এন্দার হেরারা

এন্দার হেরারা আগুয়েরা (জন্ম ১৪ আগস্ট ১৯৮৯) একজন স্পেনীয় পেশাদার ফুটবলার যিনি প্রিমিয়ার লীগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ও স্পেনের বয়সভিত্তিক দলে একজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন।

এন্দার হেরারা
স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে মাঠে নামার পূর্বে হেরারা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এন্দার হেরারা আগুয়েরা
জন্ম (1989-08-14) ১৪ আগস্ট ১৯৮৯
জন্ম স্থান বিলবাও, স্পেন
উচ্চতা ১.৮২ মি (৬ ফু ০ ইঞ্চি)
মাঠে অবস্থান মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড
জার্সি নম্বর -
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৪–২০০৮ জারাগোজা
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৮–২০০৯ জারাগোজা বি ১০ (২)
২০০৯–২০১১ জারাগোজা ৮২ (৬)
২০১১২০১৪ অ্যাথলেতিক বিলবাও ৯৪ (৭)
২০১৪ ম্যানচেস্টার ইউনাইটেড (০)
জাতীয় দল
২০০৯ স্পেন অনূর্ধ্ব ২০ ১০ (৩)
২০০৯–২০১১ স্পেন অনূর্ধ্ব ২১ ১৫ (৪)
২০১২ স্পেন অনূর্ধ্ব ২৩ (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৮ মে ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

রিয়াল জারাগোজার হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা হেরারা ২০১১ সালে তার ঘরের মাঠের ক্লাব অ্যাথলেতিক বিলবাওয়ে চলে আসেন। ২০১৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেড €৩৬ মিলিয়নের বিনিময়ে তাদের ক্লাবে নিয়ে আসে। হেরারা স্পেন অনূর্ধ্ব ২০ ও অনূর্ধ্ব ২১ দলের হয়ে বিভিন্ন টুর্নামেন্ট জিতেছেন এবং ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবল প্রতিযোগিতায় স্পেনের প্রতিনিধিত্ব করেছেন।

ক্লাব ক্যারিয়ার

রিয়াল জারাগোজা

বিলবাওয়ে জন্মানো হেরারা তার প্রাথমিক ফুটবল দীক্ষা পান রিয়াল জারাগোযা ক্লাব থেকে যাদের হয়ে ২০০৮-০৯ মৌসুমে দ্বিতীয় বিভাগে তার অভিষেক ঘটে। ঐ মৌসুমে তিনি তাদের হয়ে ১৯ খেলায় মাঠে নামেন এবং জারাগোজাকে লা লিগায় ফিরিয়ে আনতে কার্যকরী ভূমিকা পালন করেন। ২৯ আগস্ট ২০০৯ সালে সিডি টেনেরিফের বিরুদ্ধে তার লা লিগায় অভিষেক ঘটে।[1]

২০০৯-১০ লা লিগা মৌসুমে হেরারা তার দলের সবচেয়েয় বেশি ব্যবহৃত খেলোয়াড়দের মধ্যে অন্যতম ছিলেন এবং তার নৈপুণ্য দলের লা লিগায় অবস্থান সমুন্নত রাখতে ভূমিকা পালন করে। ঐ বছরের ৬ ডিসেম্বর তিনি আরসিডি মালাকোরার বিরুদ্ধে দলের হয়ে তার প্রথম গোল করেন যদিও তার দল ঐ খেলায় ১-৪ গোলে পরাজিত হয়।[2]

২০১০-১১ মৌসুমে হেরারা জারাগোজার হয়ে তার খেলা অব্যাহত রাখেন।

অ্যাথলেতিক বিলবাও

ম্যানচেস্টার ইউনাইটেড

ক্লাব পরিসংখ্যান

১ জুলাই ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত।[3][4]
ক্লাব মৌসুম লীগ কাপ লীগ কাপ মহাদেশীয় সর্বমোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
রিয়াল জারাগোজা বি ২০০৮–০৯ ১০১০
রিয়াল জারাগোজা ২০০৮–০৯ ১৯১৯
২০০৯–১০ ৩০৩২
২০১০–১১ ৩৩৩৫
সর্বমোট ৮২৮৬
অ্যাথলেতিক বিলবাও ২০১১–১২ ৩২১৩৫৪
২০১২–১৩ ২৯৩৫
২০১৩–১৪ ৩৩৩৯
সর্বমোট ৯৪১৭১৭১২৮১১
ম্যানচেস্টার ইউনাইটেড ২০১৪-১৫
ক্যারিয়ার সর্বমোট ১৮৬১৫২১১৭২২৪১৯

তথ্যসূত্র

  1. "El Zaragoza regresa a Primera con Victoria" [Zaragoza returns to Primera with win] (Spanish ভাষায়)। Diario AS। ২৯ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৪
  2. Mallorca maintain home run; ESPN Soccernet, 6 December 2009
  3. "Athletic Bilbao official site statistics"। ২১ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৪
  4. "Ander Herrera"। Soccerway। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.