আনা কুর্নিকোভা

আনা কুর্নিকোভা (Russian: Анна Сергеевна Ку́рникова, আনা কুর্নিকোভা; জন্ম জুন ৭ ১৯৮১) রুশ টেনিস খেলোয়াড় এবং মোডেল যিনি বলতে গেলে টেনিস থেকে অবসর গ্রহণ করেছেন। টেনিস খেলাই তাকে তারকা খ্যাতি দেয়। খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় তার ছবির জন্য ভক্তকুল সার্চ ইঞ্জিনগুলোতে এতো বেশি অনুসন্ধান করতো যে সে সময় তার নামটি গুগুল সার্চ ইঞ্জিনের অনুসন্ধানকৃত শব্দগুলোর মধ্যে অন্যতম একটি শব্দ ছিল।[1][2][3]

আনা কুর্নিকোভা
২০০৯ সালে একটি বিমান ঘাটিতে
দেশ, রাশিয়া
বাসস্থানফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র
জন্মস্থান (1981-06-07) ৭ জুন ১৯৮১
মস্কো, সোভিয়েত ইউনিয়ন
উচ্চতা১.৭৩ m (৫ ফুট ৮ ১/৪ in)
পেশাদারীর সময়১৯৯৫
অবসর গ্রহণমে, ২০০৭
খেলার ধরণডানহাতি (দুই-হাতের ব্যাকহ্যান্ড)
পুরস্কারের মূল্যমানUS$৩,৫৮৪,৬৬২
একক
খেলোয়াড়ী  রেকর্ড২০৯–১২৯
গ্র্যান্ড স্ল্যাম এককের ফলাফল
অস্ট্রেলিয়ান ওপেন(কো.ফা) ২০০১
ফ্রেঞ্চ ওপেন(৪র্থ) ১৯৯৮, ১৯৯৯
উইম্বলেডন(সে.ফা) ১৯৯৭
ইউএস ওপেন(৪র্থ) ১৯৯৬, ১৯৯৮
দ্বৈত
খেলোয়াড়ী  রেকর্ড২০০-৭১
শিরোপা১৬
সর্বোচ্চ র‌্যাঙ্কিং১ (২২ নভেম্বর, ১৯৯৯)
গ্র্যান্ড স্ল্যাম দ্বৈতের ফলাফল
অস্ট্রেলিয়ান ওপেন(জয়) ১৯৯৯, ২০০২
ফ্রেঞ্চ ওপেন(ফা) ১৯৯৯
উইম্বলেডন(সে.ফা) ২০০০, ২০০২
ইউএস ওপেন(কো.ফা) ১৯৯৬, ২০০২
অন্যান্য দ্বৈত প্রতিযোগিতা

ব্যাক্তিগত জীবন

১৯৮১ সালের ৭ই জুন সোভিয়েত রাশিয়ার মস্কোয় জন্মগ্রহণ করেন কুর্নিকোভা৷ বাবা সের্গেই ছিলেন কুস্তিগির আর মা আলা ছিলেন ৪০০ মিটার দৌড়বিদ। ২০০১ সালে কুর্নিকোভা বিয়ে করেন তারই স্বদেশী আইস হকি খেলোয়াড় সার্জেই ফেডরোভকে। ঠিক একই সময়ে আরেক আইস হকি খেলোয়াড় পাভেল বুরের সাথেও কুর্নিকোভার প্রেমের সম্পর্ক ছিল বলে গুঞ্জন ছিল। ফেডরোভের সাথে বিয়ের আগে থেকেই অর্থাৎ ১৯৯৯ সাল থেকেই পাভেলের সাথে কুর্নিকোভার প্রেমের সম্পর্ক ছিল। ২০০৩ সালে কুর্নিকোভার সাথে ফেডরোভের ডিভোর্স হয়ে যায়। এরপর অবশ্য কুর্নিকোভা ও পাভেলের প্রেমের বিষয়টি সম্পর্কে আর কোনো তথ্য জানা যায় নি। অবশ্য কুর্নিকোভা ও ফেডরোভের বিয়ে সম্পর্কেও কুর্নিকোভার ব্যক্তিগত সহকারী সঠিক কোনো তথ্য জানতেন না। কুর্নিকোভার প্রেম-বিয়ের রহস্যের জট খুলতে না খুলতেই আবার খবর বের হয় যে, পপস্টার এনরিক ইগলেসিয়াসের সাথে প্রেমে মজেছেন তাদের টেনিস-সুন্দরী কুর্নিকোভা। তারপর ২০০৩ ও ২০০৫ সালে আবার বিয়ের খবরও বের হয়। বিয়ের খবরের সাথে তাল মিলিয়ে দুজনের অস্বীকার খবরও প্রচার হতে থাকে বিশ্ব মিডিয়ায়। তবে ২০১১ সালেই নাকি তারা সেরেই রেখেছেন বিয়ের কাজ।

ক্রীড়া জীবন

পেশাদার টেনিসে কুর্নিকোভার অভিষেক হয় ১৯৯৫ সালে। ১৯৯৭ সালে মাত্র ১৬ বছর বয়সে টেনিসের বিশ্বকাপ উইম্বলডন ওপেনে অংশ নেন। সেবার শিরোপা জেতা না হলেও সেমিফাইনালে পৌঁছে এবং খেলার ধরন দিয়ে বুদ করে ফেলেন পুরো টেনিস বিশ্ব। একক ক্যারিয়ারে কোনো শিরোপা না থাকলেও মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে পরপর দুই বছর ইউএস ওপেন জিতেছিলেন স্পোর্টস ইলাস্ট্রেটেড, ম্যাক্সিমসহ বিভিন্ন ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেওয়া এ রুশ টেনিসতারকা। একে একে ১৭টি ডাবলস জিতেন তিনি৷ এরপর ২০০৩ সালে পিঠের ব্যথার কারণে টেনিস জগৎ থেকে অবসর নিলেও, রুশ টেনিস তারকাদের জন্য পথ তৈরী করে দেন আনা কুর্নিকোভা৷

তথ্যসূত্র

  1. "2001 Year-End Google Zeitgeist: Search patterns, trends, and surprises"Google। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-০৮
  2. "2002 Year-End Google Zeitgeist: Search patterns, trends, and surprises"Google। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-০৮
  3. "2003 Year-End Google Zeitgeist: Search patterns, trends, and surprises"Google। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-০৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.