ফ্লাভিয়া পেনেত্তা

ফ্লাভিয়া পেনেত্তা (ইতালীয় উচ্চারণ: [ˈflaːvja penˈnetta]; জন্ম: ২৫ ফেব্রুয়ারি, ১৯৮২) আপুলিয়ার ব্রিন্দিসি এলাকায় জন্মগ্রহণকারী ইতালির সাবেক পেশাদার প্রমিলা টেনিস খেলোয়াড়। ১৭ আগস্ট, ২০০৯ তারিখে ইতালির প্রথম প্রমিলা খেলোয়াড় হিসেবে টেনিস এককের শীর্ষ-১০ তালিকায় প্রবেশ করেছিলেন। এছাড়াও, ২৮ ফেব্রুয়ারি, ২০১১ তারিখে ইতালির প্রথম প্রমিলা খেলোয়াড় হিসেবে টেনিস দ্বৈতের র‌্যাঙ্কিংয়ে ১নং স্থান দখল করেছিলেন। ২০১৫ সালের ইউএস ওপেনের গ্র্যান্ড স্লাম এককের শিরোপা জয় করেন পেনেত্তা।

ফ্লাফিয়া পেনেত্তা
২০১৪ সালে ফ্লাফিয়া পেনেত্তা
দেশ ইতালি
বাসস্থানভার্বিয়ার, সুইজারল্যান্ড
জন্মস্থান (1982-02-25) ২৫ ফেব্রুয়ারি ১৯৮২
ব্রিন্ডসি, আপুলিয়া, ইতালি
উচ্চতা১.৭২ মিটার (৫ ফু ৮ ইঞ্চি)
পেশাদারীর সময়২৫ ফেব্রুয়ারি, ২০০০
খেলার ধরণডানহাতি (দুই হাতে ব্যাকহ্যান্ড)
পুরস্কারের মূল্যমানUS$ ১৩,৮০৮,১৪৫
দাপ্তরিক ওয়েবসাইটflaviapennetta.eu
একক
খেলোয়াড়ী  রেকর্ড578–361 (৬১.৫৫%)
শিরোপা১১ ডব্লিউটিএ, ৭ আইটিএফ
সর্বোচ্চ র‌্যাঙ্কিং৮নং (১৪ সেপ্টেম্বর, ২০১৫)
বর্তমান র‌্যাঙ্কিং৮নং (১৪ সেপ্টেম্বর, ২০১৫)
গ্র্যান্ড স্ল্যাম এককের ফলাফল
অস্ট্রেলিয়ান ওপেনকো.ফা. (২০১৪)
ফ্রেঞ্চ ওপেন৪রা. (২০০৮, ২০১০, ২০১৫)
উইম্বলেডন৪রা. (২০০৫, ২০০৬, ২০১৩)
ইউএস ওপেনজয় (২০১৫)
অন্যান্য প্রতিযোগিতা
অলিম্পিক গেমস৩রা. (২০১২)
দ্বৈত
খেলোয়াড়ী  রেকর্ড392–242 (৬১.৮৩%)
শিরোপা১৭ ডব্লিউটিএ, ৯ আইটিএফ
সর্বোচ্চ র‌্যাঙ্কিংনং (২৮ ফেব্রুয়ারি, ২০১১)
বর্তমান র‌্যাঙ্কিং১৪নং (১৪ সেপ্টেম্বর, ২০১৫)
গ্র্যান্ড স্ল্যাম দ্বৈতের ফলাফল
অস্ট্রেলিয়ান ওপেনজয় (২০১১)
ফ্রেঞ্চ ওপেনকো.ফা. (২০১০, ২০১৫)
উইম্বলেডনসে.ফা. (২০১০, ২০১২)
ইউএস ওপেনফা. (২০০৫, ২০১৪)
অন্যান্য দ্বৈত প্রতিযোগিতা
চ্যাম্পিয়নশীপজয় (২০১০)
অলিম্পিক গেমসকো.ফা. (২০০৮)
দলগত প্রতিযোগিতা
ফেড কাপজয় (২০০৬, ২০০৯, ২০১০, ২০১৩)
রেকর্ড ২৫-৫
সর্বশেষ হালনাগাদকরণ: ১৪ সেপ্টেম্বর, ২০১৫

খেলোয়াড়ী জীবন

সমগ্র খেলোয়াড়ী জীবনে ডব্লিউটিএ এককের এগারোবার শিরোপা পান তিনি। তন্মধ্যে ২০১৪ সালের ইন্ডিয়ান ওয়েলস প্রিমিয়ার ম্যান্ডেটরিতে শীর্ষ দুইজন বাছাই খেলোয়াড়কে পরাভূত করেন। উভয়েই তখন বিশ্বের ৩নং খেলোয়াড় ছিলেন। এছাড়াও তিনি ফেড কাপ দলের সদস্য হিসেবে ২০০৬, ২০০৯-১০ ও ২০১৩ - এ চারবারের শিরোপা বিজয়ী ইতালীয় দলের প্রধান তারকা ছিলেন।

জাস্টিন হেনিন, মেরি পিয়ার্স, মার্টিনা হিঙ্গিস, আমেলি মোরেসমো, ভেনাস উইলিয়ামস, সভেতলানা কুজনেতসোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা, সামান্থা স্তোসার, লি না, পেত্রা কেভিতোভামারিয়া শারাপোভা’র ন্যায় গ্র্যান্ড স্লাম এককের শিরোপা বিজয়ী খেলোয়াড়দেরকে পরাজিত করেছেন। মাত্র সাতজন প্রমিলা টেনিস তারকার একজন হিসেবে তিনি ভেনাস উইলিয়ামসকে ধারাবাহিকভাবে তিনবার পরাজিত করেছেন।[1]

২০১১ সালের অস্ট্রেলিয়ান ওপেনে গিসেলা ডালকোকে সাথে নিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের শিরোপা লাভ করেন। এছাড়াও, ২০০৫২০১৪ সালের ইউএস ওপেনের ফাইনালে যথাক্রমে এলিনা ডেমেন্তিয়েভা ও মার্টিনা হিঙ্গিসকে সাথে নিয়ে অবতীর্ণ হন। অতঃপর বড় ধরনের এককের শিরোপা হিসেবে ২০১৫ সালের ইউএস ওপেনের ফাইনালে স্বদেশী রবার্তা ভিঞ্চিকে হারিয়ে টেনিসের উন্মুক্ত যুগে প্রথম ইতালীয় হিসেবে শিরোপা পান। কিন্তু, শিরোপা জয়ের পরপরই তিনি তার অবসরের ঘোষণা দেন।

২৪ জানুয়ারি, ২০০৭ তারিখে ইতালির তৎকালীন রাষ্ট্রপতি আজেলিও চিয়াম্পি কর্তৃক নাইট অব অর্ডার অব মেরিট অব দ্য রিপাবলিক পদবীতে ভূষিত হন তিনি।[2]

তথ্যসূত্র

  1. "The Story behind Sony Ericsson and WTA Partnership - Sony Ericsson WTA Tour" (PDF)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৫
  2. Cavaliere Ordine al Merito della Repubblica Italiana Sig.ra Flavia Pennetta

বহিঃসংযোগ

টেমপ্লেট:French Open girls' doubles champions

টেমপ্লেট:Top Italian female tennis players

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.