অন্ধ্রপ্রদেশের জেলাসমূহের তালিকা
অন্ধ্রপ্রদেশ হল ভারতের ২৯টি রাজ্যের অন্যতম। এই রাজ্যে মোট ১৩টি জেলা রয়েছে। অনন্তপুর জেলা এই রাজ্যের বৃহত্তম এবং শ্রীকাকুলাম জেলা এই রাজ্যের ক্ষুদ্রতম জেলা। এই জেলাগুলি রাজ্যের দুটি অঞ্চলের মধ্যে বিন্যস্ত। এই অঞ্চলদুটি হল উপকূলীয় অন্ধ্র ও রায়ালসীমা।
- উপকূলীয় অন্ধ্র অঞ্চলে ৯টি জেলা রয়েছে: পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, গুন্টুর, প্রকাশম, শ্রী পোট্টি শ্রী রামালু নেল্লোর, শ্রীকাকুলাম, বিজিয়ানগরম, ও বিশাখাপত্তনম।
- রায়ালসীমা অঞ্চলে ৪টি জেলা রয়েছে: কুর্নুল, চিত্তুর, কাডাপা ও অনন্তপুর।

অন্ধ্রপ্রদেশের জেলাসমূহ
জেলাসমূহ
জেলা | সদর শহর | রাজস্ব বিভাগ | মণ্ডল | জনসংখ্যা (২০১১) | আয়তন (বর্গকিলোমিটার | জনঘনত্ব (/বর্গকিলোমিটার) |
---|---|---|---|---|---|---|
অনন্তপুর | অনন্তপুর | ৫ | ৬৩ | ৪,০৮৩,৩১৫ | ১৯,১৩০ | ২১৩ |
চিত্তুর | চিত্তুর | ৩ | ৬৬ | ৪,১৭০,৪৬৮ | ১৫,১৫২ | ২৭৫ |
পূর্ব গোদাবরী | কাকিনাদা | ৭ | ৫৯ | ৫,১৫১,৫৪৯ | ১০,৮০৭ | ৪৭৭ |
গুন্টুর | গুন্টুর | ৪ | ৫৭ | ৪,৮৮৯,২৩০ | ১১,৩৯১ | ৪২৯ |
কাডাপা | কাডাপা | ৩ | ৫০ | ২,৮৮৪,৫২৪ | ১৫,৩৫৯ | ১৮৮ |
কৃষ্ণা | মছলিপত্তনম | ৪ | ৫০ | ৪,৫২৯,০০৯ | ৮,৭২৭ | ৫১৯ |
কুর্নুল | কুর্নুল | ৩ | ৫৪ | ৪,০৪৬,৬০১ | ১৭,৬৫৮ | ২২৯ |
নেল্লোর | নেল্লোর | ৫ | ৪৬ | ২,৯৬৬,০৮২ | ১৩,০৭৬ | ২২৭ |
প্রকাশম | ওঙ্গোল | ৩ | ৫৬ | ৩,৩৯৩,৭৬৪ | ১৭,৬২৬ | ১৯৩ |
শ্রীকাকুলাম | শ্রীকাকুলাম | ৩ | ৩৭ | ২,৬৯৯,৪৭১ | ৫,৮৩৭ | ৪৬২ |
বিশাখাপত্তনম | বিশাখাপত্তনম | ৪ | ৪৩ | ৪,২৮৮,১১৩ | ১১,১৬১ | ৩৪০ |
বিজয়নগরম | বিজয়নগরম | ২ | ৩৪ | ২,৩৪২,৮৬৮ | ৬,৫৩৯ | ৩৮৪ |
পশ্চিম গোদাবরী | ইলুরু | ৪ | ৪৬ | ৩,৯৩৪,৭৮২ | ৭,৭৪২ | ৪৯০ |
উৎস:
- অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রবেশদ্বার[1]
তথ্যসূত্র
- "Population of AP districts(2011)" (PDF)। ap.gov.in। পৃষ্ঠা 14। ১২ নভেম্বর ২০১৩ তারিখে মূল (pdf) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে অন্ধ্রপ্রদেশের জেলাসমূহের তালিকা সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.