নিঃস্বার্থ ভালবাসা

নিঃস্বার্থ ভালবাসা হচ্ছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রেম নির্ভর, অ্যাকশন চলচ্চিত্র। চলচ্চিত্রটি মুনসুন ফিল্মস-এর ব্যানারে প্রযোজনা ও পরিচালনা করেছেন চলচ্চিত্র নায়ক অনন্ত জলিল নিজেই।[1][2] চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনন্ত জলিল, রাজ্জাক, আফিয়া নুসরাত বর্ষা, মিশা সওদাগর সহ অনেকে। [3][4][5][6][7][8][9] এই চলচ্চিত্রে জুবিন গাৰ্গ-এর গাওয়া ঢাকার পোলা নামক গানটি তুমুল জনপ্রিয়তা পায়।[10][11][12]

নিঃস্বার্থ ভালবাসা
পরিচালকঅনন্ত জলিল
প্রযোজকঅনন্ত জলিল
চিত্রনাট্যকারছটকু আহমেদ
শ্রেষ্ঠাংশেঅনন্ত জলিল
আফিয়া নুসরাত বর্ষা
রাজ্জাক
মিশা সওদাগর
সুরকারশওকত আলী ইমন
ইমন সাহা
এস পি ভেংকটেশ
আকাশ
চিত্রগ্রাহকমাহফুজুর রহমান খান।
সম্পাদকএকরামুল হক
পরিবেশকমুনসুন ফিল্মস
মুক্তি০৯ আগষ্ট ২০১৩ [1]
দৈর্ঘ্য১৫১ মিনিট
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী সংক্ষেপ

আন্তর্জাতিক মডেল হওয়ার সপ্ন মেঘলার। পথচাওলার মাঝে একসময় পরিচয় হয় বিশিষ্ট ব্যাবসায়ী অনন্তের সঙ্গে। এরপর প্রেমের বাধনে জড়ান তারা। অনন্ত যদিও তাকে নিস্বাঃর্থ ভাবে ভালবেসে মন প্রান উজাড় করে দিয়েছিলো কিন্তু মেঘলা উচ্চাকাঙ্খা আর লোভে পড়ে জড়িয়ে পড়ে একাধিক সম্পর্কে। তবুও অনন্ত চেষ্টা করে যায় যেনো মেঘলার ভুল ভাঙ্গে। [1][13][14]

অভিনয়

সঙ্গীত

নিঃস্বার্থ ভালবাসা চলচ্চিত্রের সঙ্গীত সম্পাদনা ও তৈরি করেছেন শওকত আলী ইমন, আকাশ ও ইমন সাহা এবং আবহ সংগীত এস পি ভেঙ্কাটেশ।

গানের তালিকা
নং.শিরোনামসুরকারশিল্পিদৈর্ঘ্য
১."ঢাকার পোলা"আকাশজুবিন গাৰ্গ৪:৩৭
২."শপ্ন শপ্ন"ইমন সাহাসামিনা চৌধুরী৪:৩২
৩."যমুনার জল"ইমন সাহাএস আই টুটুলসামিনা চৌধুরী৪:৩৭
৪."হোয়াট ইস লাভ"আকাশশান৪:৩৭
৫."সাজনা"আকাশকৈলাশ খের ৫:৫১
৬."এ হৃদয়"কিশোরকিশোর৬:০২
৭."ড্যান্স বেবি ময়না"শওকত আলী ইমনএ্যানি রহমান & তানভীর শাহীন৪:৩৪

    তথ্যসূত্র


    1. অনুসূর্য, নাবীল; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "দেবতা অনন্তর 'নিঃস্বার্থ ভালোবাসা'"bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯
    2. "The many faces of Ananta Jalil"Dhaka Tribune। ২০১৭-০৮-২৫। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯
    3. "হোয়াট ইজ লাভ?"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯
    4. Correspondent, Staff; bdnews24.com। "Ananta, Barsha 'sign' divorce papers"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯
    5. "নিঃস্বার্থ ভালোবাসা"www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯
    6. "The Daily Janakantha"web.archive.org। ২০১৯-০৭-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯
    7. "ঈদে 'নিঃস্বার্থ ভালোবাসা'"www.prothom-alo.com। ২০১৯-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯
    8. "অনন্ত-বর্ষার 'নিঃস্বার্থ ভালোবাসা'-এর প্রিমিয়ার অনুষ্ঠিত :: দৈনিক ইত্তেফাক"archive.ittefaq.com.bd (Bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯
    9. শাওন, রাশেদ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "অনন্ত জলিলের 'নিঃস্বার্থ ভালোবাসা'"bangla.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯
    10. "৩০ হাজার ফুট উচ্চতায় ‌অনন্তর 'ঢাকার পোলা'!"web.archive.org। ২০১৮-১২-১৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯
    11. "ঢাকার ছবিতে জুবিনের গান"www.prothom-alo.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯
    12. "'বাংলাদেশের জেমস, বাচ্চুদের গান শুনে বড় হয়েছি'"NTV Online। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯
    13. "আমি ভাগ্যবান বর্ষাকে বৌ হিসেবে পেয়ে"The Daily Star Bangla। ২০১৬-০৭-২৮। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯
    14. "নিঃস্বার্থ ভালোবাসা"web.archive.org। ২০১৯-০৭-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯
    15. "অনন্ত জলিল: কিছু আত্মজিজ্ঞাসা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯
    16. BanglaNews24.com। "বর্ষার নিঃস্বার্থ ভালোবাসা"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯
    17. "পূর্ণ প্রেক্ষাগৃহে 'নিঃস্বার্থ ভালোবাসা'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৯

    বহিঃসংযোগ

    ইন্টারনেট মুভি ডেটাবেজে নিঃস্বার্থ ভালবাসা (ইংরেজি)

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.