অনন্ত জলিল

এম.এ. জলিল অনন্ত যিনি অনন্ত জলিল হিসেবেই বেশি পরিচিত, একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, নায়ক ও ব্যবসায়ী।[3]

এম.এ. জলিল অনন্ত
জন্ম
মো. আব্দুল জলিল অনন্ত

১৭ এপ্রিল, ১৯৭৮ =
জাতীয়তা বাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
শিক্ষাব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাশন ডিজাইনিং[2]
পেশাঅভিনেতা, ফুটবলার,ব্যবসায়ী
কার্যকাল২০০৯বর্তমান
প্রতিষ্ঠানঅজি গ্রুপ অব ইন্ড্রাস্টিজ, মুনসুন ফিল্ম
পরিচিতির কারণঅ্যাকশন সিনেমা
উল্লেখযোগ্য কর্ম
খোঁজ-দ্যা সার্চ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালবাসা, মোস্ট ওয়েলকাম ২
উচ্চতা ফু ৭ ইঞ্চি (১.৭০ মি)
দাম্পত্য সঙ্গীআফিয়া নুসরাত বর্ষা
সন্তান
ওয়েবসাইটঅনন্ত জলিল অফিসিয়াল সাইট

প্রাথমিক জীবন

রেডিও ফুর্তিকে দেয়া এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, তিনি ও তার বড় ভাই মুন্সিগঞ্জ জেলায় বাবার কাছে বড় হয়েছেন। পাঁচ বছর বয়সে তার মা মারা যান।[4] রেডিও এবিসিকে দেয়া আরেক সাক্ষাৎকারে অনন্ত তার নাম "আব্দুল জলিল" নামের গৃহশিক্ষকের অণুপ্রেরণায় তার বাবা রেখেছেন বলে জানান।

অনন্ত জলিল ও লেভেল আর এ লেভেল করেছেন ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এরপর ম্যানচেস্টার থেকে বিবিএ এবং ফ্যাশন ডিজাইনিং পড়েন।[1]

জলিল ১৯৯৯ সালে একজন সফল ব্যবসায়ি হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি ২০১০ সালে খোঁজ-দ্যা সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।

এম এ জলিল অনন্তর পূর্ব পরিচয় হলো, তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায় বিনিয়োগ করেন, নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে।[5] নতুনত্ব ও বৈচিত্র্য আনার জন্য রূপালীপর্দায় ঝুঁকেছেন অনন্ত জলিল।[6]

সামাজিক কর্মকাণ্ড

অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ৩টি এতিমখানা নির্মাণ করেছেন। মিরপুর ১০ নং , বাইতুল আমান হাউজিং ও সাভার মধুমতি মডেল টাউনে আছে এতিমখানাগুলো। এ ছাড়াও সাভারের হেমায়েতপুরের ধল্লা গ্রামে সাড়ে ২৮ বিঘার উপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু করেছেন অনন্ত জলিল।[6] তিনি ঢাকার হেমায়েতপুরে অবস্থিত বায়তুস শাহ জামে মসজিদ এর নির্মাণকাজেও অবদান রাখেন।

অভিনীত চলচ্চিত্র

Key
ছবি এখনও প্রকাশ পায়নি
Year Film Director Co-artist Notes
২০১০ খোঁজ-দ্যা সার্চ ইফতেখার চৌধুরী ববি,বর্ষা
২০১১ হৃদয় ভাঙ্গা ঢেউ গাজী মাজহারুল আনোয়ার বর্ষা
২০১২ দ্য স্পীড সোহানুর রহমান সোহান পারভীন, নানা
২০১২ মোস্ট ওয়েলকাম অনন্য মামুন বর্ষা মেরিল-প্রথম আলো বর্ষ সেরা অভিনেতা-২০১২ হিসাবে মনোনীত হয়েছেন
২০১৩ নিঃস্বার্থ ভালবাসা অনন্ত জলিল বর্ষা মেরিল-প্রথম আলো বর্ষ সেরা অভিনেতা-২০১৩ হিসাবে মনোনীত হয়েছেন
২০১৪ মোস্ট ওয়েলকাম ২ অনন্ত জলিল বর্ষা
২০১৭ দ্যা স্পাই অনন্ত জলিল বর্ষা ছবি তৈরির কাজ চলছে
২০১৮ সৈনিক অনন্ত জলিল বর্ষা ছবি তৈরির কাজ চলছে

-২০১৩ হিসাবে মনোনীত হয়েছেন

২০১৯ দ্বীন - দ্যা ডে অনন্ত জলিল বর্ষা

পুরস্কার এবং মনোনয়ন

সন পুরস্কার ক্যাটাগরি চলচ্চিত্র ফলাফল
২০১২মেরিল প্রথম আলো পুরস্কারসেরা অভিনেতামোস্ট ওয়েলকামমনোনীত
CJFB পারফরমেন্স পুরস্কারসেরা অভিনেতামোস্ট ওয়েলকামবিজয়ী
২০১৩বায়োস্কোপ বর্ষসেরাসেরা অভিনেতানিঃস্বার্থ ভালোবাসাবিজয়ী
বায়োস্কোপ বর্ষসেরাসেরা জুটি (আফিয়া নুসরাত বর্ষার সাথে )নিঃস্বার্থ ভালোবাসাবিজয়ী
মেরিল প্রথম আলো পুরস্কার (জনপ্রিয়)সেরা অভিনেতানিঃস্বার্থ ভালোবাসামনোনীত

তথ্যসূত্র

  1. রিয়েলি আই ডোন্ট বদার,দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২২-১০-২০১২ খ্রিস্টাব্দ।
  2. "About"। Aji Group। ২০১২-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১১-০৭
  3. এ সপ্তাহের সাক্ষাৎকারঃ চিত্রতারকা অনন্ত জলিল,বিবিসি নিউজ। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০৩-০১-২০১৩ খ্রিস্টাব্দ।
  4. "Ananta Jalil on Radio foorti"। YouTube। ১৬ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১২
  5. মোস্ট ওয়েলকামের অনন্তকে নিয়ে উত্তেজনা কেন,চিন্তামন তুষার,নিউজুয়ালি। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৪-০৯-২০১২ খ্রিস্টাব্দ।
  6. ডামি নয়, আমিই পাঁচতলা থেকে মাটিতে ঝাঁপ দিলাম : অনন্ত ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে,ফাহিম ফয়সাল, বাংলানিউজটোয়েন্টিফোর.কমঢাকা থেকে প্রকাশের তারিখ: ১০-০৫-২০১২ খ্রিস্টাব্দ।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.