জাম্বিয়ায় ইসলাম
জাম্বিয়ায় ইসলামের আবির্ভাব হিজরি চতুর্থ শতাব্দীতে, যখন পূর্ব আফ্রিকায় মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।
ব্রিটিশ শাসনামলে অনেক মুসলিম ভারতবর্ষ থেকে দেশটিতে গিয়েছিল। তারা দেশটিতে রেলপথ নির্মাণে অংশ নিয়েছিল।
জাম্বিয়ায় ইসলাম ধর্মাবলম্বী লোকের সংখ্যা ১% এরও কম।[1] জাম্বিয়ার অধিকাংশ মুসলমানই সুন্নি সম্প্রদায়ভুক্ত। দেশটি কিছু শিয়া মতাবলম্বী মুসলমানও বাস করেন। দেশটিতে কাদিয়ানি সম্প্রদায়ের লোকের সংখ্যা প্রায় ৫০০।[2]
তথ্যসূত্র
- International Religious Freedom Report 2010 - Zambia
- Some basics of religious education in Zambia। সংগ্রহের তারিখ মার্চ ৩০, ২০১৪।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.