অ্যানড্রয়েড সফটওয়্যার উন্নয়ন

অ্যানড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট হলো অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত যন্ত্রেএ জন্যে নতুন অ্যাপলিকেশন বানানোর প্রক্রিয়া। গুগল জানায় যে অ্যানড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট (এসডিকে) ব্যবহার করে[1] "অ্যানড্রয়েড অ্যাপ কোটলিন, জাভা, এবং সি++ ভাষা ব্যবহার করা লেখা যাবে।" তবে অন্য প্রোগ্রামিং ভাষাও ব্যবহার করা যায়। গো, জাভাস্ক্রিপ্ট, সি, সি++ বা অ্যাসেম্বলির মত নন-জেভিএম ভাষার জেভিএম ভাষা কোডের সাহায্যের প্রয়োজন হয়, যেগুলো সীমাবদ্ধ এপিআই সমর্থনসহ টুলসমূহ দ্বারা সরবরাহ করা হয়। কিছু ভাষা/প্রোগ্রামিং হাতিয়ার ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপ সমর্থনের অনুমোদন দেয়, যথা অ্যানড্রয়েড, আইওএস দুটোর জন্যেই। ২০০৮ সালে এসডিকে মুক্তি পাওয়ার পর তৃতীয় পক্ষের হাতিয়ারসমূহ, ডেভেলপমেন্ট পরিবেশসমূহ এবং ভাষা সমর্থন উদ্ভূত হচ্ছ ও বিকশিত হচ্ছে।

নেক্সাস ৫এক্স, গুগল নেক্সাস সিরিজের অংশ, "ডেভেলপার ফ্রেন্ডলি" বলে যাদের পরিচিতি রয়েছে।

প্রাতিষ্ঠানিক উন্নয়ন হাতিয়ার

অ্যানড্রয়েড এসডিকে

অ্যানড্রয়েড এসডিকে
উন্নয়নকারীগুগল
প্রাথমিক সংস্করণঅক্টোবর ২০০৯ (2009-10)
স্থায়ী মুক্তি২৬.১.১ / সেপ্টেম্বর ২০১৭ (2017-09)[2]
লেখা হয়েছেজাভা
অপারেটিং সিস্টেমক্রস-প্ল্যাটফর্ম
ধরণআইডিই, এসডিকে
ওয়েবসাইটdeveloper.android.com/sdk/index.html

অ্যানড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট (এসডিকে)তে বিস্তৃত ডেভেলপমেন্ট হাতিয়ারের সেট রয়েছে।[3] এর মধ্যে আছে ডিবাগার, লাইব্রেরিসমূহ, কিউইএমইউ-ভিত্তিক একটি হ্যান্ডসেট ইমুলেটর, নথি, নমুনা কোড টিউটোরিয়াল। বর্তমানে সমর্থিত প্ল্যাটফর্ম সমূহের মধ্যে রয়েছে গ্নু/লিনাক্স, ম্যাকওএস ১০.৫.৮+, এবং মাইক্রোসফট উইন্ডোজমার্চ ২০১৫ অনুযায়ী, এসডিকে অ্যানড্রয়েডে নেই, কিন্তু বিশেষায়িত অ্যানড্রয়েড অ্যাপলিকেশন ব্যবহার করে উন্নয়ন সম্ভব। [4][5][6] ২০১৪ সালের শেষ পর্যন্ত অ্যানড্রয়েড ডেভেলপমেন্ট টুল (এডিটি) প্লাগ-ইন ব্যবহার করে এক্লিপ্স ছিলো প্রাতিষ্ঠানিকভাবে সমর্থিত আইডিই। তবে ইন্টেলিজে আইডিয়া আইডিই আউট-অব-দ্যা বক্স পরিপুর্ণভাবে অ্যানড্রয়েড উন্নয়ন সমর্থন করে, প্লাগ-ইনের মাধ্যমে নেটবিনস আইডিইও সমর্থন করে।[7]

২০১৫ মোতাবেক অ্যানড্রয়েড স্টুডিও গুগলের প্রাতিষ্ঠানিক আইডিই হওয়ার পর এডিটির জন্যে সমর্থন রহিত করা হয়। তবে জাভা ও এক্সএমএল ফাইল সম্পাদনার জন্যে যেকোন লেখা সম্পাদক ব্যবহার করা যায়, তারপর কমান্ড-লাইন হাতিয়ার সমূহ ব্যবহার করে অ্যানড্রয়েড অ্যাপলিকেশন সমূহ তৈরী, বানানো ও ডিবাগ করা যায়, সাথে সংযুক্ত অ্যানড্রয়েড যন্ত্রও নিয়ন্ত্রণ করা যায়।

অ্যানড্রয়েড অ্যাপলিকেশন .apk এ প্যাকেজ ও /data/app ফোল্ডারের অধীনে সংরক্ষণ করা হয়। এপিকে প্যাকেজে .dex ফাইল, রিসোর্স ফাইল ইত্যাদি রয়েছে।

অ্যানড্রয়েড এসডিকে প্ল্যাটফর্ম হাতিয়ার

অ্যানড্রয়েড এসডিকে প্ল্যাটফর্ম হাতিয়ার সমূহ পৃথকভাবে পূর্ণ এসডিকের ডাউনলোডযোগ্য সাবসেট, যা adbfastboot কমান্ড-লাইন টুল দ্বারা গঠিত।

অ্যানড্রয়েড ডিবাগ ব্রিজ(এডিবি)

অ্যানড্রয়েড ডিবাগ ব্রিজ (সংরেক্ষেপে এডিবি, ইংরেজি: Android Debug Bridge/adb হলো সংযুক্ত অ্যানড্রয়েড যন্ত্রে কমান্ড চালানোর জন্যে ব্যবহৃত একটি হাতিয়ার। adbd ডেইমন যন্ত্রটিতে চলে এবং adb ক্লায়েন্ট বহুবিধ প্রেরিত কমান্ডে একটি ব্যাকগ্রাউন্ড সার্ভার চালু করে। টেক্সট ভিত্তিক ব্যবহারকারী ইন্টারফেসের সাথে সাথে, অনেক গ্রাফিক্যাল ব্যবহারকারী ইন্টারফেস বিকল্পও রয়েছে এডিবে নিয়ন্ত্রণের জন্যে।

কমান্ড প্রেরণের পদ্ধিতি সাধারণত:

adb [-d|-e|-s <serialNumber>] <command>
যেখানে -d হলো একক ইউএসবি-সংযুক্ত যন্ত্রকে বিশিষ্ট করা জন্যে,
      -e হলো কম্পিউটারে একক চালিত অ্যানড্রয়েড ইমুলেটরের জন্যে,
      -s হলো ইউএসবি-যুক্ত যন্ত্রকে এর সতন্ত্র ক্রমিক নাম্বার দিয়ে বিশিষ্ট করার জন্যে।

ফাস্টবুট

ফাস্টবুট হলো হোস্ট কম্পিউটার থেকে ইউএসবি সংযোগ থেকে প্রাথমিকভাবে ফ্ল্যাশ ফাইলব্যবস্থাকে পরিবর্তন করার জন্যে এসডিকে প্যাকেজে অন্তর্ভূক্ত থাকা একটি বৈশিষ্ট্যসূচক প্রটোকল। এর জন্যে যন্ত্রকে বুট লোডার অথবা সেকেন্ডারি প্রোগ্রাম লোডার মুডে চালু করার প্রয়োজন পড়ে, যেখানে শুধুমাত্র একেবারে প্রাথমিক হার্ডওয়্যার প্রারম্ভ সম্পাদিত হয়।

যন্ত্রটিতে নিজে নিজে প্রটোকল সক্রিয় করার পর, এটি ইউএসবির মাধ্যমে কমান্ড লাইন ব্যবহার করে নির্দিষ্ট কমান্ড সেট গ্রহণ করবে। সবচেয়ে ব্যবহৃত ফাস্টবুট কমান্ডসমূহের মধ্যে রয়েছে:

  • flash  হোস্ট কম্পিউটারে সংরক্ষিত বাইনারি ইমেজ দিয়ে একটি পার্টিশন রিরাইট করে
  • erase  নির্দিষ্ট একটি পার্টিশন মুছে ফেলে
  • reboot  যন্ত্রটিকে হয় প্রধান অপারেটিং সিস্টেম, অথবা পুনরায় বুটলোডারে রিবুট করে।
  • devices  ক্রম সংখ্যা সহ হোস্ট কম্পিউটারের সাথে সংযুক্ত সকল যন্ত্রের তালিকা প্রদর্শন করে
  • format  একটি নির্দিষ্ট পার্টিশন ফরম্যাট করে

অ্যানড্রয়েড এনডিকে

অ্যানড্রয়েড এনডিকে
উন্নয়নকারীগুগল
প্রাথমিক সংস্করণজুন ২০০৯ (2009-06)
স্থায়ী মুক্তিr18b / সেপ্টেম্বর ২০১৮ (2018-09)
পরীক্ষামূলক সংস্করণr18 বেটা ২
লেখা হয়েছেসিসি++
অপারেটিং সিস্টেম
উপলব্ধইংরেজি
ধরণএসডিকে
ওয়েবসাইটdeveloper.android.com/ndk/

ন্যাটিভ কোডে কম্পাইল করা যায়। এনডিকে সি/সি++ কম্পাইল করার জন্যে ক্ল্যাং ব্যবহার করে। গ্নু কম্পাইলার কালেকশন এনডিকে আর১৭-এ অন্তর্ভূক্ত হলেও, ২০১৮ সালে আর১৮ তে তা সরিয়ে ফেলা হয়।

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.