খোঁজ-দ্য সার্চ

খোঁজ-দ্য সার্চ হচ্ছে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী এবং প্রযোজনা ও পরিবেশনা করেছ মনসুন ফিল্মস। এতে অভিনয় করেছেন অনন্ত জলিল, বর্ষা, ববিসোহেল রানা সহ আরও অনেকে। এটি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল চলচ্চিত্র।

খোঁজ-দ্য সার্চ
চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার
পরিচালকইফতেখার চৌধুরী
প্রযোজকএম এ জলিল অনন্ত
রচয়িতাইফতেখার চৌধুরী
শ্রেষ্ঠাংশে
সুরকারইমন সাহা
হাবিব ওয়াহিদ
চিত্রগ্রাহকইফতেখার চৌধুরী
সম্পাদকইফতেখার চৌধুরী
পরিবেশকমনসুন ফিল্মস
মুক্তি১৬ এপ্রিল, ২০১০ (বাংলাদেশ)
জুন ২০১০ (বিশ্বব্যাপী)
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা
ইংরেজী

শ্রেষ্ঠাংশে

সংগীত

খোঁজ-দ্য সার্চ
চিত্র:Khoj-The Search.jpg
হাবিব ওয়াহিদইমন সাহা কর্তৃক গান
মুক্তির তারিখ২০১০
ঘরানাচলচ্চিত্র সাউন্ডট্র্যাক

খোঁজ-দ্য সার্চ-এর সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহাহাবিব ওয়াহিদ এবং সবগুলো গানে কথা লিখেছেন কবির বকুল ও ইলিয়াস মোল্লা।

গানের তালিকা

ট্র্যাকগানকন্ঠশিল্পীপর্দায়নোট
তুমি ফিরে তাকালে পৃথিবীটা সুন্দর হয়ে যায় সামিনা চৌধুরীবাপ্পা মজুমদার অনন্ত ও ববি
গোলক ধাঁধাঁনো পৃথিবীতে ফেরদৌস ওয়াহিদকনা ববি শিরোনাম গান
এতো দিন কোথায় ছিলে হাবিব ওয়াহিদন্যান্সি অনন্ত ও বর্ষা
দিনেতে সুর্য ভাল চাঁন্দেরই আলো না কনকচাঁপা ও রুন্টি জিসান ও রাহা
আংটির অপেক্ষায় অনামিকা এস আই টুটুলসামিনা চৌধুরী অনন্ত ও বর্ষা
ভালবাসার মনটা আমার কনকচাঁপা ববি

আরও দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.