর্ব পাকিস্তান )
ভাষাউর্দু

কাহিনী সংক্ষেপ

শ্রেষ্ঠাংশে

সংগীত

বাহানা ছবির সংগীত পরিচালনা করেন বাংলাদেশের বিখ্যাত সংগীত পরিচালক ও সংগীত শিল্পী খান আতাউর রহমান। ছবিতে চারটি গান রয়েছে। জহির রায়হান গানগুলো লেখেন ও আইরিন পারভীন , মুনির হোসেন, আহমেদ রুশদি ও মাসুদ রানা গানগুলোতে কন্ঠ দেন।[4]

বাহানা
আইরিন পারভীন , মুনির হোসেন, আহমেদ রুশদি ও মাসুদ রানা কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ১৯৬৫
শব্দধারণের সময়১৯৬৫
ঘরানাFilm Soundtrack
প্রযোজকজহির রায়হান

গানের তালিকা

নংগানকন্ঠশিল্পীসঙ্গীত পরিচালক
আব তো বুঝা দো সামা, আব কো আয়ে গা আইরিন পারভীন খান আতাউর রহমান
এইছে করাচী সে তো হাম বাজ আয়ে মুনির হোসেন, আহমেদ রুশদি ও মাসুদ রানা খান আতাউর রহমান
আয়ে আয়ে মিলনে কা যামানা আয়ে আইরিন পারভীন, মাসুদ রানা খান আতাউর রহমান
শেহের কা নাম হে করাচী, বাচ কে রেহনা ইয়াহা আহমেদ রুশদি, মাসুদ রানা ও আইরিন পারভীন খান আতাউর রহমান

বহিঃসংযোগ

তথ্যসূত্র

  1. "Bahana (1965)"। Internet Movie Database। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০৬
  2. "ঐতিহ্য পুরুষ জহির রায়হান"। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০৬
  3. "জহির রায়হান বিহীন বাংলাদেশের ৪৩ বছর"
  4. "Bahana (1965) (Urdu - B/W)"। Pakistan Film Magazine। ২০১৪-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০৬

আরো দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.