গুগল ড্রাইভ

গুগল ড্রাইভ (ইংরেজি: Google Drive) গুগল-কর্তৃক উন্নয়নকৃত ফাইল স্টোরেজ ও সিনক্রোনাইজেশন সেবা। এপ্রিল ২৪, ২০১২ সালে গুগল ড্রাইভ তার যাত্রা শুরু করে। এটি ব্যবহারকারীকে তাদের সার্ভারে ফাইল সংরক্ষণ, একাধিক যন্ত্রের মধ্যে ফাইল সিনক্রোনাইজেশন ও ফাইল ভাগাভাগির সুবিধা প্রদান করে। ওয়েবসাইটের সাথে গুগল ড্রাইভের অফলাইন সুবিধাসম্বলিত এপ্লিকেশনও রয়েছে। গুগল ডক, শিট, ও স্লাইডে তৈরিকৃত ও সম্পাদিত ফাইল গুগল ড্রাইভে সংরক্ষিত হয়।
গুগল ড্রাইভ ব্যবহারকারীদের ১৫ গিগাবাইট বিনামূল্যে স্টোরেজ সরবরাহ করে। আপলোড করা ফাইলগুলি আকারে ৫ টেরাবাইট পর্যন্ত হতে পারে। ব্যবহারকারীরা পৃথক ফাইল এবং ফোল্ডারগুলির জন্য গোপনীয়তা সেটিংস পরিবর্তন করতে পারে, অন্যান্য ব্যবহারকারীর সাথে ভাগ করে নেওয়া সক্ষম করে।

গুগল ড্রাইভ
সাইটের প্রকার
ফাইল হোস্টিং সেবা
মালিকগুগল এলএলসি
ওয়েবসাইটdrive.google.com
নিবন্ধনআবশ্যক
ব্যবহারকারী১০০ কোটি (জুলাই ২০১৮)
চালুর তারিখ২৪ এপ্রিল ২০১২ (2012-04-24)

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.