অ্যাঞ্জেলিক কারবার

অ্যাঞ্জেলিক কারবার (জন্ম: ১৮ জানুয়ারি, ১৯৮৮) ব্রেমেন এলাকায় জন্মগ্রহণকারী জার্মান-পোলীয় বংশোদ্ভূত পেশাদার প্রমিলা টেনিস খেলোয়াড়।[1] ২০০৩ সালে পেশাদার টেনিসে অভিষেক ঘটে তার। ২০১১ সালের ইউএস ওপেনের সেমি-ফাইনালে পৌঁছে স্বীয় প্রতিভার বিচ্ছুরণ ঘটান। এ সময় তিনি বিশ্বের ৯২তম র‌্যাঙ্কিংধারী ছিলেন। ১ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে নিজস্ব শীর্ষ র‌্যাঙ্কিং ২-এ পৌঁছেন। এছাড়াও, শীর্ষ র‌্যাঙ্কিংধারী জার্মানসহ ডব্লিউটিএ ট্যুরে বামহাতি খেলোয়াড়দের মধ্যে শীর্ষে আরোহণ করছেন।

অ্যাঞ্জেলিক কারবার
২০১৫ ইন্তারন্যাজিওনালি বিএনএল ডি'ইতালিয়ায় কারবার
পূর্ণনামঅ্যাঞ্জেলিক কারবার
দেশ জার্মানি
বাসস্থানপাজজিকোয়ো, পোল্যান্ড
জন্মস্থান (1988-01-18) ১৮ জানুয়ারি ১৯৮৮
ব্রেমেন, পশ্চিম জার্মানি
উচ্চতা১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)
পেশাদারীর সময়২০০৩
খেলার ধরণবামহাতি (দুই হাতে ব্যাকহ্যান্ড)
পুরস্কারের মূল্যমান$১২,১৪৬,০৮৭
দাপ্তরিক ওয়েবসাইটwww.angelique-kerber.de
একক
খেলোয়াড়ী  রেকর্ড469–251 (৬৫.১৪%)
শিরোপা৮ ডব্লিউটিএ, ১১ আইটিএফ
সর্বোচ্চ র‌্যাঙ্কিং২নং (১ ফেব্রুয়ারি, ২০১৬)
বর্তমান র‌্যাঙ্কিং২নং (১ ফেব্রুয়ারি, ২০১৬)
গ্র্যান্ড স্ল্যাম এককের ফলাফল
অস্ট্রেলিয়ান ওপেন (২০১৬)
ফ্রেঞ্চ ওপেনকো.ফা. (২০১২)
উইম্বলেডনসে.ফা. (২০১২)
ইউএস ওপেনসে.ফা. (২০১১)
অন্যান্য প্রতিযোগিতা
চ্যাম্পিয়নশিপআরআর (২০১২, ২০১৩, ২০১৫)
অলিম্পিক গেমসকো.ফা. (২০১২)
দ্বৈত
খেলোয়াড়ী  রেকর্ড৫৭-৫৮
শিরোপা০ ডব্লিউটিএ, ৩ আইটিএফ
সর্বোচ্চ র‌্যাঙ্কিং১০৩নং (২৬ আগস্ট, ২০১৩)
বর্তমান র‌্যাঙ্কিং২০৮নং (১৮ জানুয়ারি, ২০১৬)
গ্র্যান্ড স্ল্যাম দ্বৈতের ফলাফল
অস্ট্রেলিয়ান ওপেন১রা. (২০০৮, ২০১১, ২০১২)
ফ্রেঞ্চ ওপেন২রা. (২০১২)
উইম্বলেডন৩রা. (২০১১)
ইউএস ওপেন৩রা. (২০১২)
দলগত প্রতিযোগিতা
ফেড কাপফ (২০১৪), রেকর্ড ৯-৮
সর্বশেষ হালনাগাদকরণ: ২ ফেব্রুয়ারি, ২০১৬

প্রারম্ভিক জীবন

পোলীয় পিতা স্লমির কারবার ও জার্মান মাতা বিটা'র সন্তান অ্যাঞ্জেলিক কারবারের জেসিকা নাম্নী আরও এক বোন রয়েছে। তিন বছর বয়স থেকে টেনিস খেলতে শুরু করেন। পরবর্তীতে কিশোরদের প্রতিযোগিতায় অংশ নেন। জার্মানিতে খেলা শুরু করে ইউরোপের সর্বত্র অংশ নিতে থাকেন। কিন্তু ২০০৩ সালের পূর্ব-পর্যন্ত তিনি কোন শিরোপা লাভ করতে সক্ষম হননি। ১৫ বছর বয়সে পেশাদারী টেনিসের দিকে ধাবিত হন তিনি। কারবার জার্মান ভাষাসহ, পোলীয়ইংরেজি ভাষায় কথা বলতে পারেন।[2][3]

খেলোয়াড়ী জীবন

আক্রমণধর্মী খেলোয়াড় হিসেবে পরিচিত কারবার আটটি এককের শিরোপাসহ ডব্লিউটিএ ট্যুরের প্রত্যেক মাঠে কমপক্ষে একটি শিরোপা পেয়েছেন। তন্মধ্যে, ২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম গ্র্যান্ড স্ল্যামের শিরোপা অন্যতম।

২০১২ সালে ওপেন জিডিএফ সুয়েজ প্রতিযোগিতায় নবম বাছাই হিসেবে অংশ নেন। প্রথম রাউন্ডে লুসি সাফারোভা'র মুখোমুখি হন ও সরাসরি সেটে জয় পান। দ্বিতীয় রাউন্ডেও মনিকা নিকুলেস্কোকে একই ব্যবধানে হারান। কোয়ার্টার-ফাইনালে এক নম্বর বাছাই মারিয়া শারাপোভাকে সরাসরি সেটে পরাজিত করেন। সেমি-ফাইনালে অবাছাই ইয়ানিনা উইকমেয়ারকে হারান। ফাইনালে ফরাসি প্রমিলা টেনিস তারকা মারিওন বারতোলিকে তিন সেটে পরাজিত করে শিরোপা পান।[4]

তথ্যসূত্র

  1. "WTA"। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৫
  2. "WTA"। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১২
  3. "About"। ৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৪
  4. "Angelique Kerber wins Open GDF Suez", ESPN, ১২ ফেব্রুয়ারি ২০১২, সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১২

বহিঃসংযোগ

চিত্রমালা

২০১৬ সালের এইগন ক্লাসিক বার্মিংহামে কারবার
২০১০ সালের অস্ট্রেলিয়ান ওপেনে কারবার
ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
সেরেনা উইলিয়ামস
বিশ্বের ১নং
১২ সেপ্টেম্বর, ২০১৬ - ৩০ জানুয়ারি, ২০১৭
উত্তরসূরী
সেরেনা উইলিয়ামস
পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
সেরেনা উইলিয়ামস
ডব্লিউটিএ বর্ষসেরা খেলোয়াড়
২০১৬
নির্ধারিত হয়নি
পূর্বসূরী
সেরেনা উইলিয়ামস
আইটিএফ বিশ্ব চ্যাম্পিয়ন
২০১৬
নির্ধারিত হয়নি
পূর্বসূরী
ক্রিস্টিনা সোয়ানিৎজ
জার্মান বর্ষসেরা প্রমিলা ক্রীড়াবিদ
২০১৬
নির্ধারিত হয়নি
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.