গুগল পিক্সেল
গুগল পিক্সেল(ইংরেজি: Google Pixel) গুগলের ভোক্তা ইলেকট্রিক যন্ত্রের একটি সিরিজ যেগুলো ক্রোম ওএস বা অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। পিক্সেল ব্র্যান্ড ২০১৩ সালে সর্বপ্রথম প্রথম প্রজন্মের ক্রোমবুক পিক্সেলের সাথে উন্মুক্ত করা হয়। পিক্সেল সিরিজে ল্যাপটপ ও স্মার্টফোনও রয়েছে, একটি রহিত পিক্সেল সি ট্যাবলেটও রয়েছে। গুগল স্টোর অথবা রিটেইল স্টোর থেকে এ ডিভাইসগুলো কেনা যায়।
গুগল পিক্সেল | |
---|---|
![]() | |
![]() উপরে: পিক্সেল স্মার্টফোনে লোগো নিচে: পিক্সেল ২ ও ২এক্সএল স্মার্টফোন | |
বিকাশকারী | গুগল এলএলসি |
প্রস্তুতকারক | গুগল, বিভিন্ন |
ধরন | স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ |
মুক্তির তারিখ | ২১ ফেব্রুয়ারি ২০১৩ |
অপারেটিং সিস্টেম | ক্রোম ওএস ও এন্ড্রয়েড |
অনলাইন সেবা | গুগল প্লে (২০১৫ — বর্তমান) |
ওয়েবসাইট | store.google.com/ |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.