বাংলা ব্রেইল

বাংলা ব্রেইল হল একটি ব্রেইল লিখন পদ্ধতি যা বাংলাঅসমীয়া ভাষার জন্য ব্যবহৃত হয়। ইউনেস্কো মতে (২০১৩),[1] বাংলাদেশভারতে বাংলা ভাষার জন্য ব্রেইলের নিয়মাবলীতে কিছুটা ভিন্নতা রয়েছে। এই নিবন্ধটিতে দুই দেশের বাংলা ব্রেইলের তুলনা দেওয়া হয়েছে। অসমীয়া ভাষাটি বাংলা লিপির একটি সামান্য পরিবর্তিত সংস্করণে লেখা হয়। ফলে বাংলা ব্রেইল অসমীয়া ভাষার জন্যও ব্যবহার করা হয়।

⠎⠍⠎⠈⠞ ⠍⠜⠝⠥⠯ ⠎⠈⠃⠜⠮⠔⠝⠘⠜⠃⠑ ⠎⠍⠜⠝ ⠍⠗⠈⠽⠜⠙⠜ ⠁⠑⠃⠁⠰ ⠁⠁⠮⠊⠅⠜⠗ ⠝⠊⠢⠑ ⠚⠝⠈⠍⠛⠈⠗⠓⠼ ⠅⠗⠑⠲ ⠞⠜⠄⠙⠑⠗ ⠃⠊⠃⠑⠅ ⠁⠑⠃⠁⠰ ⠃⠥⠙⠈⠮⠊ ⠁⠜⠡⠑⠆ ⠎⠥⠞⠗⠜⠰ ⠎⠅⠇⠑⠗⠁⠊ ⠁⠑⠅⠑ ⠁⠁⠏⠗⠑⠗ ⠏⠈⠗⠞⠊ ⠘⠈⠗⠜⠞⠐⠗⠞⠈⠃⠎⠥⠇⠘ ⠍⠝⠕⠘⠜⠃ ⠝⠊⠢⠑ ⠁⠜⠉⠗⠼ ⠅⠗⠜ ⠁⠥⠉⠊⠞⠲
সমস্ত মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তাঁদের বিবেক এবং বুদ্ধি আছে; সুতরাং সকলেরই একে অপরের প্রতি ভ্রাতৃত্বসুলভ মনোভাব নিয়ে আচরণ করা উচিত।

বাংলা ব্রেইল
ধরন
ভাষাসমূহবাংলা, অসমীয়া
উদ্ভবের পদ্ধতি
সোনোগ্রাফি
মুদ্রণ ভিত্তি
বাংলা লিপি

বাংলা ব্রেইল লেখচিত্র

স্বরবর্ণ

মুদ্রণ
বাংলাদেশ -[2]
ভারত

ব্যঞ্জনবর্ণ

মুদ্রণ
বাংলাদেশ
ভারত
মুদ্রণ
বাংলাদেশ
&
ভারত
মুদ্রণ র / ৰ[3][4]
বাংলাদেশ -
ভারত
মুদ্রণ ক্ষজ্ঞড়ঢ়য়[5]
বাংলাদেশ
ভারত (?)[6]

সংশোধক বর্ণ

মুদ্রণ
    
বাংলাদেশ

ভারত

সংখ্যা

সংখ্যা
বাংলাদেশ

ভারত

বিরামচিহ্ন

মুদ্রণ ,; :?!-
বাংলাদেশ

ভারত
মুদ্রণ ‘ ... ’[ ... ]/*
বাংলাদেশ

ভারত

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বিশ্ব ব্রেইল ব্যবহার, ইউনেস্কো, 2013
  2. 'র জন্য ব্রেইল অক্ষর বাংলাদেশ থেকে সত্যায়িত করা হয় না। (এটা আধুনিক বাংলা ভাষার একটি অপ্রচলিত স্বরবর্ণ।)
  3. বাংলাদেশ ও ভারতে বাংলার জন্য "" এবং ভারতে অসমীয়ার জন্য "ৰ"
  4. ভারতে আসমীয়ার ""। (বাংলাদেশের প্রমিত মানের "ভ"-এর অনুরূপ।)
  5. অন্যান্য ভারতী ব্রেইলতে, এটি ছোট স্বরবর্ণ "এ" হিসাবে প্রতিলিপি করা হয়।
  6. 'ৎ'-এর জন্য ব্রেইল অক্ষর ভারত থেকে সত্যায়িত করা হয় না।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.