বড়বাটি স্টেডিয়াম

বড়বাটি স্টেডিয়াম (ওড়িয়া: ବାରବାଟି ଷ୍ଟାଡିଅମ) হলো ভারতের ওড়িশা রাজ্যের একটি ক্রিকেট মাঠ। এটি কটকে অবস্থিত। এই মাঠটিতে ভারত টেস্ট ক্রিকেট খেলে থাকে। ১৯৮৭ সালের ক্রিকেট বিশ্বকাপ এবং ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপের কিছু খেলা এখানে অনুষ্ঠিত হয়েছিলো।

বড়বাটি স্টেডিয়াম
কটকে বড়বাটি স্টেডিয়াম
স্টেডিয়ামের তথ্যাবলী
অবস্থানস্টেডিয়াম রোড, কটক, ওড়িশা
স্থানাঙ্ক২০°২৮′৫২″ উত্তর ৮৫°৫২′৭″ পূর্ব
প্রতিষ্ঠাকাল১৯৫৮
ধারন ক্ষমতা৪৫,০০০
স্বত্ত্বাধিকারীওড়িশা ক্রিকেট সংস্থা
পরিচালনায়ওড়িশা ক্রিকেট সংস্থা
অন্যান্যওড়িশা ক্রিকেট দল (১৯৫৮-বর্তমান)
ওড়িশা ফুটবল দল (১৯৫৮-বর্তমান)
ডেকান চার্জারস (২০১০-২০১২)
কিংস এলেভেন পাঞ্জাব (২০১৪)
কলকাতা নাইট রাইডার্স (২০১৪)
প্রান্ত
কর্পোরেট বক্স প্রান্ত
প্যাভিলিয়ন প্রান্ত
আন্তর্জাতিক তথ্যাবলী
প্রথম টেস্ট৪ - ৭ জানু ১৯৮৭: ভারত বনাম শ্রীলংকা
শেষ টেস্ট৮ - ১২ নভে ১৯৯৫: ভারত বনাম নিউজিল্যান্ড
প্রথম ওডিআই২৭ জানু ১৯৮২: ভারত বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই২ নভে ২০১৪: ভারত বনাম শ্রীলংকা
৪ ডিসে ২০১১ অনুযায়ী
উৎস: ক্রিকইনফো

পরিকাঠামো

এমনিতে কটকে ম্যাচ মানে ক্রিকেটারেরা থাকেন ভুবনেশ্বরে। প্র্যাকটিস বা ম্যাচের দিন এখান থেকে যাতায়াত করেন তারা। যে হেতু কটকে থাকার মতো ভাল হোটেল নেই।

ঘটনা

কটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে হারের মুখে দর্শকরা জলের বোতল ছুড়ে খেলা বন্ধ করে দিয়েছিল। তার জেরে বরাবাটি স্টেডিয়ামে ইডেনের মতোই জলের বোতল নিয়ে ঢোকাও নিষিদ্ধ করে দেওয়া হয় ।

আরোও দেখুন

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.