নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দল

নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে নেদারল্যান্ডসের প্রতিনিধি। এটি নিয়ন্ত্রণ করে রয়্যাল নেদার‌ল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন। (KNVB)। দলটি ১৯৮৮ সালে উয়েফা ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছে। বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় সাফল্য ১৯৭৪ ও ১৯৭৮ সালে দ্বিতীয় স্থান অধিকার। কিন্তু দুইবারই তারা স্বাগতিক দেশ যথাক্রমে পশ্চিম জার্মানি ও আর্জেন্টিনার কাছে পরাজিত হয়। ১৯৭০-এর দশকে দলটি তাদের সাফল্যের শীর্ষে অবস্থান করছিলো। সেসময় টোটাল ফুটবল খেলা দলটি সুন্দর পাসিংয়ের জন্য ডাকনাম হয় ক্লকওয়ার্ক অরেঞ্জ (Clockwork Orange)। ফিফা র‌্যাংকিংয়ে দলটির বর্তমান অবস্থান চতুর্থ, এবং বিশ্ব এলো রেটিংয়ে এই অবস্থান তৃতীয়।

 নেদারল্যান্ডস
ডাকনাম(সমূহ)Oranje
Holland
The Flying Dutchmen
Clockwork Orange
La Naranja Mecánica
অ্যাসোসিয়েশনরয়্যাল নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন (KNVB)
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচবার্ট ভ্যান মারউইজ্‌ক
অধিনায়কজিওভান্নি ডি ব্রনক্‌হার্স্ট
সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড়এডউইন ভ্যান ডের সার (১৩০)
শীর্ষ গোলদাতাপ্যাট্রিক ক্লুইভার্ট (৪০)
স্বাগতিক স্টেডিয়ামআমস্টারডাম অ্যারেনা
ডি কুইপ
ফিলিপস স্ট্যাডিওন
ফিফা কোডNED
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান
সর্বোচ্চ(নভেম্বর ১৯৯৩, জুন ২০০৯)
সর্বনিম্ন২৫ (মে ১৯৯৮)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান
সর্বোচ্চ(মার্চ ১৯১১-মার্চ ১৯১২, জুন ১৯১২, আগস্ট ১৯২০; জুন ১৯৭৮, জুন ১৯৮৮-জুন ১৯৯০, জুন-সেপ্টেম্বর ১৯৯২, জুন ২০০২, জুন-সেপ্টেম্বর ২০০৩, অক্টোবর ২০০৫, জুন ২০০৮)
সর্বনিম্ন৫৬ (অক্টোবর ১৯৫৪)
প্রথম আন্তর্জাতিক খেলা
 বেলজিয়াম ১-৪  নেদারল্যান্ডস
(অ্যান্টেরপ, বেলজিয়াম; ৩০ এপ্রিল, ১৯০৫)
বৃহত্তম জয়
 নেদারল্যান্ডস ৯-০  ফিনল্যান্ড
(সোলনা, সুইডেন; ৪ জুলাই, ১৯১২)
 নেদারল্যান্ডস ৯-০  নরওয়ে
(রটেনড্যাম, নেদার‌ল্যান্ডস; ১ নভেম্বর, ১৯৭২)
বৃহত্তম হার
 ইংল্যান্ড ১২-২  নেদারল্যান্ডস
(ডার্লিংটন, ইংল্যান্ড; ২১ ডিসেম্বর, ১৯০৭)
বিশ্বকাপ
উপস্থিতি৮ (প্রথম ১৯৩৪)
সেরা সাফল্যরানার্স-আপ, ১৯৭৪, ১৯৭৮ ও 2010
ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
উপস্থিতি৮ (প্রথম ১৯৭৬)
সেরা সাফল্যবিজয়ী, ১৯৮৮

ইতিহাস

নেদারল্যান্ডস তাদের প্রথম আন্তর্জাতিক ফুটবল খেলাটি খেলে ৩০ এপ্রিল, ১৯০৫ সালে। বেলজিয়ামের মাটিতে বেলজিয়াম জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে এই খেলায় নেদারল্যান্ডস ৪-১ গোলে জয়লাভ করে। সেসময় নেদারল্যান্ডস স্কোয়াড ঠিক করে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিশন। প্রথম ৯০ মিনিটের খেলা হবার পর দুই দলের গোল সংখ্যা ছিরো ১-১, কিন্তু যেহেতু এটি ছিলো একটি টুর্নামেন্ট, তাই ট্রফি প্রদানের জন্য বিজয়ী দল ঠিক করার প্রয়োজন ছিলো। খেলাটি পরবর্তীতে অতিরিক্ত সময়ে গড়ায়, এবং এ সময়ে নেদারল্যান্ডের এডি ডে নেভ তিনটি গোল করেন, ও সর্বশেষ স্কোর দাঁড়ায় ১-৪।[1]

১৯৩৪ সালে নেদারল্যান্ডস সর্বপ্রথম ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ পায়। ১৯৩৮ সালের বিশ্বকাপের পর দলটি পুরোদমে আন্তর্জাতিক ফুটবলের জগতে প্রবেশ করে।

তথ্যসূত্র

  1. "Netherlands: Full "A" internationals (1905-1910)"International Federation of Football History & Statistics। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.