জাকিয়া সুলতানা কর্ণিয়া

জাকিয়া সুলতানা কর্ণিয়া বাংলাদেশী সঙ্গীতশিল্পী। তিনি ২০১২ সালে অনুষ্ঠিত চ্যানেল নাইন-এর পাওয়ার ভয়েস [9] প্রতিযোগিতায় রানার্স আপ হন।[10]

কর্ণিয়া
জন্ম নামজাকিয়া সুলতানা কর্ণিয়া
জন্ম (1989-06-08) ৮ জুন ১৯৮৯
মাগুরা জেলা,বাংলাদেশ
ধরনরক সঙ্গীত [1] ,পপ সঙ্গীত [2] ,ক্লাসিকাল
পেশাপ্লে ব্যাক [3] , মডেল [4]
বাদ্যযন্ত্রসমূহভোকাল
কার্যকাল২০১২-বর্তমান
সহযোগী শিল্পীআসিফ আকবর [5] ,আরেফিন রুমি [6] ,বেলাল খান [7] ,প্রতিক হাসান [8]

শৈশব ও পড়ালেখা

জাকিয়া সুলতানা কর্নিয়া জন্ম গ্রহণ করেন ৮ই মে ১৯৮৯ সালে মাগুরা জেলা।তার পৈত্রিক বাড়ি ঝিনাইদহ। তার বাবা আবু বকর মা সেলিনা আক্তার।তার বাবার চাকরি সুত্রে ঢাকা তেই বেড়ে উঠেছেন।মাধ্যমিক পড়া-লেখা করেছেন বিএএফ শাহীন কলেজ, উচ্চ মাধ্যমিক পড়েছেন আইডিয়াল কমার্স কলেজ থেকে। বিবিএ করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে।

সংগীত জীবন

তার গানের অ আ শিক্ষা তার মায়ের নিকট হতে।এর পর ষষ্ঠ শ্রেণীতে টিটু সিহাব এর কাছে গান শিখেন।এর পর সঙ্গীত কে আরো জোড়ালো করতে ছায়ানট এ ভর্তি হন, তারপর ওস্তাদ সঞ্জীব দের কাছে ক্ল্যাসিকসহ সব ধরনের গানের তালিম নিয়েছেন।এর পর বিভিন্ন সময় স্টেজ শো তে গান গাইতেন। এর পর চ্যানেল নাইন এ পাওয়ার ভয়েস ২০১২ তে অংশগ্রহণ করে রানার্সআপ হন তার পর হতে একের পর এক গান করতে থাকেন।এর পর হতে আসিফ আকবর [11] , আরেফিন রুমি [12] বেলাল খান [13] সহ অনেকের সাথেই সংগীত গেয়েছেন।মিক্সড অ্যালবাম, ডুয়েট গান ও ১৫ এর ও অধিক চলচিত্রে গান গেয়েছেন।

গান সুমূহ

তার গানের জীবনে পপ সঙ্গীত রক সঙ্গীত ক্লাসিক সহ অনেক ধরনের গান গেয়েছেন

মিক্সড অ্যালবাম

  • পাওয়ার স্টোর [14]
  • তোমার হাসি [15]
  • একবার ছুয়ে যা হ্রদয় [16]
  • কি করে তোকে বুজাই [17]
  • এলোমেলো জীবন [18]
  • মেঘ বলছি [19]
  • যত ভালবাসি [20]
  • তারায় তারায় [21]
  • মন খারাপের দিন [22]
  • বাংলাদেশ [23]
  • হিরো [24]
  • বৈশাখের গান [25]
  • প্রেমের খেলা [26]
  • লাগ ভেলকি [27]
  • তোমায় [28]
  • তুই সে ভালো থাক, ইত্যাদি।

ছবির গান

পুরস্কার

  • পাওয়া ভয়েস ২০১২ [32]

তথ্যসূত্র

  1. "রক গান"
  2. "পপ গান"
  3. "প্লে ব্যাক"
  4. "মডেল"
  5. "আসিফ আকবরের সংঙ্গে গান গাওয়া"
  6. "আরফিন রুমির সংঙ্গে গান গাওয়া"
  7. "বেলাল খানের সংঙ্গে গান গাওয়া"
  8. "প্রতিক এর সংঙ্গে গান গাওয়া"
  9. "পাওয়া ভয়েস অংশগ্রহন"
  10. "রানার্স আপ হওয়া"
  11. "আসিফ এর সংঙ্গে ডুয়েট গান গাওয়া"
  12. "আরফিন রুমি এর সংঙ্গে ডুয়েট গান গাওয়া"
  13. "বেলাল খান এর সংঙ্গে ডুয়েট গান গাওয়া"
  14. "প্রথম এলবাম পাওয়ার স্টোর"
  15. "তোমার হাসি"
  16. "একবার ছুয়ে যা হ্রদয়"
  17. "কি করে তোকে বোঝাই"
  18. "এলোমেলো"
  19. "মেঘ বলছি"
  20. "যত ভালবাসি"
  21. "তারায় তারায়"
  22. "মন খারাপের দিন"
  23. "বাংলাদেশ"
  24. "হিরো"
  25. "বৈশাখের গান"
  26. "প্রেমের খেলা"
  27. "লাগ ভেলকি"
  28. "তোমায়"
  29. "রাঙা মন"
  30. "স্টোরি অফ সামারা"
  31. "পুড়ে যায় মন"
  32. "পুরুস্কার"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.