বি এ এফ শাহীন কলেজ, ঢাকা
বি এ এফ শাহীন কলেজ, বাংলাদেশের ঢাকায় অবস্থিত তৎকালীন পাকিস্তান বিমান বাহিনী(বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী) কর্তৃক ১৯৬০ সালে প্রতিষ্ঠিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-এর আওতাধীন এবং বাংলাদেশ বিমানবাহিনী কর্তৃক পরিচালিত ।[1][2]
বি এ এফ শাহীন কলেজ, ঢাকা | |
---|---|
ঠিকানা | |
শহীদ জাহাঙ্গীর গেইট, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা | |
তথ্য | |
নীতিবাক্য | শিক্ষা-সংযম-শৃঙ্খলা |
প্রতিষ্ঠাকাল | ০১ মার্চ, ১৯৬০ |
অধ্যক্ষ | গ্রুপ ক্যাপ্টেন শাহ কাওছার আহমদ চৌধুরী (স্যার) |
শিক্ষকমণ্ডলী | ২৬০ জন |
শ্রেণী | শিশু থেকে উচ্চ মাধ্যমিক |
শিক্ষার্থী সংখ্যা | ৬৮৪৩ জন |
ভাষার মাধ্যম | বাংলা ও ইংরেজি |
ডাকনাম | শাহীন কলেজ |
ওয়েবসাইট | www.bafsd.edu.bd |
বিবরণ
ঢাকাতে আরও একটি সহ সারা দেশে মোট ছয়টি শাহীন কলেজ রয়েছে। মূলত বিমান বাহিনীর সন্তান ও পোষ্যদের জন্য প্রতিষ্ঠিত হলেও সাধারণ শিক্ষার্থীরাও এখানে শিক্ষাগ্রহণের সুযোগ পায়। ছয়টি শাহীন স্কুল ও কলেজের মধ্যে এটি ঐতিহ্যবাহী ও গৌরবমন্ডিত অন্যতম বিদ্যাপীঠ। এখানে শিশু শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পাঠ দান করা হয়। তবে শুধু পাঠ দান করাই কলেজের একমাত্র উদ্দেশ্য নয়। শিক্ষিত, সৎ ও দেশ প্রেমিক সুনাগরিক গড়ে তোলাও এ কলেজের অন্যতম উদ্দেশ্য। “শিক্ষা-সংযম-শৃঙ্খলা” হচ্ছে এ কলেজের নীতিবচন। নিষ্ঠার সাথে এ নীতিসমূহ বাস্তবায়নের লক্ষ্যেই রচিত হয়েছে প্রতিষ্ঠানের কর্মকাণ্ড।
আরও দেখুন
তথ্যসূত্র
- BanglaNews24.com। "বি এ এফ শাহীন কলেজে শিক্ষকতার সুযোগ"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০।
- "B A F SHAHEEN COLLEGE KURMITOLA"। www.bafsk.edu.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০।