তুরীয় সংখ্যা
তুরীয় সংখ্যা (ইংরেজি Transcendental number) হচ্ছে সেই ধরনের সংখ্যা, যা কোন পূর্ণসংখ্যা-সহগবিশিষ্ট বহুপদী রাশির (ইংরেজি Integer polynomial) মূল নয়। সকল বাস্তব তুরীয় সংখ্যা অবশ্যই অমূলদ সংখ্যা।
সংখ্যাতত্ত্ব
সংখ্যাতত্ত্ব • সিঁড়িভাঙ্গা ভগ্নাংশ • সংখ্যাতাত্ত্বিক ফাংশন • যোগাত্মক সংখ্যা তত্ত্ব • সংখ্যার বিভাজন • মৌলিক সংখ্যার বিন্যাস • ল্যাটিস-বিন্দু সমস্যা • দিওফান্তুসীয় সমীকরণ • সংখ্যার জ্যামিতি • তুরীয় সংখ্যা • দ্বিঘাত ফিল্ড • বীজগাণিতিক সংখ্যা • বীজগাণিতিক সংখ্যা ফিল্ড • শ্রেণী ফিল্ড তত্ত্ব • জটিল গুণন • ফের্মার সমস্যা • স্থানীয় ফিল্ড • সহযোগী বীজগণিতের পাটীগণিত • জেটা ফাংশন |
বৃত্তের বর্গীকরণ (Squaring the circle) সমস্যার যে কোনো সমাধান নেই, তার প্রমাণে তুরীয় সংখ্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন , এবং তুরীয় সংখ্যা। Joseph Liouville ১৮৪৪ খ্রীঃ এই ধরনের সংখ্যার অস্তিত্ত্ব প্রমাণ করেন[1]। তিনিই ১৮৫১ খ্রীঃ প্রথম এই ধরনের সংখ্যার দশমিক উদাহরণ দেন যা Liouvilleর ধ্রুবক নামে পরিচিত-
আরও দেখুন
তথ্যসূত্র
- Aubrey J. Kempner (১৯১৬)। "On Transcendental Numbers"। Transactions of the American Mathematical Society। American Mathematical Society। 17 (4): 476–482। doi:10.2307/1988833। জেস্টোর 1988833।