বাহানা (১৯৪২-এর চলচ্চিত্র)
বাহানা ১৯৪২ সালের ভারতীয় বলিউড চলচ্চিত্র।[2] মোহন পিকচার্স প্রযোজিত এবং এ এম খান পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয়ে করেছেন ইউসুফ এফেন্দি, অলকানন্দা, আমিনা, বেঞ্জামিন, রফিক, আনসারি, নওয়াজ প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন এম. সগীর আসিফ।[3]
বাহানা | |
---|---|
![]() | |
মূল শিরোনাম | बहाना |
পরিচালক | এ এম খান |
প্রযোজক | মোহন পিকচার্স |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | এম. সগীর আসিফ |
মুক্তি |
|
দৈর্ঘ্য | মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
অভিনয়ে
- অলকানন্দা
- ইউসুফ এফেন্দি
- বেঞ্জামিন
- গুলজার
- নওয়াজ
- ইয়ার মোহাম্মদ
- শাহাজাদি
- আজার আনসারি
- রফিক
- কামার
- এস আলম
গানের তালিকা
সবগুলি গানের গীতিকার এ এম খান; সবগুলি গানের সুরকার এম. সগীর আসিফ[4]।
নং. | শিরোনাম | দৈর্ঘ্য |
---|---|---|
১. | "সীতা সভ্যারম্ভার মান হে রাধা জিসমে" | |
২. | "বাদারিয়া চাই রাহি ঘাঙ্গোর" | |
৩. | "ধীরে ধীরে গা" | |
৪. | "কিসি কো ক্যায়া ঘায়েল কারোগি মেরি জান" | |
৫. | "মিটি মিটি সাপনা দেখা রাত" | |
৬. | "ও পারি পাইকার সাদকে তারি আদা কে" | |
৭. | "সাজান কা ক্যায়া রূপ সোহানা" | |
৮. | "সুন্দার প্রিয়া আপসে জায়ে ডিয়া" | |
৯. | "তুম বিন চেন না আইয়ে সাজান" |
তথ্যসূত্র
- "বাহানা (১৯৪২)"। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৯।
- Ashish Rajadhyaksha, Paul Willemen (২৬ জুন ১৯৯৯)। Encyclopaedia of Indian cinema। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট।
- "বাহানা (১৯৪২)"। cineplot2.com/। সংগ্রহের তারিখ নভেম্বর ২২, ২০১৪।
- "বাহানা (১৯৪২) গানের তালিকা"। hindigeetmala.net। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৪।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বাহানা
(ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.