ট্যাক্সি ড্রাইভার
ট্যাক্সি ড্রাইভার (ইংরেজি ভাষায়: Taxi Driver) ১৯৭৬ মার্টিন স্কোরসেজি পরিচালিত নাট্য চলচ্চিত্র। ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো। ভিয়েতনাম যুদ্ধের আগে আগে নিউ ইয়র্কের পরিবেশ ছিল ছবির পটভূমি। এই পটভূমিতে এক ট্যাক্সিক্যাব চালকের অদ্ভুত জীবন নিয়ে ছবির কাহিনী গড়ে উঠেছে। ১৯৭২ সালে জর্জ ওয়ালেস-কে হত্যার প্রচেষ্টা থেকে অনুপ্রাণিত হয়ে স্কোরসেজি এই সিনেমা নির্মাণ করেছেন। আর্থার ব্রমার ওয়ালেসকে হত্যার চেষ্টা করেছিল। ব্রেমারের অনুকরণেই ট্যাক্সি ড্রাইভার চরিত্রটি গড়ে উঠেছে।
ট্যাক্সি ড্রাইভার | |
---|---|
পরিচালক | মার্টিন স্কোরসেজি |
প্রযোজক | জুলিয়া ফিলিপ্স মাইকেল ফিলিপ্স |
রচয়িতা | পল শ্রাডার |
সুরকার | বার্নার্ড হেরমান |
চিত্রগ্রাহক | মাইকেল চ্যাপম্যান |
সম্পাদক | টম রল্ফ মেলভিন শিপারো |
পরিবেশক | কলাম্বিয়া পিকচার্স |
মুক্তি | ![]() ![]() |
দৈর্ঘ্য | ১১৩ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | ১.৩ মিলিয়ন ডলার |
অনেকেই এই সিনেমাকে মার্টিন স্কোরসেজির করা সেরা ছবি বলে আখ্যায়িত করেন। অনেকে আবার একে রবার্ট ডি নিরো সেরা ছবিও বলে থাকেন।
চরিত্রসমূহ
- রবার্ট ডি নিরো - ট্র্য্যাভিস বিক্ল (ট্যাক্সি ড্রাইভার)
- সিবিল শেপার্ড - বেট্সি (প্যালেন্টাইনের হেডকোয়ার্টারের ক্লার্ক বিক্ল যার প্রেমে পড়ে)
- পিটার বয়েল - উইজার্ড (বিক্লের সহ ট্যাক্সি চালক)
- জোডি ফস্টার - "ইজি" আইরিস স্টিন্সমা (১২ বছর বয়সী পতিতা)
- হার্ভে কাইটেল - "স্পোর্ট" ম্যাথিউ (পতিতা ব্যবসায়ী)
- লিওনার্ড হ্যারিস - সিনেটর চার্লস প্যালেন্টাইন (মার্কিন প্রেসিডেন্টের পদে মনোনয়ন প্রার্থী)
- আলবার্ট ব্রুক্স - টম
- মার্টিন স্কোরসেজি - ট্র্যাভিসের ট্যাক্সির যাত্রী (ক্যামিও অ্যাপিয়ারেন্স)
বহিঃসংযোগ
![]() |
উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: ট্যাক্সি ড্রাইভার |
![]() |
উইকিমিডিয়া কমন্সে ট্যাক্সি ড্রাইভার সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ট্যাক্সি ড্রাইভার (ইংরেজি)
- টিসিএম চলচিত্র ডেটাবেসে ট্যাক্সি ড্রাইভার
- অলমুভিতে ট্যাক্সি ড্রাইভার (ইংরেজি)
- রটেন টম্যাটোসে ট্যাক্সি ড্রাইভার (ইংরেজি)
টেমপ্লেট:Sight and Sound Poll
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.