দ্যাগু সাবওয়ে
দাইগু সাবওয়ে দক্ষিণ কোরিয়ার ৪র্থ বৃহত্তম শহর দাউগু-কে সেবা প্রদানকারী দ্রুত পরিবহন ব্যবস্থা। ১৯৯২ সালে এটির নির্মাণকাজ শুরু হয় এবং ১৯৯৭ সালে এটি উদ্বোধন করা হয়। ২০০৫ সালে দ্বিতীয় একটি লাইনের নির্মাণকাজ সমাপ্ত হয়। ২০০৩ সালে অপরাধীরা এতে একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড ঘটায় এবং এতে প্রায় ২০০ লোক প্রাণ হারায়।
দ্যাগু সাবওয়ে | |||
---|---|---|---|
![]() ![]() | |||
সংক্ষিপ্ত বিবরণ | |||
মালিকানায় | দ্যাগু শহর | ||
অবস্থান | দ্যাগু, দক্ষিণ কোরিয়া | ||
পরিবহনের ধরন | দ্রুত পরিবহণ | ||
চক্রপথের (লাইনের) সংখ্যা | ২ | ||
বিরতিস্থলের (স্টেশন) সংখ্যা | ৫৯ | ||
চলাচল | |||
চালুর তারিখ | ২০ নভেম্বর, ১৯৯৫ | ||
পরিচালক সংস্থা | দ্যাগু মেট্রোপলিটন ট্রানজিট কর্পোরেশন | ||
কারিগরি তথ্য | |||
মোট রেলপথের দৈর্ঘ্য | ৫৭.৩ কিমি (৩৫.৬ মা) | ||
|
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.