মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম (মারাঠি: महाराष्ट्र क्रिकेट असोसिएशन स्टेडियम) ভারতের পুনে শহর থেকে ২৮ কিমি উত্তর-পশ্চিমে অবস্থিত একটি ক্রিকেট স্টেডিয়াম। এতে ৩৭,৪০৬ দর্শকের ধারণ ক্ষমতা আছে। এই স্টেডিয়াম হওয়ার পর একটিই ওয়ান ডে ম্যাচ আয়োজন করেছিল। ম্যাচটি হয়েছিল ২০১৩ সালের ১৩ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে।
স্টেডিয়ামের তথ্যাবলী | |
---|---|
অবস্থান | মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে, পুনে, মহারাষ্ট্র - ৪১২১০১ |
ধারন ক্ষমতা | ৩৭,৪০৬[1] |
স্বত্ত্বাধিকারী | এমসিএ |
পরিচালনায় | এমসিএ |
অন্যান্য | ভারত জাতীয় ক্রিকেট দল |
আন্তর্জাতিক তথ্যাবলী | |
প্রথম ওডিআই | ১৩ অক্টোবর ২০১৩: ভারত বনাম অস্ট্রেলিয়া |
যোগাযোগ
নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে দেহু সড়ক স্টেশন
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.