বাহানা (১৯৪২-এর চলচ্চিত্র)

বাহানা ১৯৪২ সালের ভারতীয় বলিউড চলচ্চিত্র[2] মোহন পিকচার্স প্রযোজিত এবং এ এম খান পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয়ে করেছেন ইউসুফ এফেন্দি, অলকানন্দা, আমিনা, বেঞ্জামিন, রফিক, আনসারি, নওয়াজ প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন এম. সগীর আসিফ[3]

বাহানা
মূল শিরোনামबहाना
পরিচালকএ এম খান
প্রযোজকমোহন পিকচার্স
শ্রেষ্ঠাংশে
  • ইউসুফ এফেন্দি
  • অলকানন্দা
  • আমিনা
  • বেঞ্জামিন
  • রফিক
  • আনসারি
  • নওয়াজ
সুরকারএম. সগীর আসিফ
মুক্তি
  •  জানুয়ারি ১৯৪২ (1942-01-01) (ভারত)
[1]
দৈর্ঘ্যমিনিট
দেশভারত
ভাষাহিন্দি

অভিনয়ে

  • অলকানন্দা
  • ইউসুফ এফেন্দি
  • বেঞ্জামিন
  • গুলজার
  • নওয়াজ
  • ইয়ার মোহাম্মদ
  • শাহাজাদি
  • আজার আনসারি
  • রফিক
  • কামার
  • এস আলম

গানের তালিকা

সবগুলি গানের গীতিকার এ এম খান; সবগুলি গানের সুরকার এম. সগীর আসিফ[4]

নং.শিরোনামদৈর্ঘ্য
১."সীতা সভ্যারম্ভার মান হে রাধা জিসমে" 
২."বাদারিয়া চাই রাহি ঘাঙ্গোর" 
৩."ধীরে ধীরে গা" 
৪."কিসি কো ক্যায়া ঘায়েল কারোগি মেরি জান" 
৫."মিটি মিটি সাপনা দেখা রাত" 
৬."ও পারি পাইকার সাদকে তারি আদা কে" 
৭."সাজান কা ক্যায়া রূপ সোহানা" 
৮."সুন্দার প্রিয়া আপসে জায়ে ডিয়া" 
৯."তুম বিন চেন না আইয়ে সাজান" 

তথ্যসূত্র

  1. "বাহানা (১৯৪২)"। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৯
  2. Ashish Rajadhyaksha, Paul Willemen (২৬ জুন ১৯৯৯)। Encyclopaedia of Indian cinema। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট।
  3. "বাহানা (১৯৪২)"। cineplot2.com/। সংগ্রহের তারিখ নভেম্বর ২২, ২০১৪
  4. "বাহানা (১৯৪২) গানের তালিকা"। hindigeetmala.net। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.