দ্য স্পীড

দ্য স্পীড ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র[1] সম্পূর্ণ এ্যাকশন ধর্মী এ ছবি চিত্রায়ীত হয়েছে মালয়েশিয়ার অপরূপ সৌন্দর্যমন্ডিত লোকেশন পুত্রাজায়া, লংজাউম্ব, কুয়ালালামপুর, সিপোর্ট ও এয়ারপোর্ট এ। এ ছবিতে অনন্তর বিপরীতে অভিনয় করেছেন মালয়েশিয়ান অভিনেত্রী পারভিন এবং রাশিয়ান অভিনেত্রী নানা।[2] ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। ছবিটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন এম এ জলিল অনন্ত, পারভিন (মালয়েশিয়া), নানা (রাশিয়া ), আলমগীর, দিতি, নিনো (ইতালি), ডন, ইলিয়াস কোবরা, দীঘিসহ দেশী বিদেশী আরও অনেকে। ছবিটি প্রযোজনা-পরিবেশনায় করছে মনসুন ফিল্মস। এর আগে মনসুন ফিল্মস এর ব্যানারে খোঁজ-দ্য সার্চ ছবিটি মুক্তি পায় ২০১০ সালে এবং পরবর্তীতে একে একে মুক্তি পায় হৃদয় ভাঙ্গা ঢেউ, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম ২[3]

দ্য স্পীড
দ্য স্পীড চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসোহানুর রহমান সোহান
প্রযোজকএম এ জলিল অনন্ত
রচয়িতাসোহানুর রহমান সোহান
শ্রেষ্ঠাংশে
সুরকারইমন সাহা
হাবিব ওয়াহিদ
ফুয়াদ
হৃদয় খান
পরিবেশকমনসুন ফিল্মস
মুক্তি১১ মে ২০১২ (2012-05-11)
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী সংক্ষেপ

শ্রেষ্ঠাংশে

সংগীত

দ্য স্পীড ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা, হাবিব ওয়াহিদ, ফুয়াদ, হৃদয় খান। গানে কণ্ঠ দিয়েছেন অ্যান্ড্রু কিশোর, হাবিব, হৃদয় খান, ফুয়াদ ও রমা।

গানের তালিকা

আরও দেখুন

তথ্যসূত্র

  1. সোহানুর রহমান সোহানের 'দ্য স্পিড' তথ্যসুত্রঃ পিটিবি নিউজ অনলাইন, তথ্যসংগ্রহঃ ১১ মার্চ ২০১১
  2. মালয়েশিয়ার মনোরম লোকেশনে 'দ্য স্পিড তথ্যসুত্রঃ ওএসএম নিউজ বিডি-অনলাইন, তথ্যসংগ্রহঃ ১১ মার্চ ২০১১
  3. একসঙ্গে তিন ছবির কাজ শেষ তথ্যসুত্রঃ দৈনিক সংবাদ, তথ্যসংগ্রহঃ ১১ মার্চ ২০১১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.