কেন্দুঝর জেলা

কেন্দুঝর জেলা(ওড়িয়া: କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲା, প্রতিবর্ণী. কেন্দুঝর জিল্লা) পূর্ব ভারতে অবস্থিত ওড়িশা রাজ্যের ৩০ টি জেলার একটি জেলা৷ ১৬ই পৌষ ১৩৫৪ বঙ্গাব্দে(১লা জানুয়ারী ১৯৪৮ খ্রিস্টাব্দে) ওড়িশা রাজ্য পুণর্গঠন কালে কেন্দুঝর জেলাটি গঠিত হলেও তার নাম ছিলো কেওনঝড় জেলাটি ওড়িশার উত্তর ওড়িশা বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর কেন্দুঝর শহরে অবস্থিত এবং চম্পুয়া মহকুমা, কেন্দুঝর মহকুমাআনন্দপুর মহকুমা নিয়ে গঠিত৷

কেন্দুঝর জেলা
କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲା
ওড়িশার জেলা
ওড়িশায় কেন্দুঝরের অবস্থান
দেশভারত
রাজ্যওড়িশা
প্রশাসনিক বিভাগউত্তর ওড়িশা বিভাগ
সদরদপ্তরকেন্দুঝর
তহশিল১৩
আয়তন
  মোট৮৩০৩ কিমি (৩২০৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট১৮,০১,৭৩৩
  জনঘনত্ব২২০/কিমি (৫৬০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৬৮.২৪ শতাংশ
  লিঙ্গানুপাত৯৮৮
গড় বার্ষিক বৃষ্টিপাত১৪৮৭ মিমি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

নামকরণ

জনশ্রুতি অনুযায়ী রাজা জ্যোতি ভঞ্জ বর্তমান কেওনঝড় বা কেন্দুঝর অঞ্চলে উপস্থিত ছোটো একটি ঝর্ণা ও সংলগ্ন প্রস্রবনকে কেন্দ্র করে নিজের অস্থায়ী প্রাসাদ নির্মান করেন৷ পরে এই অঞ্চল কেন্দুঝর বা কেন্দুবন দ্বারা পরিবেষ্ঠিত প্রস্রবন নামে বিখ্যাত হয়৷ জেলাসদরের নামে জেলাটির নামকরণ হয়৷[1]

ইতিহাস

ভূপ্রকৃতি

অর্থনীতি

অবস্থান

জেলাটির উত্তরে ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভূম জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান) ওড়িশা রাজ্যের ময়ুরভঞ্জ জেলাজেলাটির পূর্বে ওড়িশা রাজ্যের ময়ুরভঞ্জ জেলাজেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলাওড়িশা রাজ্যের ভদ্রক জেলাজেলাটির দক্ষিণে ওড়িশা রাজ্যের যাজপুর জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ওড়িশা রাজ্যের ঢেঙ্কানাল জেলাজেলাটির পশ্চিমে ওড়িশা রাজ্যের অনুগুল জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ওড়িশা রাজ্যের সুন্দরগড় জেলা[2]

জেলাটির আয়তন ৮৩০৩ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ওড়িশা রাজ্যের ৫.৩৩%৷

ভাষা

কেন্দুঝর জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী কেন্দুঝর জেলার ভাষাসমূহ[3]

  ওড়িয়া (৭৮.৮৮%)
  হো (৮.০৯%)
  সাঁওতালি (৩.৭৭%)
  হিন্দী (১.৭৬%)
  মুন্ডারি (১.৬৯%)
  জুয়াঙ (১.৩০%)
  উর্দু (০.৯৫%)
  কুরমালী (০.৭৭%)
  বাংলা (০.৫২%)
  অন্যান্য (২.২৭%)

ধর্ম

জনসংখ্যার উপাত্ত

মোট জনসংখ্যা ১৫৬১৯৯০(২০০১ জনগণনা) ও ১৮০১৭৩৩(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে ৮ম৷ ওড়িশা রাজ্যের ৪.২৯% লোক কেন্দুঝর জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ১৮৮ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ২১৭ হয়েছে৷ জেলাটির ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ১৫.৩৫% , যা ১৯৯১-২০১১ সালের ১৬.৮৩% বৃদ্ধির হারের থেকে কম৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৮৮(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৬৭৷[4]

নদনদী

পরিবহন ও যোগাযোগ

পর্যটন ও দর্শনীয় স্থান

ঐতিহ্য ও সংস্কৃতি

শিক্ষা

জেলাটির স্বাক্ষরতা হার ৫৯.২৪%(২০০১) তথা ৬৮.২৪%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৭১.৯৯%(২০০১) তথা ৭৮.১২%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৪৬.২২%(২০০১) তথা ৫৮.২৮% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৪.৪০%৷[4]

প্রশাসনিক বিভাগ

সীমান্ত

বিশিষ্ট ব্যাক্তিবর্গ

তথ্যসূত্র

  1. http://DIPS-Kendujhar-2016-17.pdf%5B%5D
  2. https://www.mapsofindia.com/maps/orissa/tehsil/kendujhar.html
  3. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  4. https://www.census2011.co.in/census/district/399-kendujhar.html
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.