ওড়িশার জেলাসমূহের তালিকা

ভারতের পূর্ব উপকূলে অবস্থিত ওড়িশা রাজ্যটি ৩০ টি জেলায় বিভক্ত। জেলাগুলি ওড়িশার গঠনগত ও প্রশাসনিক একক।[1][2][3]

ভারতে ওড়িশা রাজ্যের অবস্থান (লাল)

ভারতের বিভিন্ন রাজ্যের জেলাশাসক হন একজন ডিস্ট্রিক্ট কালেক্টর, ক্ষেত্রবিশেষে ডেপুটি কমিশনার (ডিসি)। ডেপুটি কমিশনার একাধারে জেলা ম্যাজিস্ট্রেটের পদও অলঙ্কৃত করেন। এই পদাধিকার বলে তিনি জেলায় বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত, এবং কালেক্টর হিসেবে রাজস্ব আদায়ের দায়িত্বপ্রাপ্ত। সাধারণত ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের কোনও আধিকারিক জেলাশাসক হলেও মাঝে মাঝে ওড়িশা সিভিল সার্ভিসের কোনও আধিকারিককেও এই দায়িত্ব দেওয়া হয়। জেলাশাসকের সহায়তা করেন রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত জেলা প্রশাসন পর্যায়ের বিভিন্ন আধিকারিক। এক একজন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) আধিকারিক এক একটি জেলার পুলিশ সুপারিন্‌টেন্ডেন্ট হিসেবে আইনের শাসন বজায় রাখার দায়িত্ব পালন করেন।

জেলাসমূহ

নিচে ওড়িশার বিভিন্ন জেলার রূপরেখার ছক দেওয়া হল।[4]

কোড জেলা সদর শহর জনসংখ্যা

(২০০১)

জনসংখ্যা

(২০১১[5])

ক্ষেত্রফল (কিমি²) ২০১১ তে জনঘনত্ব
(/কিমি²)
মানচিত্র
ANঅনুগুলঅনুগুল১,১৪০,০০৩১,২৭৩,৮২১৬,৩৭৬১৯৯.৮
BDবৌধবৌধগড়৩৭৩,৩৭২৪৪১,১৬২৩,০৯৮১৪২.৪
BLবলাঙ্গিরবলাঙ্গির১,৩৩৭,১৯৪১,৬৪৮,৯৯৭৬,৫৭৫২৫০.৮
BRবারগড় (বরাগড়)বারগড়১,৩৪৬,৩৩৬১,৪৮১,২৫৫৫,৮৩৭২৫৩.৮
BWবালেশ্বর (বালেসোর)বালেশ্বর২,০২৪,৫০৮২,৩২০,৫২৯৩,৮০৬৬০৯.৭
BH ভদ্রকভদ্রক১,৫০৬,৫২২২,৫০৫৬০১
CUকটককটক২,৩৪১,০৯৪২,৬২৪,৪৭০৩,৯৩২৬৬৭.৫
DEদেবগড় (দেওগড়)দেবগড়২৭৪,১০৮৩১২,৫২০২,৯৪০১০৬.৩
DHঢেঙ্কানালঢেঙ্কানাল১,০৬৬,৮৭৮১,১৯২,৮১১৪,৪৫২২৬৭.৯
GNগঞ্জামছত্রপুর৩,১৩০,৬৩৫৩,৫২৯,০৩১৮,২০৬৪৩০.১
GPগজপতিপারলাখেমুন্দি৫১৮,৮৩৭৫৭৭,৮১৭৪,৩২৫১৩৩.৬
JHঝারসুগুড়াঝারসুগুড়া৫০৯,৭১৬৫৭৯,৫০৫২,১১৪২৭৪.১
JPজাজপুরজাজপুর১,৬২৪,৩৪১১,৮২৭,১৯২২,৮৯৯৫৯৫.৮
JSজগৎসিংহপুরজগৎসিংহপুর১,০৫৭,৬২৯১,১৩৬,৯৭১১,৬৬৮৬৮১.৬
KHখোর্দাখোর্দা১,৮৭৭,৩৯৫২,২৫১,৬৭৩২,৮১৩৮০০.৫
KJকেন্দুঝর (কেওনঝড়)কেন্দুঝর১,৫৬১,৯৯০১,৮০১,৭৩৩৮,৩০৩২১৭.০
KLকালাহান্ডিভবানিপাটনা১,৩৩৫,৪৯৪১,৫৭৬,৮৬৯৭,৯২০১৯৯.১
KNকন্ধমালফুলবাণী৬৪৮,২০১৭৩৩,১১০৮,০২১৯১.৪
KOকোরাপুটকোরাপুট১,১৮০,৬৩৭১,৩৭৯,৬৪৭৮,৮০৭১৫৬.৭
KPকেন্দ্রাপড়াকেন্দ্রাপড়া১,৩০২,০০৫১,৪৪০,৩৬১২,৬৪৪৫৪৪.৮
MLমালকানগিরিমালকানগিরি৫০৪,১৯৮৬১৩,১৯২৫,৭৯১১০৫.৯
MYময়ুরভঞ্জবারিপদা২,২২৩,৪৫৬২,৫১৯,৭৩৮১০,৪১৮২৪১.৯
NBনবরঙ্গপুরনবরঙ্গপুর১,০২৫,৭৬৬১,২২০,৯৪৬৫,২৯১২৩০.৮
NUনূয়াপড়ানূয়াপড়া৫৩০,৬৯০৬১০,৩৮২৩,৮৫২১৫৮.৫
NYনয়াগড়নয়াগড়৮৬৪,৫১৬৯৬২,৭৮৯৩,৮৯০২৪৭.৫
PUপুরীপুরী১,৫০২,৬৮২১,৬৯৮,৭৩০৩,৪৭৯৪৮৮.৩
RAরায়গড়ারায়গড়া৮৩১,১০৯৯৬৭,৯১১৭,০৭৩১৩৬.৮
SAসম্বলপুরসম্বলপুর৯৩৫,৬১৩১,০৪১,০৯৯৬,৬২৪১৫৭.২
SAসুবর্ণপুর (সোনপুর)সুবর্ণপুর৫৪১,৮৩৫৬১০,১৮৩২,৩৩৭২৬
SNসুন্দরগড়সুন্দরগড়১,৮৩০,৬৭৩৯,৭১২১৮৮
সমগ্র রাজ্যভুবনেশ্বর৩৬,৮০৪,৬৬০৪১,৯৭৪,২১৮১৫৫,৭০৭২৬৯.৬

তথ্যসূত্র

  1. "Districts of Odisha"Official Portal। Bhubaneswar: Government of Odisha। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩
  2. "Districts of Orissa"। ১৬ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১২
  3. "List of Districts" (pdf)। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১২
  4. ভারতের জনগণনা কমিশনার ও রেজিস্ট্রার জেনারেলের দপ্তর।
  5. http://www.census2011.co.in/census/state/districtlist/orissa.html

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.