বাঙ্গাবাড়ী ইউনিয়ন

বাঙ্গাবাড়ী ইউনিয়ন (ইংরেজি: Bangabari Union) গোমস্তাপুর উপজেলার একটি প্রশাসনিক এলাকা।

বাঙ্গাবাড়ী
ইউনিয়ন
বাঙ্গাবাড়ী
বাংলাদেশে বাঙ্গাবাড়ী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪.৮৪৯৩৯৫° উত্তর ৮৮.২৯৫৭৯৯° পূর্ব / 24.849395; 88.295799
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাচাঁপাইনবাবগঞ্জ জেলা
উপজেলাগোমস্তাপুর
সরকার
  ধরনইউনিয়ন পরিষদ
  চেয়ারম্যানমোঃ সাদিরুল ইসলাম (বাংলাদেশ আওয়ামী লীগ)
  সচিবসঞ্জিব কুমার সাহা
আয়তন
  মোট১৪.৭০ কিমি (৫.৬৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৩০,২৮৮
  জনঘনত্ব২১০০/কিমি (৫৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলবাংলাদেশ মান সময় (ইউটিসি+৬)
পোস্ট কোড৬৩২০
ওয়েবসাইটবাঙ্গাবাড়ী তথ্য বাতায়ন

অবস্থান ও আয়তন

বাঙ্গাবাড়ী ইউনিয়ন এর দক্ষিণে মহানন্দা নদী এবং পশ্চিমে ভারত অবস্থিত। বাঙ্গাবাড়ী ইউনিয়ন এর পূর্ব দিকে আলীনগর ইউনিয়ন অবস্থিত। এর আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)।[1]

শিক্ষা

সরকারী তথ্যমতে এখানে ১৪ টি প্রাথমিক বিদ্যালয়, ৫ টি মাধ্যমিক বিদ্যালয়[2], একটি উচ্চ মাধ্যমিক কলেজ, ১ টি টেকনিক্যাল কলেজ এবং ৩ টি মাদ্রাসা আছে।

প্রশাসনিক ব্যবস্থা

এটি মোট ১৯ টি গ্রাম এবং ৫ টি মৌজার সমন্বয়ে গঠিত।[3] গ্রামগুলো হলোঃ

  • সন্তোষপুর
  • শিশাটোলা
  • দাঁড়ীপাতা
  • অজগরা
  • বাঙ্গাবাড়ী
  • ইসলামপুর
  • জোড়গাছিয়া
  • শিবরামপুর
  • কামাত সন্তোষপুর
  • যোগীবাড়ী
  • আনারপুর
  • মহানন্দাবাদ
  • বেগুনবাড়ী কাঁঠাল
  • বেগুনবাড়ী
  • ভবানীপুর
  • ব্রজনাথপুর
  • শ্যামপুর
  • চর শ্যামপুর
  • হঠাৎপাড়া
  • ছোট শ্যামপুর
  • পূর্ব ব্রজনাথপুর
  • পশ্চিম বাংগাবাড়ী
  • কাদিরপুর
  • ধুলাউড়ি
  • বটতলা পুকুর
  • তেলিপুকুর
  • পশ্চিম আনারপুর

কৃতী ব্যক্তিত্ব

  • খালেদ আলী মিয়া, সাবেক এমএলএ
  • লোকমান হাকিম, সাবেক চেয়ারম্যান এবং শিক্ষা সংস্কারক

ছবিঘর

তথ্যসূত্র

  1. "Google Maps"Google Maps
  2. Nahid Hossain। "বাঙ্গাবাড়ী ইউনুস স্মরনী স্কুল ও কলেজ - Bangabari Y. S. School & College - Education - Excellence - Success"বাঙ্গাবাড়ী ইউনুস স্মরনী স্কুল ও কলেজ - Bangabari Y. S. School & College। ১৪ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯
  3. "Bangabari Union - বাঙ্গাবাড়ী ইউনিয়ন"chapainawabganj.gov.bd
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.