অনন্ত জলিল
এম.এ. জলিল অনন্ত যিনি অনন্ত জলিল হিসেবেই বেশি পরিচিত, একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, নায়ক ও ব্যবসায়ী।[3]
এম.এ. জলিল অনন্ত | |
---|---|
![]() | |
জন্ম | মো. আব্দুল জলিল অনন্ত ১৭ এপ্রিল, ১৯৭৮ = |
জাতীয়তা | ![]() |
নাগরিকত্ব | ![]() |
শিক্ষা | ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাশন ডিজাইনিং[2] |
পেশা | অভিনেতা, ফুটবলার,ব্যবসায়ী |
কার্যকাল | ২০০৯–বর্তমান |
প্রতিষ্ঠান | অজি গ্রুপ অব ইন্ড্রাস্টিজ, মুনসুন ফিল্ম |
পরিচিতির কারণ | অ্যাকশন সিনেমা |
উল্লেখযোগ্য কর্ম | খোঁজ-দ্যা সার্চ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালবাসা, মোস্ট ওয়েলকাম ২ |
উচ্চতা | ৫ ফু ৭ ইঞ্চি (১.৭০ মি) |
দাম্পত্য সঙ্গী | আফিয়া নুসরাত বর্ষা |
সন্তান | ২ |
ওয়েবসাইট | অনন্ত জলিল অফিসিয়াল সাইট |
প্রাথমিক জীবন
রেডিও ফুর্তিকে দেয়া এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, তিনি ও তার বড় ভাই মুন্সিগঞ্জ জেলায় বাবার কাছে বড় হয়েছেন। পাঁচ বছর বয়সে তার মা মারা যান।[4] রেডিও এবিসিকে দেয়া আরেক সাক্ষাৎকারে অনন্ত তার নাম "আব্দুল জলিল" নামের গৃহশিক্ষকের অণুপ্রেরণায় তার বাবা রেখেছেন বলে জানান।
অনন্ত জলিল ও লেভেল আর এ লেভেল করেছেন ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এরপর ম্যানচেস্টার থেকে বিবিএ এবং ফ্যাশন ডিজাইনিং পড়েন।[1]
জলিল ১৯৯৯ সালে একজন সফল ব্যবসায়ি হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি ২০১০ সালে খোঁজ-দ্যা সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।
এম এ জলিল অনন্তর পূর্ব পরিচয় হলো, তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায় বিনিয়োগ করেন, নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে।[5] নতুনত্ব ও বৈচিত্র্য আনার জন্য রূপালীপর্দায় ঝুঁকেছেন অনন্ত জলিল।[6]
সামাজিক কর্মকাণ্ড
অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ৩টি এতিমখানা নির্মাণ করেছেন। মিরপুর ১০ নং , বাইতুল আমান হাউজিং ও সাভার মধুমতি মডেল টাউনে আছে এতিমখানাগুলো। এ ছাড়াও সাভারের হেমায়েতপুরের ধল্লা গ্রামে সাড়ে ২৮ বিঘার উপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু করেছেন অনন্ত জলিল।[6] তিনি ঢাকার হেমায়েতপুরে অবস্থিত বায়তুস শাহ জামে মসজিদ এর নির্মাণকাজেও অবদান রাখেন।
অভিনীত চলচ্চিত্র
![]() |
Year | Film | Director | Co-artist | Notes |
---|---|---|---|---|
২০১০ | খোঁজ-দ্যা সার্চ | ইফতেখার চৌধুরী | ববি,বর্ষা | |
২০১১ | হৃদয় ভাঙ্গা ঢেউ | গাজী মাজহারুল আনোয়ার | বর্ষা | |
২০১২ | দ্য স্পীড | সোহানুর রহমান সোহান | পারভীন, নানা | |
২০১২ | মোস্ট ওয়েলকাম | অনন্য মামুন | বর্ষা | মেরিল-প্রথম আলো বর্ষ সেরা অভিনেতা-২০১২ হিসাবে মনোনীত হয়েছেন |
২০১৩ | নিঃস্বার্থ ভালবাসা | অনন্ত জলিল | বর্ষা | মেরিল-প্রথম আলো বর্ষ সেরা অভিনেতা-২০১৩ হিসাবে মনোনীত হয়েছেন |
২০১৪ | মোস্ট ওয়েলকাম ২ | অনন্ত জলিল | বর্ষা | |
২০১৭ | দ্যা স্পাই | অনন্ত জলিল | বর্ষা | ছবি তৈরির কাজ চলছে |
২০১৮ | সৈনিক | অনন্ত জলিল | বর্ষা | ছবি তৈরির কাজ চলছে
-২০১৩ হিসাবে মনোনীত হয়েছেন |
২০১৯ | দ্বীন - দ্যা ডে | অনন্ত জলিল | বর্ষা | |
পুরস্কার এবং মনোনয়ন
সন | পুরস্কার | ক্যাটাগরি | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
২০১২ | মেরিল প্রথম আলো পুরস্কার | সেরা অভিনেতা | মোস্ট ওয়েলকাম | মনোনীত |
CJFB পারফরমেন্স পুরস্কার | সেরা অভিনেতা | মোস্ট ওয়েলকাম | বিজয়ী | |
২০১৩ | বায়োস্কোপ বর্ষসেরা | সেরা অভিনেতা | নিঃস্বার্থ ভালোবাসা | বিজয়ী |
বায়োস্কোপ বর্ষসেরা | সেরা জুটি (আফিয়া নুসরাত বর্ষার সাথে ) | নিঃস্বার্থ ভালোবাসা | বিজয়ী | |
মেরিল প্রথম আলো পুরস্কার (জনপ্রিয়) | সেরা অভিনেতা | নিঃস্বার্থ ভালোবাসা | মনোনীত | |
তথ্যসূত্র
- রিয়েলি আই ডোন্ট বদার,দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২২-১০-২০১২ খ্রিস্টাব্দ।
- "About"। Aji Group। ২০১২-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১১-০৭।
- এ সপ্তাহের সাক্ষাৎকারঃ চিত্রতারকা অনন্ত জলিল,বিবিসি নিউজ। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০৩-০১-২০১৩ খ্রিস্টাব্দ।
- "Ananta Jalil on Radio foorti"। YouTube। ১৬ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১২।
- মোস্ট ওয়েলকামের অনন্তকে নিয়ে উত্তেজনা কেন,চিন্তামন তুষার,নিউজুয়ালি। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৪-০৯-২০১২ খ্রিস্টাব্দ।
- ডামি নয়, আমিই পাঁচতলা থেকে মাটিতে ঝাঁপ দিলাম : অনন্ত ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে,ফাহিম ফয়সাল, বাংলানিউজটোয়েন্টিফোর.কমঢাকা থেকে প্রকাশের তারিখ: ১০-০৫-২০১২ খ্রিস্টাব্দ।
![]() |
উইকিমিডিয়া কমন্সে অনন্ত জলিল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |