লাওসে ইসলাম
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র লাওসে ইসলাম ধর্মাবলম্বীরা সংখ্যালঘু। দেশটির মোট জনসংখ্যার ০.০১% জনগোষ্ঠী মুসলিম।[1]মুসলমানদের দেশটির রাজধানী ভিয়েনতিয়েনে দেখা যায়, যেখানে একটি মসজিদ আছে।
ভিয়েনতিয়েনের একটি মসজিদ
দেশটির অধিকাংশ মুসলমানই ব্যবসা-বাণিজ্যের সাথে যুক্ত। খেমাররুজ শাসনামলে দেশটিতে কম্বোডিয়া থেকে চাম মুসলিমরা আগমন করে। দেশটির অধিকাংশ মুসলমানই শহরে বাস করে।[2]
২০১৬ সালের জুন মাসে দেশটির ওডমজে প্রদেশে একটি নতুন মসজিদ স্থাপন করা হয়।
তথ্যসূত্র
- “2008 Report on International Religious Freedom,” Bureau of Democracy, Human Rights, and Labor, Under Secretary for Democracy and Global Affairs, United States Department of State, September 2008.
- "Archived copy"। ২০০৭-০৯-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০১-২৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.