বিএএফ শাহীন কলেজ
বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ এ কলেজটি শিক্ষা পদ্ধতি ও শৃঙ্খলার জন্য সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত। পাঁচ দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বহু প্রতিভার জন্ম দিয়েছে। [1][2]
বিএএফ শাহীন কলেজ | |
---|---|
অবস্থান | |
কাফরুল ঢাকা, ১২০৬ ![]() | |
তথ্য | |
নীতিবাক্য | শিক্ষা, শৃংখলা, সংযম |
কার্যক্রম শুরু | ১৯৬০ |
অধ্যক্ষ | এম মাইন উদ্দিন পাঠান |
কর্মকর্তা | ৬৫ |
শিক্ষকমণ্ডলী | ২১৯ |
শ্রেণী | ১-১২ |
লিঙ্গ | সহশিক্ষা কার্যক্রম |
ভাষার মাধ্যম | বাংলা এবং ইংরেজি |
ক্যাম্পাস | মহানগর |
ঘর | ৪ |
শিক্ষা বোর্ড | ঢাকা শিক্ষা বোর্ড |
ওয়েবসাইট | bafsd.edu.bd |
ইতিহাস
কলেজটি বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত। “শাহীন স্কুল” নামে ইংরেজি মাধ্যমে স্কুল হিসেবে যাত্রা শুরু করে (১৯৬০)। ইংরেজি মাধ্যমের পাশাপাশি বাংলা মাধ্যম চালু করা হয় (১৯৬৭)। বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যম চালু করা হয় (২০০৬)।
ভর্তি প্রক্রিয়া
অক্টোবর বা নভেম্বর মাসে পরবর্তী শিক্ষাবর্ষের জন্য ভর্তি কার্যক্রম শুরু হয়ে থাকে। এবং মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর সাধারণত মে বা জুন মাসে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় এ সংক্রান্ত বিস্তারিত জানিয়ে ভর্তির বিজ্ঞাপন প্রচার করা হয়ে থাকে।
পরীক্ষার ফলাফল
পাশের হার ৯১%
তথ্যসূত্র
- "কলেজের ইতিহাস"। bafsd.edu.bd। অজানা প্যারামিটার
|1=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - "এক নজরে বিএএফ..."। bafsd.edu.bd। অজানা প্যারামিটার
|1=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.