গুগল প্লে

গুগল প্লে পূর্ব নাম অ্যানড্রয়েড মার্কেট ছিল, গুগল দ্বারা পরিচালিত একটি ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এর মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশনের পর্যালোচনা ও ডাউনলোড করতে পারে, এজন্য অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীর গুগল একাউন্ট থাকতে হবে। গুগল প্লে থেকে বিভিন্ন ধরনের অফিসিয়াল অ্যাপ্লিকেশন সহ নানা ধরনের ফ্রি ও পেইড অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায়, এছাড়া সঙ্গীত, ম্যাগাজিন, বই, সিনেমা, টেলিভিশনের প্রোগ্রামসহ ইত্যাদি ডিজিটাল মিডিয়ার মাধ্যম হিসেবে একটি অনলাইন স্টোর হিসেবে কাজ করে। অ্যাপ্লিকেশনগুলি নিখরচায় বা ব্যয়ে গুগল প্লে এর মাধ্যমে উপলব্ধ। প্লে স্টোর মোবাইল অ্যাপের মাধ্যমে বা গুগল প্লে ওয়েবসাইট থেকে কোনও ডিভাইসে অ্যাপ্লিকেশন স্থাপনের মাধ্যমে এগুলি সরাসরি একটি অ্যান্ড্রয়েড ডিভাইসে ডাউনলোড করা যায়।

গুগল প্লে
উন্নয়নকারীগুগল (কোম্পানি)
প্রাথমিক সংস্করণ২২ অক্টোবর ২০০৮ (2008-10-22) (অ্যানড্রয়েড মার্কেট হিসাবে)
উন্নয়ন অবস্থাসক্রিয় / ৩.৫ + মিলিয়ন অ্যাপস (২০১৭ সালে)
অপারেটিং সিস্টেমঅ্যানড্রয়েড (অপারেটিং সিস্টেম)
ধরণডিজিটাল ডিস্ট্রিবিউশন, সফ্টওয়্যার হালনাগাদ
ওয়েবসাইটplay.google.com
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.