আবদুল্লাতিফ কাশিশ

আবদুল্লাতিফ কাশিশ (আরবি: عبد اللطيف كشيش, ফরাসি: Abdellatif Kechiche) (জন্ম: ৭ই ডিসেম্বর, ১৯৬০) একজন তিউনিসীয়-ফরাসি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তার জন্ম তিউনিসিয়ার রাজধানী তিউনিসে হলেও মাত্র ৬ বছর বয়সে বাবা-মা'র সাথে ফ্রান্সের নিস শহরে চলে আসেন। চলচ্চিত্র নির্মাণ শুরু করেছিলেন ২০০০ সালের La Faute à Voltaire এর মাধ্যমে। পরবর্তীতে ২০০৮ সালে L'Esquive সিনেমার জন্য ফ্রান্সের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার সেজার দু সিনেমা (সেজার অ্যাওয়ার্ড) লাভ করেন। তবে এখন পর্যন্ত তার সবচেয়ে বড় সফলতা ২০১৩ সালের কান চলচ্চিত্র উৎসবে La Vie d'Adèle সিনেমার জন্য পালমে দোর অর্জন।[1]

আবদুল্লাতিফ কাশিশ
২০১৩-র কান চলচ্চিত্র উৎসবে কাশিশ
জন্ম (1960-12-07) ৭ ডিসেম্বর ১৯৬০
পেশাঅভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার
কার্যকাল১৯৮২-বর্তমান

চলচ্চিত্রসমূহ

বছরআসল নামইংরেজি নামভূমিকাআইএমডিবি রেটিং[2]
২০০০La Faute à VoltaireBlame it on Voltaireপরিচালক৬.৮০
২০০৩L'EsquiveGames of Love and Chanceপরিচালক, চিত্রনাট্যকার৬.৮০
২০০৭La graine et le muletThe Secret of the Grainপরিচালক, চিত্রনাট্যকার৭.২৯
২০১০Vénus noireBlack Venusপরিচালক, চিত্রনাট্যকার৬.৭১
২০১৩La Vie d'Adèle – Chapitre 1 & 2Blue Is the Warmest Colourপরিচালক৬.৬২

তথ্যসূত্র

  1. আইএমডিবি থেকে তথ্য নিয়ে পরিচিতিটুকু লেখা হয়েছে। আইএমডিবি লিংকটি বহিঃসংযোগ অংশে পাওয়া যাবে।
  2. Filmography by rating for Abdellatif Kechiche, ২৩ জুন ২০১৩ তারিখে সংগৃহীত। বর্তমান রেটিং সামান্য আলাদা হতে পারে।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.