দালি ব্লিন্ড

দালি ব্লিন্ড (জন্ম ৯ মার্চ ১৯৯০) একজন ডাচ পেশাদার ফুটবলার যিনি একজন লেফট ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডএবং নেদারল্যান্ডস জাতীয় দলে খেলে থাকেন। তিনি আয়াক্সের প্রাক্তন ডিফেন্ডার ড্যানি ব্লিন্ডের পুত্র।

দালি ব্লিন্ড
আয়াক্সের হয়ে খেলার সময় ব্লিন্ড, ২০১১ সাল।
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দালি ব্লিন্দ[1]
জন্ম (1990-03-09) ৯ মার্চ ১৯৯০
জন্ম স্থান আমস্টারডম, নেদারল্যান্ডস
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান ডিফেন্সিভ মিডফিল্ডার / লেফট ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড
জার্সি নম্বর ১৭
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯৫–১৯৯৮ এএফসি
১৯৯৮–২০০৮ জং আয়াক্স
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৮–২০১৪ আয়াক্স ১০২ (৩)
২০১০ → এফসি গ্রনিংগেন (ধারে) ১৭ (০)
২০১৩ → জং আয়াক্স (ধারে) (০)
২০১৪– ম্যানচেস্টার ইউনাইটেড (০)
জাতীয় দল
২০০৪ নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৫ (০)
২০০৬ নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৬ (০)
২০০৬-০৭ নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৭ ১৩ (৩)
২০০৭–০৯ নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৯ ১৬ (০)
২০০৯-২০১৩ নেদারল্যান্ডস অনূর্ধ্ব ২১ ২৩ (০)
2013– নেদারল্যান্ডস ২১ (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং 13:50, 29 September 2014 (UTC) তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল 23:10, 14 September 2014 (UTC) তারিখ অনুযায়ী সঠিক।

ব্লিন্ড আয়াক্সের যুব একাডেমীর হয়ে বেড়ে উঠেন এবং এফসি গ্রনিংগেনের হয়ে ধারে খেলাকালীন সময় তিনি দলে নিয়মিত হন। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি £১৩.৮ মিলিয়নের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ব্লিন্ড ২০১৩ সাল থেকে নেদারল্যান্ডস জাতীয় দলের নিয়মিত সদস্য এবং ২০১৪ বিশ্বকাপে রানার-আপ হওয়া ডাচ দলে অন্তর্ভুক্ত ছিলেন।

তথ্যসুত্র

  1. "2014 FIFA World Cup Brazil: List of Players" (PDF)। FIFA। ১১ জুন ২০১৪। পৃষ্ঠা 25। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.