চনকা ওয়েলেগেদারা

ইউদা ওয়ালাউই মহিম বান্দারালাগে চনকা অশঙ্কা ওয়েলেগেদারা (তামিল: சானக்க வெலகெதர; ২০ মার্চ, ১৯৮১) মাতালে এলাকায় জন্মগ্রহণকারী শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রিকেটার। সচরাচর তিনি চনকা ওয়েলেগেদারা নামে পরিচিত।[1] শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য ওয়েলেগেদারা বামহাতি ফাস্ট বোলিং করে থাকেন। প্রথম-শ্রেণীলিস্ট এ ক্রিকেটে তার সমৃদ্ধ বোলিং গড় রয়েছে। ঘরোয়া ক্রিকেটে মুরস স্পোর্টস ক্লাব এবং নর্থ সেন্ট্রাল প্রভিন্সেস ক্রিকেট ক্লাবে খেলছেন। ২০০৭ সালে সফরকারী বাংলাদেশ দলের বিপক্ষে শ্রীলঙ্কা এ দলের প্রতিনিধিত্ব করেন।

চনকা ওয়েলেগেদারা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামইউদা ওয়ালাউই মহিম বান্দারালাগে চনকা অশঙ্কা ওয়েলেগেদারা
জন্ম (1981-03-20) ২০ মার্চ ১৯৮১
মাতালে, শ্রীলঙ্কা
ডাকনামওয়েলে
উচ্চতা ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনবামহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টেস্ট অভিষেক
(ক্যাপ ১০৭)
১৮ ডিসেম্বর ২০০৭ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট১৪ আগস্ট ২০১৪ বনাম পাকিস্তান
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৩৮)
১৫ ডিসেম্বর ২০০৯ বনাম ভারত
শেষ ওডিআই২২ জুন ২০১০ বনাম ভারত
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৭/০৮বর্তমানমুরস স্পোর্টস ক্লাব
২০১২-বর্তমানওয়েয়াম্বা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি লিস্ট এ
ম্যাচ সংখ্যা ২১ ১০ ১১০ ৮৬
রানের সংখ্যা ২১৮ ৯৯২ ১০৯
ব্যাটিং গড় ৯.০৮ ৪.০০ ১১.১৪ ৫.৪৫
১০০/৫০ ০/০ ০/০ ০/১ ০/০
সর্বোচ্চ রান ৪৮ ২* ৭৬ ১৮*
বল করেছে ৩,৭৯৯ ৪৫৭ ১৫,৪৮৯ ৩,৭০৬
উইকেট ৫৫ ১৫ ২৯৪ ১২১
বোলিং গড় ৪১.৩২ ২৮.৮৬ ৩১.৩১ ২৪.৯০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৫/৫২ ৫/৬৬ ৫/৩৪ ৫/১৬
ক্যাচ/স্ট্যাম্পিং ৫/ ২/ ২৪/ ২০/
উৎস: ক্রিকইনফো, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

খেলোয়াড়ী জীবন

১৮ ডিসেম্বর, ২০০৭ তারিখে গালেতে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। ইংল্যান্ডের পল কলিংউড তার প্রথম শিকার হন। ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রীলঙ্কার সদস্য মনোনীত হলেও দ্বিতীয় টেস্ট খেলার জন্য তাকে নভেম্বর, ২০০৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। ভারতের বিপক্ষের ৩ টেস্ট সিরিজের সবগুলোতেই তিনি অংশগ্রহণ করেন।

ডিসেম্বর, ২০০৯ সালে ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে ওয়েলেগেদারা’র অভিষেক ঘটে। ১৫ ডিসেম্বর, ২০০৯ তারিখে রাজকূটে অনুষ্ঠিত ঐ খেলায় বীরেন্দ্র শেওয়াগবিরাট কোহলি’র উইকেট নেন। এছাড়াও, ভারতের বিপক্ষে একবার পাঁচ উইকেট পেয়েছেন।

প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে তিনি ছয়টি শব্দ নিয়ে গড়া নাম ব্যবহার করেছেন। দীর্ঘ সময়ের খেলায় লাসিথ মালিঙ্গা তার অপারগতা প্রকাশ করায় বর্তমানে তিনি শ্রীলঙ্কার প্রথম একাদশে স্থায়ী খেলোয়াড় হিসেবে রয়েছেন।[2]

ঘরোয়া ক্রিকেট

৬ এপ্রিল, ২০১৫ তারিখে টুয়েন্টি২০ ক্রিকেটে ইতিহাসে সেরা মিতব্যয়ী বোলিং পরিসংখ্যান গড়েন। সিংহলীজ স্পোর্টস ক্লাবের বিপক্ষে অনুষ্ঠিত ঐ খেলায় তার বোলিং পরিসংখ্যান ছিল ৪-২-২-৪। এরফলে দক্ষিণ আফ্রিকান বোলার ক্রিস মরিসের রেকর্ড ৪-৩-২-২ ম্লান হয়ে যায়।[3]

তথ্যসূত্র

  1. His family name may also be spelt Welagedara.
  2. Frindall, Bill (২০০৯)। Ask BeardersBBC Books। পৃষ্ঠা 203। আইএসবিএন 978-1-84607-880-4।
  3. chanaka welegedara most economical spell in twenty20 cricket chris morris

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.