নেপালে ইসলাম
ইসলাম ধর্মাবলম্বীরা নেপালে সংখ্যালঘু সম্প্রদায়। দেশটিতে প্রায় ১০ লাখ মুসলমান বাস করে, যা দেশটির মোট জনসংখ্যার ৪.৪%।[1]
দেশ অনুযায়ী ইসলাম |
---|
![]() |
|
আমেরিকায় ইসলাম
|
ইউরোপে ইসলাম
|
এশিয়ায় ইসলাম
|
ওশেনিয়ায় ইসলাম
|
![]() |
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত একটি মসজিদ
ধারণা করা হয় যে, দেশটিতে বাংলাদেশি মুসলমান, ভারতীয় মুসলমান এবং পাকিস্তানি মুসলমানদের হাত ধরে যাত্রা শুরু করেছিল, যারা দেশটিতে বসতি স্থাপন করেছিল।[2] নেপালে আহমাদিয়া সম্প্রদায়ের একটি ছোট উপস্থিতি বিদ্যমান।[3]
জনসংখ্যার বণ্টন
২০১১ সালের নেপালি আদমশুমারি অনুসারে নেপালে এগারো লক্ষাধিক মুসলমান বাস করে। তাদের অধিকাংশই তিরাই অঞ্চলে বাস করে।[4] শতকরা হিসেবে দেশটির সাতটি মুসলমান অধ্যুষিত জেলাগুলো হল:
- রৌতহট জেলা (১৯.৭%)
- বাঁকে জেলা (১৯%)
- কপিলবস্তু জেলা (১৮.২%)
- পর্সা জেলা (১৪.৫%)
- মহোত্তরী জেলা (১৩.৩%)
- বারা জেলা (১৩%)
- সুনসরী জেলা (১১.৫%)।
দেশটির রাজধানী কাঠমান্ডুতে মোট একুশ সহস্রাধিক মুসলমান বাস করে, যা শহরটির মোট জনসংখ্যার ১.২৫%।
তথ্যসূত্র
- Nepal in figures 2006
- "NEPAL IN FIGURES 2006 - Government of Nepal" (PDF)। ২০০৮-০৪-০৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৬।
- Sijapati, Megan Adamson (২০১১)। Islamic Revival in Nepal: Religion and a New Nation। Rouledge।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.