গান্ধী স্পোর্টস কমপ্লেক্স মাঠ
গান্ধী স্টেডিয়াম (পাঞ্জাবী: ਗਾਂਧੀ ਸਟੇਡਿਯਮ) বা বার্লটন পার্ক বা বিএস বেদি স্টেডিয়াম ভারতের পাঞ্জাবের জালান্দার শহরে অবস্থিত একটি স্টেডিয়াম এবং ইট সাধারণত ক্রিকেট ম্যাচের জন্য ব্যবহৃত হয়ে থাকে। ১৯ আগস্ট ২০১৭ পর্যন্ত, এই স্টেডিয়ামে একটি টেস্ট ও ৩ ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়।
বার্লটন পার্ক বিএস বেদি স্টেডিয়াম | |
![]() | |
স্টেডিয়ামের তথ্যাবলী | |
---|---|
অবস্থান | জালান্দার, পাঞ্জাব |
স্থানাঙ্ক | ৩১°২০′৪১″ উত্তর ৭৫°৩৩′৩৮.০৭″ পূর্ব |
ধারন ক্ষমতা | ১৬,০০০ |
প্রান্ত | |
Pavilion End Stadium End | |
আন্তর্জাতিক তথ্যাবলী | |
একমাত্র টেস্ট | ২৪ সেপ্টম্বর ১৯৮৩: ভারত বনাম পাকিস্তান |
প্রথম ওডিআই | ২০ ডিসেম্বর ১৯৮১: ভারত বনাম ইংল্যান্ড |
শেষ ওডিআই | ২০ ফেব্রুয়ারী ১৯৯৪: ভারত বনাম শ্রীলংকা |
ঘরোয়া দলের তথ্য | |
পাঞ্জাব (১৯৫২ – ২০০০) উত্তরাঞ্চল (১৯৬১ – ১৯৭৯) | |
১৬ ডিসেম্বর ২০০৭ অনুযায়ী উৎস: CricketArchive |
ওডিআই
স্টেডিয়ামটিতে নিন্মোক্ত ওডিআইম্যাচগুলো অনুষ্ঠিত হয়।
দল (এ) | দল (বি) | বিজয়ী | পার্থক্য | সাল |
---|---|---|---|---|
![]() | ![]() | ![]() | ৭৮ রানে | ১৯৮২ |
![]() | ![]() | ![]() | ৬ উইকেটে | ১৯৯৫ |
ম্যাচ পরিসংখ্যান:
ক্যাটাগরী তথ্যাবলী সর্বোচ্চ দলীয় স্কোর ভারত (269/7 in 50 Overs against শ্রীলংকা) সর্বনিম্ন দলীয় স্কোর নিউজিল্যান্ড (145 All-out in 44.1 Overs against ভারত) সেরা ব্যাটিং পারফরমেন্স নাথান অ্যাসলে (৫৯ রান ভারত) সেরা বোলিং পারফরমেন্স মনোজ প্রভাকর (৫/৩৩নিউজিল্যান্ড)
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.