নেপালে ইসলাম

ইসলাম ধর্মাবলম্বীরা নেপালে সংখ্যালঘু সম্প্রদায়। দেশটিতে প্রায় ১০ লাখ মুসলমান বাস করে, যা দেশটির মোট জনসংখ্যার ৪.৪%।[1]

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত একটি মসজিদ

ধারণা করা হয় যে, দেশটিতে বাংলাদেশি মুসলমান, ভারতীয় মুসলমান এবং পাকিস্তানি মুসলমানদের হাত ধরে যাত্রা শুরু করেছিল, যারা দেশটিতে বসতি স্থাপন করেছিল।[2] নেপালে আহমাদিয়া সম্প্রদায়ের একটি ছোট উপস্থিতি বিদ্যমান।[3]

জনসংখ্যার বণ্টন

২০১১ সালের নেপালি আদমশুমারি অনুসারে নেপালে এগারো লক্ষাধিক মুসলমান বাস করে। তাদের অধিকাংশই তিরাই অঞ্চলে বাস করে।[4] শতকরা হিসেবে দেশটির সাতটি মুসলমান অধ্যুষিত জেলাগুলো হল:

দেশটির রাজধানী কাঠমান্ডুতে মোট একুশ সহস্রাধিক মুসলমান বাস করে, যা শহরটির মোট জনসংখ্যার ১.২৫%।

তথ্যসূত্র

  1. Nepal in figures 2006
  2. "NEPAL IN FIGURES 2006 - Government of Nepal" (PDF)। ২০০৮-০৪-০৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৬
  3. Sijapati, Megan Adamson (২০১১)। Islamic Revival in Nepal: Religion and a New Nation। Rouledge।
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.