দালি ব্লিন্ড
দালি ব্লিন্ড (জন্ম ৯ মার্চ ১৯৯০) একজন ডাচ পেশাদার ফুটবলার যিনি একজন লেফট ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডএবং নেদারল্যান্ডস জাতীয় দলে খেলে থাকেন। তিনি আয়াক্সের প্রাক্তন ডিফেন্ডার ড্যানি ব্লিন্ডের পুত্র।
![]() আয়াক্সের হয়ে খেলার সময় ব্লিন্ড, ২০১১ সাল। | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | দালি ব্লিন্দ[1] | ||
জন্ম | ৯ মার্চ ১৯৯০ | ||
জন্ম স্থান | আমস্টারডম, নেদারল্যান্ডস | ||
উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | ডিফেন্সিভ মিডফিল্ডার / লেফট ব্যাক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | ম্যানচেস্টার ইউনাইটেড | ||
জার্সি নম্বর | ১৭ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
১৯৯৫–১৯৯৮ | এএফসি | ||
১৯৯৮–২০০৮ | জং আয়াক্স | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০৮–২০১৪ | আয়াক্স | ১০২ | (৩) |
২০১০ | → এফসি গ্রনিংগেন (ধারে) | ১৭ | (০) |
২০১৩ | → জং আয়াক্স (ধারে) | ১ | (০) |
২০১৪– | ম্যানচেস্টার ইউনাইটেড | ৪ | (০) |
জাতীয় দল‡ | |||
২০০৪ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৫ | ১ | (০) |
২০০৬ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৬ | ৪ | (০) |
২০০৬-০৭ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৭ | ১৩ | (৩) |
২০০৭–০৯ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৯ | ১৬ | (০) |
২০০৯-২০১৩ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব ২১ | ২৩ | (০) |
2013– | নেদারল্যান্ডস | ২১ | (১) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
ব্লিন্ড আয়াক্সের যুব একাডেমীর হয়ে বেড়ে উঠেন এবং এফসি গ্রনিংগেনের হয়ে ধারে খেলাকালীন সময় তিনি দলে নিয়মিত হন। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি £১৩.৮ মিলিয়নের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ব্লিন্ড ২০১৩ সাল থেকে নেদারল্যান্ডস জাতীয় দলের নিয়মিত সদস্য এবং ২০১৪ বিশ্বকাপে রানার-আপ হওয়া ডাচ দলে অন্তর্ভুক্ত ছিলেন।
তথ্যসুত্র
- "2014 FIFA World Cup Brazil: List of Players" (PDF)। FIFA। ১১ জুন ২০১৪। পৃষ্ঠা 25। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৪।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে দালি ব্লিন্ড সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- Manchester United profile
- Voetbal International profile (ওলন্দাজ)
- Netherlands U15 stats at OnsOranje
- Netherlands U16 stats at OnsOranje
- Netherlands U17 stats at OnsOranje
- Netherlands U19 stats at OnsOranje
- Netherlands U21 stats at OnsOranje
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.