গুগল ফটোজ

গুগল ফটোজ (ইংরেজি: Google Photos) গুগলের একটি ছবি ভাগাভাগি ও স্টোরেজ সেবা। মে ২০১৫ সালে গুগল ফটোজের ঘোষণা দেয়া হয়, গুগল+ থেকে এ সেবার উদ্ভব।

গুগল ফটোজ
উন্নয়নকারীগুগল
প্রাথমিক সংস্করণ২৮ মে ২০১৫ (2015-05-28)
উন্নয়ন অবস্থাসক্রিয়
অপারেটিং সিস্টেমএন্ড্রয়েড, আইওএস, ওয়েব
ধরণছবি সংরক্ষণাগার ও ভাগাভাগি
ওয়েবসাইটphotos.google.com

গুগল ফটোজ ব্যবহারকারীকে অনধিক ১৬ মেগাপিক্সেল ছবি ও ১০৮০ রেজ্যুলেশনের ভিডিওর জন্যে ফ্রি, অনির্দিষ্ট স্টোরেজ প্রদান করে। এ সেবা স্বয়ংক্রিয়ভাবে ছবির বিভিন্ন দৃশ্যমান বৈশিষ্ট্য ও বিষয়বস্তুর উপর ভিত্তি করে ছবিকে বিশ্লেষণ করে।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.