বলিভিয়ায় ইসলাম

বলিভিয়ায় ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা প্রায় দুই হাজার , যা যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ০.০২%।[1][2][3] দেশটির সান্তা ক্রুজ ও কোচাবাম্বা শহরে ইসলামিক সেন্টার বিদ্যমান এবং সুক্রে শহরে একটি মুসলিম গ্রুপ বিদ্যমান।

বলিভীয় ইসলামি কেন্দ্র(স্পেনীয়: Centro Islámico Boliviano, CIB) ১৯৮৬ সালের আগস্ট মাসে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইমাম মাহমুদ আমের কর্তৃক গঠিত হয়। ১০৯২ সালে দেশটির প্রথম মসজিদ নির্মাণের জন্য একটি কমিশন গঠিত হয় এবং সান্তা ক্রুজ শহরে ১৯৯৪ সালে মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হয়। বলিভীয় ইসলামি কেন্দ্রের অধিকাংশ সদস্যই অভিবাসী। উল্লেখ্য, সংস্থাটি ইসলামিক অর্গানাইজেশন অব ল্যাটিন আমেরিকার অধিভুক্ত নয়। ২০০৪ সালে লাপাজে আন নুর মসজিদ নির্মিত হয়।

তথ্যসূত্র

  1. Miller, Tracy, সম্পাদক (অক্টোবর ২০০৯), Mapping the Global Muslim Population: A Report on the Size and Distribution of the World's Muslim Population (PDF), Pew Research Center, পৃষ্ঠা 35, ২০০৯-১০-১০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০০৯-১০-০৮
  2. "South America :: Bolivia — The World Factbook – Central Intelligence Agency"www.cia.gov। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৮
  3. "Bolivia | The World Almanac of Islamism"almanac.afpc.org। ১৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.